আরও ১২ প্রতিষ্ঠানকে নিবন্ধন দিল এনএসডিএ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) গত রোববার আরও ১২টি শীর্ষ স্থানীয় দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানকে নিবন্ধন প্রদান করেছে। রাজধানীর এনএসডিএ সদর দফতরে প্রধান অতিথি হিসাবে সার্টিফিকেট তুলে দেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। দক্ষতা প্রতিষ্ঠান গুলি হলো বাংলাদেশ শিল্পকারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), চট্টগ্রাম, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম, ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুল, চট্টগ্রাম, একে খান ইউসেপ টেকনিক্যাল স্কুল, চট্টগ্রাম, এমসি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম, শামসুননাহার টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, চট্টগ্রাম, এমএ আইটি ট্রেনিং সেন্টার, পতেংগা, চট্টগ্রাম, গাওসুল আজম মাজভাণ্ডারি টেকনিক্যাল ইনস্টিটিউট, চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, চট্টগ্রাম, পাবনা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, পাবনা, ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার, শালগাড়িয়া, পাবনা এবং ইউসেপ যাত্রাবাড়ী টেকনিক্যাল স্কুল, ঢাকা।

এর আগে এনএসডিএ বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), ঢাকা, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ইউসেপ মিরপুর টেকনিক্যাল স্কুল কে রেজিস্ট্রেশন প্রদান করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর সচিব মো. আখতার হোসেন ।

অনুষ্ঠানে ফারুক হোসেন বলেন, এনএসডিএ স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনা করে কারিগরি ও বৃত্তিমূলক পেশাদার প্রশিক্ষণের মাধ্যমে শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। তিনি বলেন, এনএসডিএ দক্ষতা বৃদ্ধির সঙ্গে জড়িত ইনস্টিটিউটগুলোর মান বাড়ানোর জন্য এবং দক্ষতার যথাযথ মূল্যায়ন করার জন্য ইক্যুইটিভিত্তিক দক্ষতা মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনের জন্য কাজ করবে ।

মো. ফারুক হোসেন আরও বলেন, কর্তৃপক্ষ সব ব্যক্তিকে উপযুক্ত কর্মসংস্থান অ্যাক্সেস করার ক্ষমতা প্রদান করবে এবং বিশ্বব্যাপী মানের জন্য স্বীকৃত উন্নত দক্ষতা, জ্ঞান এবং যোগ্যতার মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতা নিশ্চিত করবে।

মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ , ১৪ মাঘ ১৪২৬, ২ জমাদিউস সানি ১৪৪১

আরও ১২ প্রতিষ্ঠানকে নিবন্ধন দিল এনএসডিএ

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) গত রোববার আরও ১২টি শীর্ষ স্থানীয় দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানকে নিবন্ধন প্রদান করেছে। রাজধানীর এনএসডিএ সদর দফতরে প্রধান অতিথি হিসাবে সার্টিফিকেট তুলে দেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। দক্ষতা প্রতিষ্ঠান গুলি হলো বাংলাদেশ শিল্পকারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), চট্টগ্রাম, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম, ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুল, চট্টগ্রাম, একে খান ইউসেপ টেকনিক্যাল স্কুল, চট্টগ্রাম, এমসি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম, শামসুননাহার টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, চট্টগ্রাম, এমএ আইটি ট্রেনিং সেন্টার, পতেংগা, চট্টগ্রাম, গাওসুল আজম মাজভাণ্ডারি টেকনিক্যাল ইনস্টিটিউট, চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, চট্টগ্রাম, পাবনা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, পাবনা, ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার, শালগাড়িয়া, পাবনা এবং ইউসেপ যাত্রাবাড়ী টেকনিক্যাল স্কুল, ঢাকা।

এর আগে এনএসডিএ বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), ঢাকা, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ইউসেপ মিরপুর টেকনিক্যাল স্কুল কে রেজিস্ট্রেশন প্রদান করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর সচিব মো. আখতার হোসেন ।

অনুষ্ঠানে ফারুক হোসেন বলেন, এনএসডিএ স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনা করে কারিগরি ও বৃত্তিমূলক পেশাদার প্রশিক্ষণের মাধ্যমে শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। তিনি বলেন, এনএসডিএ দক্ষতা বৃদ্ধির সঙ্গে জড়িত ইনস্টিটিউটগুলোর মান বাড়ানোর জন্য এবং দক্ষতার যথাযথ মূল্যায়ন করার জন্য ইক্যুইটিভিত্তিক দক্ষতা মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনের জন্য কাজ করবে ।

মো. ফারুক হোসেন আরও বলেন, কর্তৃপক্ষ সব ব্যক্তিকে উপযুক্ত কর্মসংস্থান অ্যাক্সেস করার ক্ষমতা প্রদান করবে এবং বিশ্বব্যাপী মানের জন্য স্বীকৃত উন্নত দক্ষতা, জ্ঞান এবং যোগ্যতার মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতা নিশ্চিত করবে।