জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে

সাহিত্য-সংস্কৃতিতে অবদানের জন্য সম্মাননা পেলেন দুই বাংলার ১৬ গুণীজন

বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দুই বাংলার ১৬ জন গুণীকে যৌথভাবে সম্মাননা দিয়েছে ভারতের পশ্চিম বাংলার সাংস্কৃতিক সংগঠন নিখিলবঙ্গ বাচিক সংসদ ও কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল কালারস্ বাংলা। গত ১৮ জানুয়ারি কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্রমঞ্চ মিলনায়তনে এই সম্মাননা পদক ও সনদপত্র তুলে দেয়া হয়।

গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে নাট্যকার ও নির্দেশক হিসেবে উপমহাদেশের কিংবদন্তি নাট্যকার ও অভিনেতা ‘উৎপল দত্ত সম্মাননা’ পেয়েছেন বিশিষ্ট মঞ্চ নাট্যকার ও নির্দেশক কাজী রফিক।

অন্য পুরস্কার প্রাপ্তরা হলেন- এপার বাংলার কবি অসীম সাহা, সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান, অভিনেতা জিয়াউল হাসান কিসলু ও শহিদুল আলম সাচ্চু, নাট্যকার ও গীতিকার সহিদ রাহমান, গীতিকার মহম্মদ হাবিবুল্লাহ। ওপার বাংলার নাট্যকার ও অভিনয় শিল্পী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কবি শুভ দাশগুপ্ত, লোক সংগীত শিল্পী শুভেন্দু মাইতি, আবৃত্তিশিল্পী সৌমিত্র মিত্র ও সংগীত শিল্পী মনীষা মুরলী নায়ার।

গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিম বাংলা রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণমন্ত্রী ড. শশী পাঁজা। বিশেষ অতিথি ছিলেন কলকাতা বিধাননগর মিউনিসিপ্যালিটি করপোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ও কালারস্ বাংলা টেলিভিশনের হেড অব বিজনেস রাহুল চক্রবর্তী।

শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ , ১১ মাঘ ১৪২৬, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে

সাহিত্য-সংস্কৃতিতে অবদানের জন্য সম্মাননা পেলেন দুই বাংলার ১৬ গুণীজন

সাংস্কৃতিক বার্তা পরিবেশক |

image

কলকাতায় ‘উৎপল দত্ত সম্মাননা’ গ্রহণ করছেন মঞ্চ নাট্যকার ও নির্দেশক কাজী রফিক -সংবাদ

বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দুই বাংলার ১৬ জন গুণীকে যৌথভাবে সম্মাননা দিয়েছে ভারতের পশ্চিম বাংলার সাংস্কৃতিক সংগঠন নিখিলবঙ্গ বাচিক সংসদ ও কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল কালারস্ বাংলা। গত ১৮ জানুয়ারি কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্রমঞ্চ মিলনায়তনে এই সম্মাননা পদক ও সনদপত্র তুলে দেয়া হয়।

গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে নাট্যকার ও নির্দেশক হিসেবে উপমহাদেশের কিংবদন্তি নাট্যকার ও অভিনেতা ‘উৎপল দত্ত সম্মাননা’ পেয়েছেন বিশিষ্ট মঞ্চ নাট্যকার ও নির্দেশক কাজী রফিক।

অন্য পুরস্কার প্রাপ্তরা হলেন- এপার বাংলার কবি অসীম সাহা, সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান, অভিনেতা জিয়াউল হাসান কিসলু ও শহিদুল আলম সাচ্চু, নাট্যকার ও গীতিকার সহিদ রাহমান, গীতিকার মহম্মদ হাবিবুল্লাহ। ওপার বাংলার নাট্যকার ও অভিনয় শিল্পী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কবি শুভ দাশগুপ্ত, লোক সংগীত শিল্পী শুভেন্দু মাইতি, আবৃত্তিশিল্পী সৌমিত্র মিত্র ও সংগীত শিল্পী মনীষা মুরলী নায়ার।

গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিম বাংলা রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণমন্ত্রী ড. শশী পাঁজা। বিশেষ অতিথি ছিলেন কলকাতা বিধাননগর মিউনিসিপ্যালিটি করপোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ও কালারস্ বাংলা টেলিভিশনের হেড অব বিজনেস রাহুল চক্রবর্তী।