ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু

ঢাকায় চলছে ১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। এবার ৫টি ভেন্যুতে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র। গত শুক্রবার উৎসবের উদ্বোধন হলেও গতকাল থেকে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ৮ দিন ব্যাপী এই উৎসবের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’। চিলড্রেনস ফিল্ম সোসাইটি আয়োজিত এই উৎসব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

গতকাল ম্যারাডোনা’স লেগস জার্মানি, আর ট্রিপ টু মাই ফ্রেন্ডস’স হোম ভারত, দ্য চায়নিস ব্রাদার্স স্পেন, হাউ টু চিয়ার আপ লোনলিনেস ইউক্রেন প্রদর্শিত হয় বেলা ১১টায়। দুপুর ২টায় মাই লিটল প্রিন্স আজারবাইজান, মুজবালাক ও কাজাখস্তান এবং দুপুর ৩টায় গার্লস ফর চেঞ্জ লেবানন, সমান্তরাল বাংলাদেশ প্রদর্শিত হয়। বিকেল ৪টায় ফ্যান্টম আউল ফরেস্ট এস্তোনিয়া ও কুলতেগিন কাজাখস্তান সন্ধ্যা ৬টায় ইয়েতি অভিযান ভারত প্রদর্শিত হয়।

আট দিনব্যাপী এবারের উৎসবে ৩৯টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। ঢাকায় মূল উৎসব কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন। এছাড়া বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল অডিটোরিয়াম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা, রাজধানীর আলিয়াস ফ্রঁসেস সেন্টার এবং গ্যোয়েটে ইনস্টিটিউটে চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা করা হবে। প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা হিসেবে মোট ৪টি প্রদর্শনী হবে। চলচ্চিত্রগুলোর প্রদর্শন সবার জন্য উন্মুক্ত।

এবারের আয়োজনে মোট চারটি কর্মশালা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিনেমাটোগ্রাফির ওপর নিহাল কুরাইশি, ডিরেকশনের ওপর পিপলু আর খান, ‘সাউন্ড ইন ফিল্ম’র ওপর নাহিদ মাসুদ এবং ‘স্টোরি টেলিং’র ওপর কর্মশালায় অংশ নেবেন অমিতাভ রেজা। এছাড়া মুক্তিযোদ্ধাদের সঙ্গে অন্তরঙ্গ আড্ডায় উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা ও রণাঙ্গনের আলোকচিত্রী হারুন হাবীব ও প্রথম বাংলাদেশি নারী ফিফা রেফারি জয়া চাকমা। এবারে উৎসবের অন্যতম আকর্ষণীয় বিভাগ হিসেবে থাকছে বাংলাদেশি শিশুদের নির্মিত প্রতিযোগিতা বিভাগ।

এবারের উৎসবে সহযোগিতা করছে অর্থ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, সংস্কৃত মন্ত্রণালয়, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলিয়অস ফ্রঁসেস, গ্যোয়েটে ইনস্টিটিউট, হোটেল আমবালা ইন, বায়োস্কোপ, সময় টেলিভিশন, দীপ্ত টেলিভিশন, রেডিও ঢোল এবং এশিয়াটিক ইএক্সপি।

আরও খবর
খেলাধুলার মাধ্যমে যোগ্য নাগরিক গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
অবশ্যই আন্তর্জাতিক আদালতের রায় মানতে হবে তথ্যমন্ত্রী
বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ আবার চ্যাম্পিয়ন প্যালেস্টাইন
ভারত থেকে আর পিয়াজ আনা হবে না টিপু মুনশি
অবৈধ ডিটিএইচ ও নিষিদ্ধ চ্যানেল সম্প্রচারে
কুড়িগ্রামে আইনজীবীর পুত্রসহ দুই শিক্ষার্থীকে অপহরণ
আজ থেকে দুই রুটে ১০টি দ্বিতল বাস চলবে
বোমা হামলায় জড়িত ২ জঙ্গি গ্রেফতার
পর্দা নামল সৈকত সাংস্কৃতিক উৎসবের
প্রাঙ্গণেমোর’র নাটক ‘মাইকেল মধুসূদন’ মঞ্চায়ন
চীনের সেরা কবির পুরস্কার পেলেন কবি মুহম্মদ সামাদ
বাংলাদেশ-ভারতের ১৩ গুণীকে সম্মাননা
মাগুরায় দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলা শুরু
কিশোরী গণধর্ষণ : ৪ জন গ্রেফতার
ঢাবি ছাত্রীর শোকজের নোটিশ ছাত্রলীগের হাতে
গুলিস্তানে সুন্দরবন মার্কেটে যুবলীগ নেতার নেতৃত্বে হামলা : পাঁচ ব্যবসায়ী আহত

রবিবার, ২৬ জানুয়ারী ২০২০ , ১২ মাঘ ১৪২৬, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪১

ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু

সাংস্কৃতিক বার্তা পরিবেশক |

ঢাকায় চলছে ১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। এবার ৫টি ভেন্যুতে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র। গত শুক্রবার উৎসবের উদ্বোধন হলেও গতকাল থেকে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ৮ দিন ব্যাপী এই উৎসবের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’। চিলড্রেনস ফিল্ম সোসাইটি আয়োজিত এই উৎসব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

গতকাল ম্যারাডোনা’স লেগস জার্মানি, আর ট্রিপ টু মাই ফ্রেন্ডস’স হোম ভারত, দ্য চায়নিস ব্রাদার্স স্পেন, হাউ টু চিয়ার আপ লোনলিনেস ইউক্রেন প্রদর্শিত হয় বেলা ১১টায়। দুপুর ২টায় মাই লিটল প্রিন্স আজারবাইজান, মুজবালাক ও কাজাখস্তান এবং দুপুর ৩টায় গার্লস ফর চেঞ্জ লেবানন, সমান্তরাল বাংলাদেশ প্রদর্শিত হয়। বিকেল ৪টায় ফ্যান্টম আউল ফরেস্ট এস্তোনিয়া ও কুলতেগিন কাজাখস্তান সন্ধ্যা ৬টায় ইয়েতি অভিযান ভারত প্রদর্শিত হয়।

আট দিনব্যাপী এবারের উৎসবে ৩৯টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। ঢাকায় মূল উৎসব কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন। এছাড়া বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল অডিটোরিয়াম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা, রাজধানীর আলিয়াস ফ্রঁসেস সেন্টার এবং গ্যোয়েটে ইনস্টিটিউটে চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা করা হবে। প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা হিসেবে মোট ৪টি প্রদর্শনী হবে। চলচ্চিত্রগুলোর প্রদর্শন সবার জন্য উন্মুক্ত।

এবারের আয়োজনে মোট চারটি কর্মশালা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিনেমাটোগ্রাফির ওপর নিহাল কুরাইশি, ডিরেকশনের ওপর পিপলু আর খান, ‘সাউন্ড ইন ফিল্ম’র ওপর নাহিদ মাসুদ এবং ‘স্টোরি টেলিং’র ওপর কর্মশালায় অংশ নেবেন অমিতাভ রেজা। এছাড়া মুক্তিযোদ্ধাদের সঙ্গে অন্তরঙ্গ আড্ডায় উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা ও রণাঙ্গনের আলোকচিত্রী হারুন হাবীব ও প্রথম বাংলাদেশি নারী ফিফা রেফারি জয়া চাকমা। এবারে উৎসবের অন্যতম আকর্ষণীয় বিভাগ হিসেবে থাকছে বাংলাদেশি শিশুদের নির্মিত প্রতিযোগিতা বিভাগ।

এবারের উৎসবে সহযোগিতা করছে অর্থ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, সংস্কৃত মন্ত্রণালয়, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলিয়অস ফ্রঁসেস, গ্যোয়েটে ইনস্টিটিউট, হোটেল আমবালা ইন, বায়োস্কোপ, সময় টেলিভিশন, দীপ্ত টেলিভিশন, রেডিও ঢোল এবং এশিয়াটিক ইএক্সপি।