বাঁশখালীর নাপোড়া বাজারের ভূমি অবৈধ দখলে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজারের বেশ কিছু জায়গা দীর্ঘ ১৫ বছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছে স্থানীয় কতিপয় প্রভাবশালীরা। উপজেলার অন্যান্য হাট বাজারের চেয়ে নাপোড়া বাজার হতে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব আদায় হয়ে থাকে। কিন্তু এই বাজারের বেশকিছু জায়গা অবৈধভাবে দখল করে রাখায় রাস্তার প্রশস্ত অনেকটা সঙ্কুচিত হয়ে পড়েছে। যার ফলে একদিকে যেমন বাজার সংলগ্ন প্রধান সড়ক দিয়ে যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে এই বাজার থেকে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। এই নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পাচ্ছে না বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা। এদিকে বৃহস্পতিবার দুপুরে নাপোড়া বাজারে অভিযোগের তদন্ত যান উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার গোলাম মওলা। জানা যায়, প্রায় ১৫ বছরেরও বেশি সময় ধরে নাপোড়া বাজারের প্রায় ৯ শতক জায়গা স্থানীয় ধীরেন্দ্র মহাজন, দুলাল কান্তি দেব, মো. সাহেদ, মাস্টার জহিরুল হক ও বিধান দাশ জোরপূর্বক দখল করে আসছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারকে তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেয়া হয়। অভিযোগকারী মো. শের আলী ও ব্যবসায়ীরা জানান, ‘আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বিভিন্ন সময় তদন্তে আসলেও অজ্ঞাত কারণে কোন ধরনের সুরাহা পাচ্ছি না।

আরও খবর
ঘাটাইলে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়
ভৈরবে পুলিশের বিরুদ্ধে অটোরিকশা চুরির অভিযোগ
অছাত্র-বিবাহিত-মাদকাসক্তদের হাতে জিম্মি শাবি ছাত্রলীগ!
চট্টগ্রামে ৭ মণ ওজনের কৈ কোরাল : দাম হাকছে ৩ লাখ
রূপগঞ্জে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে জখম
গ্রামের নাম মসলা গ্রাম
ফুলবাড়ীতে পাহারাদার হত
ঝিকরগাছায় গরু চুরি গণপিটুনিতে নিহত ১
মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত হত
নোয়াখালীতে ভূমি অধিগ্রহণ না করে সড়ক নির্মাণ : উত্তেজনা
চট্টগ্রামে ৯ দোকান ছাই
সাতক্ষীরায় ছাত্রের দেহ উদ্ধার আটক ১
গুরুদাসপুরে হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
গোপালগঞ্জ আদালত চত্বরে ছিনতাই আটক ৩
দশমিনায় চরহাদীতে মেছোবাঘ অবমুক্ত
যথাসময়ে হিসাব খুলতে ব্যর্থ শতাধিক শিক্ষার্থীর বৃত্তির টাকা অনিশ্চিত
টাঙ্গাইলে হাউজিংয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ , ১১ মাঘ ১৪২৬, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

বাঁশখালীর নাপোড়া বাজারের ভূমি অবৈধ দখলে

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজারের বেশ কিছু জায়গা দীর্ঘ ১৫ বছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছে স্থানীয় কতিপয় প্রভাবশালীরা। উপজেলার অন্যান্য হাট বাজারের চেয়ে নাপোড়া বাজার হতে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব আদায় হয়ে থাকে। কিন্তু এই বাজারের বেশকিছু জায়গা অবৈধভাবে দখল করে রাখায় রাস্তার প্রশস্ত অনেকটা সঙ্কুচিত হয়ে পড়েছে। যার ফলে একদিকে যেমন বাজার সংলগ্ন প্রধান সড়ক দিয়ে যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে এই বাজার থেকে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। এই নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পাচ্ছে না বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা। এদিকে বৃহস্পতিবার দুপুরে নাপোড়া বাজারে অভিযোগের তদন্ত যান উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার গোলাম মওলা। জানা যায়, প্রায় ১৫ বছরেরও বেশি সময় ধরে নাপোড়া বাজারের প্রায় ৯ শতক জায়গা স্থানীয় ধীরেন্দ্র মহাজন, দুলাল কান্তি দেব, মো. সাহেদ, মাস্টার জহিরুল হক ও বিধান দাশ জোরপূর্বক দখল করে আসছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারকে তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেয়া হয়। অভিযোগকারী মো. শের আলী ও ব্যবসায়ীরা জানান, ‘আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বিভিন্ন সময় তদন্তে আসলেও অজ্ঞাত কারণে কোন ধরনের সুরাহা পাচ্ছি না।