করোনাভাইরাস নিয়ে গুজব ছড়াবেন না

আইইডিসিআর পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রমণ বিষয়ে বাংলাদেশ, সিঙ্গাপুর ও বিশ্ব পরিস্থিতি তুলে ধরে গুজব সৃষ্টি পরিহারের আহ্বান জানিয়েছেন। গতকাল সকালে তিনি মহাখালীস্থ তার কার্যালয়ে উপস্থিত সাংবাদিদের কাছে দেশবাসীর উদ্দেশে এ আহ্বান জানান।

সিঙ্গাপুর পরিস্থিতি : সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস থেকে জানা গেছে, ৫ জন বাংলাদেশের নাগরিক করোনাভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১ জন আইসিইউতে আছেন। কোয়ারান্টাইনে আছেন ৫ জন বাংলাদেশের নাগরিক। সিঙ্গাপুরে সর্বমোট ৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী চিকিৎসাধীন। পরীক্ষায় করোনাভাইরাসে সংক্রমণ পাওয়া যায়নি ৯৩৭ জনের, পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন ১০৩ জন রোগী এবং সুস্থ হয়ে বাড়ি ফেরত গেছেন ২৪ জন। বাংলাদেশে সিঙ্গাপুরের দূতাবাস থেকেও সিঙ্গাপুরের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে। দেশের বিমানবন্দরসহ ইমিগ্রেশন পয়েন্টগুলোতে বিদেশ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা অব্যাহত আছে। গতকাল পর্যন্ত ২ লাখ ৪ হাজার ৮২০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে তিনটি বিমানবন্দরে ৯৭ হাজার ৪৩৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

বিশেষজ্ঞদের পরামর্শ : জরুরি প্রয়োজন ব্যতীত চীন ভ্রমণ করা থেকে বিরত থাকার পরামর্শ এবং এ সময়ে অন্য দেশ থেকে প্রয়োজন ব্যতীত বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়াও অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেয়া হয়েছে।

বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ , ৬ ফল্গুন ১৪২৬, ২৪ জমাদিউল সানি ১৪৪১

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়াবেন না

নিজস্ব বার্তা পরিবেশক |

আইইডিসিআর পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রমণ বিষয়ে বাংলাদেশ, সিঙ্গাপুর ও বিশ্ব পরিস্থিতি তুলে ধরে গুজব সৃষ্টি পরিহারের আহ্বান জানিয়েছেন। গতকাল সকালে তিনি মহাখালীস্থ তার কার্যালয়ে উপস্থিত সাংবাদিদের কাছে দেশবাসীর উদ্দেশে এ আহ্বান জানান।

সিঙ্গাপুর পরিস্থিতি : সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস থেকে জানা গেছে, ৫ জন বাংলাদেশের নাগরিক করোনাভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১ জন আইসিইউতে আছেন। কোয়ারান্টাইনে আছেন ৫ জন বাংলাদেশের নাগরিক। সিঙ্গাপুরে সর্বমোট ৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী চিকিৎসাধীন। পরীক্ষায় করোনাভাইরাসে সংক্রমণ পাওয়া যায়নি ৯৩৭ জনের, পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন ১০৩ জন রোগী এবং সুস্থ হয়ে বাড়ি ফেরত গেছেন ২৪ জন। বাংলাদেশে সিঙ্গাপুরের দূতাবাস থেকেও সিঙ্গাপুরের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে। দেশের বিমানবন্দরসহ ইমিগ্রেশন পয়েন্টগুলোতে বিদেশ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা অব্যাহত আছে। গতকাল পর্যন্ত ২ লাখ ৪ হাজার ৮২০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে তিনটি বিমানবন্দরে ৯৭ হাজার ৪৩৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

বিশেষজ্ঞদের পরামর্শ : জরুরি প্রয়োজন ব্যতীত চীন ভ্রমণ করা থেকে বিরত থাকার পরামর্শ এবং এ সময়ে অন্য দেশ থেকে প্রয়োজন ব্যতীত বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়াও অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেয়া হয়েছে।