অনলাইনে কর পরিশোধ করবেন যেভাবে

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে বর্তমানে সব ম্যানুয়্যাল কাজ অনলাইন নির্ভর করা হচ্ছে। অনলাইনে কর পরিশোধ করাও এটির অংশ। গত ডিসেম্বরে অনলাইনে আয়কর পরিশোধ উদ্বোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি অনলাইনে ভ্রমণ কর পরিশোধেও সোনালী ব্যাংকের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।

সোনালী ব্যাংক ও এনবিআর সূত্রে জানা যায়, ট্রেজারি কার্যক্রমের অংশ হিসেবে সরকারি লেনদেন সম্পন্ন করে থাকে সোনালী ব্যাংক। এই লেনদেনের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ট্রেজারি চালানের মাধ্যমে রাজস্ব আদায় করা। তাই রাজস্ব আদায় গতিশীল করার লক্ষ্যে এনবিআরের তত্ত্বাবধানে ডিজিটাল ই-পেমেন্ট পদ্ধতিতে ট্রেজারি চালানে টাকা জমার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এই পদ্ধতিতে সোনালী ব্যাংকের গেটওয়ের সব সুযোগ, সুবিধা অর্থাৎ ভিসা, মাস্টার, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস ইত্যাদিসহ দেশের বিভিন্ন মোবাইল ওয়ালেট ব্যবহার করে ভ্রমণ করসহ কয়েক ধরনের কর পরিশোধ করা যাবে।

এই পদ্ধতিতে কর পরিশোধ করতে হলে- প্রথমে করদাতাকে তার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার (মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম) ওপেন করে ইউআরএল এর স্থানে িি.িহনৎবঢ়ধুসবহঃ.মড়া.নফ টাইপ করে ইন্টার বাটন চাপতে হবে। এরপর করদাতা সোনালী ব্যাংক ও এনবিআরের যৌথ ওয়েব পোর্টালে প্রবেশ করবে। করদাতা যদি এর আগে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে থাকে তাহলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আর নতুন করদাতা হলে সাইটের ডান সাইডবারে থাকা আন-রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করবে। আন-রেজিস্টার বাটনে ক্লিক করলে একটি রেজিস্ট্রেশন ফরম ওপেন হবে। এই ফরমে টিন, করদাতার নাম, ঠিকানা, কর অঞ্চল, সার্কেল ইত্যাদি তথ্য দিয়ে কোন ধরনের কর দিতে চান তা সিলেক্ট করতে হবে। সবশেষে কোন বছরের কর পরিশোধ করা হচ্ছে, কত টাকা এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এর মাধ্যমে সোনালী ব্যাংক ও এনবিআরের পোর্টালে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেল। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে একটি কমফার্মেশন ইমেইল আসবে। এই ইমেইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ই-পেমেন্ট করার জন্য প্রফাইলে অন্যান্য তথ্য দিয়ে আপডেট করতে হবে। এরপর কর পরিশোধ করার জন্য পেমেন্ট বাটনে ক্লিক করে করের বিষয়ে বিভিন্ন তথ্য ও কোন ধরনের অ্যাকাউন্ট (মোবাইল ওয়ালেট, ব্যাংক হিসাব) ইত্যাদি দিয়ে কর পরিশোধ করতে হবে।

সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ , ১৩ মাঘ ১৪২৬, ১ জমাদিউস সানি ১৪৪১

অনলাইনে কর পরিশোধ করবেন যেভাবে

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে বর্তমানে সব ম্যানুয়্যাল কাজ অনলাইন নির্ভর করা হচ্ছে। অনলাইনে কর পরিশোধ করাও এটির অংশ। গত ডিসেম্বরে অনলাইনে আয়কর পরিশোধ উদ্বোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি অনলাইনে ভ্রমণ কর পরিশোধেও সোনালী ব্যাংকের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।

সোনালী ব্যাংক ও এনবিআর সূত্রে জানা যায়, ট্রেজারি কার্যক্রমের অংশ হিসেবে সরকারি লেনদেন সম্পন্ন করে থাকে সোনালী ব্যাংক। এই লেনদেনের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ট্রেজারি চালানের মাধ্যমে রাজস্ব আদায় করা। তাই রাজস্ব আদায় গতিশীল করার লক্ষ্যে এনবিআরের তত্ত্বাবধানে ডিজিটাল ই-পেমেন্ট পদ্ধতিতে ট্রেজারি চালানে টাকা জমার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এই পদ্ধতিতে সোনালী ব্যাংকের গেটওয়ের সব সুযোগ, সুবিধা অর্থাৎ ভিসা, মাস্টার, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস ইত্যাদিসহ দেশের বিভিন্ন মোবাইল ওয়ালেট ব্যবহার করে ভ্রমণ করসহ কয়েক ধরনের কর পরিশোধ করা যাবে।

এই পদ্ধতিতে কর পরিশোধ করতে হলে- প্রথমে করদাতাকে তার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার (মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম) ওপেন করে ইউআরএল এর স্থানে িি.িহনৎবঢ়ধুসবহঃ.মড়া.নফ টাইপ করে ইন্টার বাটন চাপতে হবে। এরপর করদাতা সোনালী ব্যাংক ও এনবিআরের যৌথ ওয়েব পোর্টালে প্রবেশ করবে। করদাতা যদি এর আগে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে থাকে তাহলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আর নতুন করদাতা হলে সাইটের ডান সাইডবারে থাকা আন-রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করবে। আন-রেজিস্টার বাটনে ক্লিক করলে একটি রেজিস্ট্রেশন ফরম ওপেন হবে। এই ফরমে টিন, করদাতার নাম, ঠিকানা, কর অঞ্চল, সার্কেল ইত্যাদি তথ্য দিয়ে কোন ধরনের কর দিতে চান তা সিলেক্ট করতে হবে। সবশেষে কোন বছরের কর পরিশোধ করা হচ্ছে, কত টাকা এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এর মাধ্যমে সোনালী ব্যাংক ও এনবিআরের পোর্টালে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেল। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে একটি কমফার্মেশন ইমেইল আসবে। এই ইমেইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ই-পেমেন্ট করার জন্য প্রফাইলে অন্যান্য তথ্য দিয়ে আপডেট করতে হবে। এরপর কর পরিশোধ করার জন্য পেমেন্ট বাটনে ক্লিক করে করের বিষয়ে বিভিন্ন তথ্য ও কোন ধরনের অ্যাকাউন্ট (মোবাইল ওয়ালেট, ব্যাংক হিসাব) ইত্যাদি দিয়ে কর পরিশোধ করতে হবে।