ঝালকাঠিতে ৫ ডাকাত ধৃত

নলছিটির তেওলা গ্রামে মামুন হোসেনের বসতঘরে ডাকাতির ঘটনায় ৫ দুর্বৃত্ত কে গ্রেফতার করেছে ঝালকাঠির পুলিশ। গত বুধবার দুপুরে ঝালকাঠি পুলিশ অফিসে প্রেসব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, নলছিটি থানার অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান, ইন্সপেক্টর হালিম তালুকদার, ইন্সপেক্টর হুমায়ুন উপস্থিত ছিলেন।

তিনি বলেন, গত ২৪ জানুয়ারি ডাকাতির ঘটনার পরপরই নোয়াখালী জেলার বেগমগঞ্জ থেকে ডাকাতির সঙ্গে জড়িত এনাম হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ঝালকাঠি জেলা পুলিশ। পরবর্তীতে ডাকাত এনামের তথ্যের ভিত্তিতে আরো ৪ ডাকাতকে গ্রেপ্তার করে নলছিটি থানা পুলিশ। তিনি আরও জানান, ডাকাতি ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে নেয়াখালীর বেগমগঞ্জ থেকে ডাকাত সদস্য এনাম হোসেন মিয়া (৩০)কে আটক করা হয়। এর পরপরই নলছিটির শংকরপাশা শ্বশুরালয় থেকে থেকে সহিদ খান (৩৭), সুর্য্যপাশা থেকে পিন্টু হাওলাদার (৩০), খেজুরিয়া থেকে ইমরান হোসেন (২৮), এবং পটুয়াখালী জেলার বাউফল উপজেলা থেকে অরুন দাস (৩৮) কে গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে মামুন হোসেনের ডাকাতি হওয়া দুই জোড়া স্বর্ণের কান বালা, দুইটি স্বর্ণের চেইন এবং একটি এয়ারগান উদ্ধার করা হয়। এছাড়াও আরও ৪ লাখ টাকা ডাকাতরা মামুন হোসেনের ঘর থেকে নিয়েযায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। সেটাও উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান।

শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০ , ১৭ মাঘ ১৪২৬, ৫ জমাদিউল সানি ১৪৪১

ঝালকাঠিতে ৫ ডাকাত ধৃত

প্রতিনিধি, ঝালকাঠি

নলছিটির তেওলা গ্রামে মামুন হোসেনের বসতঘরে ডাকাতির ঘটনায় ৫ দুর্বৃত্ত কে গ্রেফতার করেছে ঝালকাঠির পুলিশ। গত বুধবার দুপুরে ঝালকাঠি পুলিশ অফিসে প্রেসব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, নলছিটি থানার অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান, ইন্সপেক্টর হালিম তালুকদার, ইন্সপেক্টর হুমায়ুন উপস্থিত ছিলেন।

তিনি বলেন, গত ২৪ জানুয়ারি ডাকাতির ঘটনার পরপরই নোয়াখালী জেলার বেগমগঞ্জ থেকে ডাকাতির সঙ্গে জড়িত এনাম হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ঝালকাঠি জেলা পুলিশ। পরবর্তীতে ডাকাত এনামের তথ্যের ভিত্তিতে আরো ৪ ডাকাতকে গ্রেপ্তার করে নলছিটি থানা পুলিশ। তিনি আরও জানান, ডাকাতি ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে নেয়াখালীর বেগমগঞ্জ থেকে ডাকাত সদস্য এনাম হোসেন মিয়া (৩০)কে আটক করা হয়। এর পরপরই নলছিটির শংকরপাশা শ্বশুরালয় থেকে থেকে সহিদ খান (৩৭), সুর্য্যপাশা থেকে পিন্টু হাওলাদার (৩০), খেজুরিয়া থেকে ইমরান হোসেন (২৮), এবং পটুয়াখালী জেলার বাউফল উপজেলা থেকে অরুন দাস (৩৮) কে গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে মামুন হোসেনের ডাকাতি হওয়া দুই জোড়া স্বর্ণের কান বালা, দুইটি স্বর্ণের চেইন এবং একটি এয়ারগান উদ্ধার করা হয়। এছাড়াও আরও ৪ লাখ টাকা ডাকাতরা মামুন হোসেনের ঘর থেকে নিয়েযায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। সেটাও উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান।