শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

যথাযোগ্য মর্যাদায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে গতকাল দিবসটি পালন করা হয়।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, সিঙ্গাপুরে হাইকমিশন ও ভিয়েতনাম মিশনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। গতকাল পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানানো হয়।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেনারেলের যৌথ উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। একুশে প্রথম প্রহরে কনস্যুলেট জেনারেল মিলনায়তনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে বাহান্নর ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমার নেতৃত্বে স্থায়ী মিশনের কর্মকর্তা-কর্মচারীরা। এরপর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মিজ সাদিয়া ফয়জুননেসার নেতৃত্বে কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতারা, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি। দিবসটি উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক পৃথক অনুষ্ঠানেরও আয়োজন করছে। জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ স্থায়ী মিশন অস্ট্রেলিয়া, ক্যামেরুন, মেক্সিকো, ত্রিনিদাদ ও টোবাকো মিশন এবং জাতিসংঘ সচিবালয় ও ইউনেস্কো নিউইয়র্ক অফিসকে সঙ্গে নিয়ে যৌথ উদ্যোগে আন্তর্জাতিক আবহে উদযাপন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান।

এদিকে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন যথাযথ মর্যাদায় ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে অসকালে হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন বাংলাদেশি সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এরপর হাইকমিশন প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাইকমিশনার, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এবং বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসী বাংলাদেশিরা।

এছাড়া ভিয়েতনামে বাংলাদেশ মিশনে মহান শহীদ দিবস ও অন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, ১ মিনিট নীরবতা পালন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, দোয়া ও মোনাজাত, আলোচনা অনুষ্ঠান এবং ডকুমেন্টারি প্রদর্শনী এবং সন্ধ্যায় কবিতা আবৃত্তি, সমবেত সংগীতসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০ , ৯ ফল্গুন ১৪২৬, ২৭ জমাদিউল সানি ১৪৪১

বিশ্বের বিভিন্ন দূতাবাসে

শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

কূটনৈতিক বার্তা পরিবেশক

যথাযোগ্য মর্যাদায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে গতকাল দিবসটি পালন করা হয়।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, সিঙ্গাপুরে হাইকমিশন ও ভিয়েতনাম মিশনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। গতকাল পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানানো হয়।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেনারেলের যৌথ উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। একুশে প্রথম প্রহরে কনস্যুলেট জেনারেল মিলনায়তনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে বাহান্নর ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমার নেতৃত্বে স্থায়ী মিশনের কর্মকর্তা-কর্মচারীরা। এরপর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মিজ সাদিয়া ফয়জুননেসার নেতৃত্বে কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতারা, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি। দিবসটি উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক পৃথক অনুষ্ঠানেরও আয়োজন করছে। জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ স্থায়ী মিশন অস্ট্রেলিয়া, ক্যামেরুন, মেক্সিকো, ত্রিনিদাদ ও টোবাকো মিশন এবং জাতিসংঘ সচিবালয় ও ইউনেস্কো নিউইয়র্ক অফিসকে সঙ্গে নিয়ে যৌথ উদ্যোগে আন্তর্জাতিক আবহে উদযাপন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান।

এদিকে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন যথাযথ মর্যাদায় ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে অসকালে হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন বাংলাদেশি সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এরপর হাইকমিশন প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাইকমিশনার, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এবং বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসী বাংলাদেশিরা।

এছাড়া ভিয়েতনামে বাংলাদেশ মিশনে মহান শহীদ দিবস ও অন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, ১ মিনিট নীরবতা পালন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, দোয়া ও মোনাজাত, আলোচনা অনুষ্ঠান এবং ডকুমেন্টারি প্রদর্শনী এবং সন্ধ্যায় কবিতা আবৃত্তি, সমবেত সংগীতসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।