কটিয়াদীতে ১০ দিনব্যাপী কুড়িখাই মেলা শুরু

কিশোরগঞ্জ জেলার সর্ববৃহৎ কটিয়াদী উপজেলার কুড়িখাই মাজার শীরফে ১২ আওলিয়ার অন্যতম হযরত শাহ্ সামসুদ্দিন বোখারীর (রহ) ওরস উপলক্ষে ১০ দিনব্যাপী মেলা রবিবার থেকে শুরু হয়েছে। সোমবার ফকিরি মেলা উপলক্ষে সারা রাতব্যাপী দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ফকির দরবেশের আগমন ঘটবে। দরবার শরীফ প্রঙ্গণে বসবে শত শত ফকিরি গানের কাফেলা। জনশ্রুতিতে আছে ১২২৫ খ্রীস্টাব্দে ১২ আওলিয়ার সঙ্গে হযরত শাহ্ সামসুদ্দিন আওলিয়া (রহ.) তিনজন সহচর শাহ্ নাছির, শাহ্ কবীর ও শাহ্ কলন্দরকে সঙ্গে নিয়ে ইসলাম ধর্ম প্রচারের জন্য কটিয়াদী উপজেলা কুড়িখাই আস্তানা স্থাপন করে। প্রতিবছর মাঘ মাসের শেষ মঙ্গলবার ওরস অনুষ্ঠিত হয়। ১০ দিনব্যাপী প্রায় ১ কি.মি. এলাকাজুড়ে বিশাল মেলা বসে। উপজেলা চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান ও কিশোরগঞ্জ-২ সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেন, এটি একটি ঐতিহাসিক মেলা। এই মেলায় ৪০ গ্রামের মানুষের ভেতর উৎসবের আমেজ বিরাজ করছে। ঈদ ও পূজা-পার্বনের মতো এটিও একটি পার্বন। মাজারের উন্নয়নের সার্বিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০ , ২৭ মাঘ ১৪২৬, ১৫ জমাদিউল সানি ১৪৪১

কটিয়াদীতে ১০ দিনব্যাপী কুড়িখাই মেলা শুরু

প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জ জেলার সর্ববৃহৎ কটিয়াদী উপজেলার কুড়িখাই মাজার শীরফে ১২ আওলিয়ার অন্যতম হযরত শাহ্ সামসুদ্দিন বোখারীর (রহ) ওরস উপলক্ষে ১০ দিনব্যাপী মেলা রবিবার থেকে শুরু হয়েছে। সোমবার ফকিরি মেলা উপলক্ষে সারা রাতব্যাপী দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ফকির দরবেশের আগমন ঘটবে। দরবার শরীফ প্রঙ্গণে বসবে শত শত ফকিরি গানের কাফেলা। জনশ্রুতিতে আছে ১২২৫ খ্রীস্টাব্দে ১২ আওলিয়ার সঙ্গে হযরত শাহ্ সামসুদ্দিন আওলিয়া (রহ.) তিনজন সহচর শাহ্ নাছির, শাহ্ কবীর ও শাহ্ কলন্দরকে সঙ্গে নিয়ে ইসলাম ধর্ম প্রচারের জন্য কটিয়াদী উপজেলা কুড়িখাই আস্তানা স্থাপন করে। প্রতিবছর মাঘ মাসের শেষ মঙ্গলবার ওরস অনুষ্ঠিত হয়। ১০ দিনব্যাপী প্রায় ১ কি.মি. এলাকাজুড়ে বিশাল মেলা বসে। উপজেলা চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান ও কিশোরগঞ্জ-২ সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেন, এটি একটি ঐতিহাসিক মেলা। এই মেলায় ৪০ গ্রামের মানুষের ভেতর উৎসবের আমেজ বিরাজ করছে। ঈদ ও পূজা-পার্বনের মতো এটিও একটি পার্বন। মাজারের উন্নয়নের সার্বিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।