শিল্পকলায় আজ ‘দেশ আমার মাটি আমার’

শিল্পকলা একাডেমিতে আজ ঢাকা মৌলিক নাট্যদলের চতুর্থ প্রযোজনা ‘দেশ আমার মাটি আমার’ নাটক মঞ্চায়ন। সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার হলে এ নাটকটি মঞ্চস্ত হবে। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ঢাকা মৌলিক নাট্যদলের প্রধান অধিকর্তা সাজু আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন তরু শাহরিয়ার স্বর্গ, রিয়াজ আহমেদ, আহমেদ সাজু, নিপা প্রধান, রাব্বি হাসান, রিয়াজ রনি, সাজু আহমেদ, জিএম স্পর্শ ও সাদিকুন নাহার সুমি।

‘দেশ আমার মাটি আমার’ নাটকের কাহিনীতে দেখা যাবে-পুরান ঢাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান মাগফার উদ্দিন চৌধুরী আজাদ। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ছোট্ট আজাদকে নিয়ে ঘর ছাড়েন মা। কুঁড়ে ঘরে থেকেও অদম্য সংগ্রামী মা মানুষ করেন আজাদকে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেয় আজাদ। আসে ১৯৭১ সাল, বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের ডাক দেন। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে আজাদের বন্ধুরা আগরতলা থেকে ট্রেনিং নিয়ে যুদ্ধে যায়, আজাদকেও যেতে বলে। কিন্তু একমাত্র অবলম্বন মাকে রেখে কোথাও যেতে আজাদের মন সায় দেয় না। তবে দেশের জন্য মনটা কাঁদে। মায়ের অনুমতি নিয়ে সেও যুদ্ধে যায়, একাধিক অপারেশনে অংশ নেয়। সে সময় ঢাকায় ক্রাক প্লাটুনের একদল মুক্তিযোদ্ধা পাকবাহিনীর হাতে ধরা পড়ে। সেই দলে আজাদও ছিল। মা খবর পেয়ে ছুটে আসেন তৎকালীন রমনা থানা সংলগ্ন ড্রাম ফ্যাক্টরির টর্চার সেলে। টর্চারে ক্ষত-বিক্ষত আজাদকে দেখে হাহাকার করে ওঠেন মা। মারাত্মক আহত আজাদ মাকে সান্ত¡না দেয়। মায়ের কাছে আকুতি জানায় ভাত খাওয়ার। ছেলেকে খাওয়ানোর জন্য মা ভাত আনতে ছুটে যান বাসায়। রান্না করে ভাত নিয়ে আসেন, কিন্তু ছেলে আজাদকে আর খুঁজে পান না। অনেক খুঁজেও আর ছেলেকে পাননি মা। এরপর ১৯৭১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বেঁচে ছিলেন মা। কিন্তু ছেলেকে ভাত খাওয়াতে পারেননি বলে ১৪ বছর ধরে কোনদিনই ভাত খাননি তিনি। ঘুমাননি বিছানাতেও। কারণ মুক্তিযুদ্ধকালে ছেলে আজাদ বিছানা পায়নি।

বীর মুক্তিযোদ্ধা আজাদ ও তার মায়ের কাহিনী অবলম্বনে রচিত নাটক ‘দেশ আমার মাটি আমার’।

নাটকের শিল্প নির্দেশনায় রয়েছেন-তরু শাহরিয়ার স্বর্গ, মঞ্চ ব্যবস্থাপনায়-নয়ন নাহা, রাব্বী হাসান, তুষার খান, আহমেদ সাজু, সুমি, সাথী আহমেদ। নাটকের আবহ সংগীত করবেন-রিয়াজ রনি, পোশাক পরিকল্পনায়- জিএম স্পর্শ।

শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০ , ১০ মাঘ ১৪২৬, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১

শিল্পকলায় আজ ‘দেশ আমার মাটি আমার’

সাংস্কৃতিক বার্তা পরিবেশক |

শিল্পকলা একাডেমিতে আজ ঢাকা মৌলিক নাট্যদলের চতুর্থ প্রযোজনা ‘দেশ আমার মাটি আমার’ নাটক মঞ্চায়ন। সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার হলে এ নাটকটি মঞ্চস্ত হবে। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ঢাকা মৌলিক নাট্যদলের প্রধান অধিকর্তা সাজু আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন তরু শাহরিয়ার স্বর্গ, রিয়াজ আহমেদ, আহমেদ সাজু, নিপা প্রধান, রাব্বি হাসান, রিয়াজ রনি, সাজু আহমেদ, জিএম স্পর্শ ও সাদিকুন নাহার সুমি।

‘দেশ আমার মাটি আমার’ নাটকের কাহিনীতে দেখা যাবে-পুরান ঢাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান মাগফার উদ্দিন চৌধুরী আজাদ। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ছোট্ট আজাদকে নিয়ে ঘর ছাড়েন মা। কুঁড়ে ঘরে থেকেও অদম্য সংগ্রামী মা মানুষ করেন আজাদকে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেয় আজাদ। আসে ১৯৭১ সাল, বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের ডাক দেন। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে আজাদের বন্ধুরা আগরতলা থেকে ট্রেনিং নিয়ে যুদ্ধে যায়, আজাদকেও যেতে বলে। কিন্তু একমাত্র অবলম্বন মাকে রেখে কোথাও যেতে আজাদের মন সায় দেয় না। তবে দেশের জন্য মনটা কাঁদে। মায়ের অনুমতি নিয়ে সেও যুদ্ধে যায়, একাধিক অপারেশনে অংশ নেয়। সে সময় ঢাকায় ক্রাক প্লাটুনের একদল মুক্তিযোদ্ধা পাকবাহিনীর হাতে ধরা পড়ে। সেই দলে আজাদও ছিল। মা খবর পেয়ে ছুটে আসেন তৎকালীন রমনা থানা সংলগ্ন ড্রাম ফ্যাক্টরির টর্চার সেলে। টর্চারে ক্ষত-বিক্ষত আজাদকে দেখে হাহাকার করে ওঠেন মা। মারাত্মক আহত আজাদ মাকে সান্ত¡না দেয়। মায়ের কাছে আকুতি জানায় ভাত খাওয়ার। ছেলেকে খাওয়ানোর জন্য মা ভাত আনতে ছুটে যান বাসায়। রান্না করে ভাত নিয়ে আসেন, কিন্তু ছেলে আজাদকে আর খুঁজে পান না। অনেক খুঁজেও আর ছেলেকে পাননি মা। এরপর ১৯৭১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বেঁচে ছিলেন মা। কিন্তু ছেলেকে ভাত খাওয়াতে পারেননি বলে ১৪ বছর ধরে কোনদিনই ভাত খাননি তিনি। ঘুমাননি বিছানাতেও। কারণ মুক্তিযুদ্ধকালে ছেলে আজাদ বিছানা পায়নি।

বীর মুক্তিযোদ্ধা আজাদ ও তার মায়ের কাহিনী অবলম্বনে রচিত নাটক ‘দেশ আমার মাটি আমার’।

নাটকের শিল্প নির্দেশনায় রয়েছেন-তরু শাহরিয়ার স্বর্গ, মঞ্চ ব্যবস্থাপনায়-নয়ন নাহা, রাব্বী হাসান, তুষার খান, আহমেদ সাজু, সুমি, সাথী আহমেদ। নাটকের আবহ সংগীত করবেন-রিয়াজ রনি, পোশাক পরিকল্পনায়- জিএম স্পর্শ।