মামুনুর রশীদ হাসপাতালে ভর্তি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশীদ। সোমবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। অনেক দিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন তিনি। সোমবার পেটের ব্যথা খুব বেশি বেড়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন শঙ্কামুক্ত আছেন এ অভিনেতা। গত দু’দিনে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তেমন কোন জটিল সমস্যা নেই। কয়েকদিন পরেই তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন। এদিকে ইংরেজি লিপিয়ারের হিসাব অনুযায়ী প্রতি চার বছর পরপর ২৯ ফেব্রুয়ারি আসে মামুনুর রশীদের জন্মদিন। বয়স ৭২ হলেও তিনি জীবনে জন্মদিন পেয়েছেন মাত্র ১৮ বার। তাই মুনুর রশীদের জন্মবার্ষিকী উপলক্ষে আরণ্যক নাট্যদল আগামী ২৭ ফেব্রুয়ারি হতে ৩ মার্চ পর্যন্ত শিল্পকলা একাডেমিতে ৬ দিনব্যাপী ‘দ্রোহ দাহ স্বপ্নের মামুনুর রশীদ’ নাট্য উৎসব করতে যাচ্ছে। এই উৎসবে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে মামুনুর রশীদেরই লেখা একাধিক নাটক মঞ্চায়ন হবে।

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২০ , ২৩ মাঘ ১৪২৬, ১১ জমাদিউল সানি ১৪৪১

মামুনুর রশীদ হাসপাতালে ভর্তি

বিনোদন প্রতিবেদক |

image

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশীদ। সোমবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। অনেক দিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন তিনি। সোমবার পেটের ব্যথা খুব বেশি বেড়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন শঙ্কামুক্ত আছেন এ অভিনেতা। গত দু’দিনে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তেমন কোন জটিল সমস্যা নেই। কয়েকদিন পরেই তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন। এদিকে ইংরেজি লিপিয়ারের হিসাব অনুযায়ী প্রতি চার বছর পরপর ২৯ ফেব্রুয়ারি আসে মামুনুর রশীদের জন্মদিন। বয়স ৭২ হলেও তিনি জীবনে জন্মদিন পেয়েছেন মাত্র ১৮ বার। তাই মুনুর রশীদের জন্মবার্ষিকী উপলক্ষে আরণ্যক নাট্যদল আগামী ২৭ ফেব্রুয়ারি হতে ৩ মার্চ পর্যন্ত শিল্পকলা একাডেমিতে ৬ দিনব্যাপী ‘দ্রোহ দাহ স্বপ্নের মামুনুর রশীদ’ নাট্য উৎসব করতে যাচ্ছে। এই উৎসবে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে মামুনুর রশীদেরই লেখা একাধিক নাটক মঞ্চায়ন হবে।