সাহেবের হাট-দত্তবাড়ি রাস্তা পাকা হয়নি ৪৯ বছরেও!

স্বাধীনতার ৪৯ বছরেও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের সাহেবের হাট-দত্তবাড়ি সড়কটি পাকাকরণ করা হয়নি। ফলে মাটির এই সড়কটির বর্তমানে বেহাল দশা হয়ে পড়েছে। সড়কটির অনেক স্থান বিলীন হয়ে গেছে। বর্ষা মৌসুমে সড়কটি ডুবে যায়। ফলে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ পড়ে চরম দুর্ভোগে। বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ-পূর্বাঞ্চল, সেনবাগ উপজেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চল, কবিরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম সাহেবের হাট-দত্তবাড়ি সড়কটি। সরেজমিন সড়কটির বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে করুন চিত্র। নিচু এলাকা হওয়ায় বিগত বন্যার সময় সড়কটির অস্তিত্ব সঙ্কটে পড়ে। সড়কটি দিয়ে যানবাহনতো দূরের কথা সাধারণ মানুষ পায়ে হেটেও চলাচল করতে পারে না। বর্ষা মৌসুমে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। যানবাহন চলতে না পারায় বিপদে আপদে চরম বিপাকে পড়তে হয় স্থানীয়দের। এছাড়া এই সড়ক দিয়ে সাহেবের হাট বাজারের ব্যবসায়ী, ক্রেতা, সাহেবের হাট প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, শহীদ আহম্মদ আলী মহিলা দাখিল মাদ্রাসা, সাহেবের হাট একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, মসজিদের মুসল্লিরাসহ ওই অঞ্চলের হাজার হাজার মানুষ চলাচল করে। এলাকাবাসী দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে। সাহেবের হাট এলাকার বাসিন্দা মো. এএস রাজু জানান, সড়কটি পাকাকরণের জন্য একাধিকবার টেন্ডার হলেও অজ্ঞাত কারণে কাজ হচ্ছে না। কেন ঠিকাদার কাজ করছে না তা আমরা জানতে চাই। স্থানীয় ইউপি মেম্বার নুর উল্যাহ জানান, আমাদের অনেক আবেদন নিবেদনের পর রাস্তাটি পাকাকরণের জন্য একাধিকবার বরাদ্দ এসেছিল বলে শুনেছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমরা দ্রুত রাস্তাটি পাকাকরণ চাই। কাদিরপুর শহীদ আহম্মদ আলী মহিলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী নুরুল হক জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি পানির নিচে তলিয়ে যায়। এতে অনেক শিক্ষার্থী মাদ্রাসায় আসতে পারে না। এ ব্যাপারে বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী আবদুর রউফ মোল্লার সঙ্গে আলাপ করলে তিনি বলেন, আমি নতুন যোগদান করেছি এই উপজেলায়। তবুও সাহেবের হাট এলাকার সড়কটির বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশা বলেন, নিচু এলাকা হওয়ায় এমনিতে ওই এলাকার রাস্তা-ঘাটের অবস্থা খারাপ। তবুও জনগুরুত্ব হওয়ায় সড়কটি উন্নয়নের আওতায় আনা হবে। আগে কি হয়েছে সেগুলোর খোঁজ খবর নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জনগণের দুর্ভোগ লাগবে দ্রুত সড়কটি পাকা করা হবে।

সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ , ১৩ মাঘ ১৪২৬, ১ জমাদিউস সানি ১৪৪১

সাহেবের হাট-দত্তবাড়ি রাস্তা পাকা হয়নি ৪৯ বছরেও!

মোস্তফা মহসিন, বেগমগঞ্জ (নোয়াখালী)

image

বেগমগঞ্জ (নোয়াখালী) : বেহাল সাহেবের হাট-দত্তবাড়ি কাঁচা সড়ক -সংবাদ

স্বাধীনতার ৪৯ বছরেও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের সাহেবের হাট-দত্তবাড়ি সড়কটি পাকাকরণ করা হয়নি। ফলে মাটির এই সড়কটির বর্তমানে বেহাল দশা হয়ে পড়েছে। সড়কটির অনেক স্থান বিলীন হয়ে গেছে। বর্ষা মৌসুমে সড়কটি ডুবে যায়। ফলে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ পড়ে চরম দুর্ভোগে। বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ-পূর্বাঞ্চল, সেনবাগ উপজেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চল, কবিরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম সাহেবের হাট-দত্তবাড়ি সড়কটি। সরেজমিন সড়কটির বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে করুন চিত্র। নিচু এলাকা হওয়ায় বিগত বন্যার সময় সড়কটির অস্তিত্ব সঙ্কটে পড়ে। সড়কটি দিয়ে যানবাহনতো দূরের কথা সাধারণ মানুষ পায়ে হেটেও চলাচল করতে পারে না। বর্ষা মৌসুমে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। যানবাহন চলতে না পারায় বিপদে আপদে চরম বিপাকে পড়তে হয় স্থানীয়দের। এছাড়া এই সড়ক দিয়ে সাহেবের হাট বাজারের ব্যবসায়ী, ক্রেতা, সাহেবের হাট প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, শহীদ আহম্মদ আলী মহিলা দাখিল মাদ্রাসা, সাহেবের হাট একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, মসজিদের মুসল্লিরাসহ ওই অঞ্চলের হাজার হাজার মানুষ চলাচল করে। এলাকাবাসী দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে। সাহেবের হাট এলাকার বাসিন্দা মো. এএস রাজু জানান, সড়কটি পাকাকরণের জন্য একাধিকবার টেন্ডার হলেও অজ্ঞাত কারণে কাজ হচ্ছে না। কেন ঠিকাদার কাজ করছে না তা আমরা জানতে চাই। স্থানীয় ইউপি মেম্বার নুর উল্যাহ জানান, আমাদের অনেক আবেদন নিবেদনের পর রাস্তাটি পাকাকরণের জন্য একাধিকবার বরাদ্দ এসেছিল বলে শুনেছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমরা দ্রুত রাস্তাটি পাকাকরণ চাই। কাদিরপুর শহীদ আহম্মদ আলী মহিলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী নুরুল হক জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি পানির নিচে তলিয়ে যায়। এতে অনেক শিক্ষার্থী মাদ্রাসায় আসতে পারে না। এ ব্যাপারে বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী আবদুর রউফ মোল্লার সঙ্গে আলাপ করলে তিনি বলেন, আমি নতুন যোগদান করেছি এই উপজেলায়। তবুও সাহেবের হাট এলাকার সড়কটির বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশা বলেন, নিচু এলাকা হওয়ায় এমনিতে ওই এলাকার রাস্তা-ঘাটের অবস্থা খারাপ। তবুও জনগুরুত্ব হওয়ায় সড়কটি উন্নয়নের আওতায় আনা হবে। আগে কি হয়েছে সেগুলোর খোঁজ খবর নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জনগণের দুর্ভোগ লাগবে দ্রুত সড়কটি পাকা করা হবে।