করোনার হটস্পটে হেল্পলাইন চালু করলো বে-আইটি

করোনাভাইরাস মহামারিতে ইউরোপের পরেই হটস্পটে পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে করোনায় আক্রান্তের দিক দিয়ে বিশে্বর সব দেশকে ছাড়িয়ে গেছে দেশটি। চরম আতঙ্কে রয়েছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা। তাদের সহায়তায় একটি ফ্রি হেল্পলাইন এবং ওয়েব সেবা চালু করেছে বাংলাদেশী আইটি প্রতিষ্ঠান বে-আইটি। হেল্পলাইন নম্বর ২১৪-৪৪৬-৮৮৯০। এছাড়াও অনলাইনে সরাসরি কল সুবিধা চালু করতে তৈরি করা হয়েছে বিশেষ ওয়েবসাইট। ওয়েবসাইটের ঠিকানা https://healthbangla.org। ওয়েবসাইট থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানের কোভিড-১৯ ভাইরাসের আপডেট তথ্যের ডিজিটাল ম্যাপ এবং মোবাইল জিও লোকেশন অনুযায়ী আক্রান্ত ব্যক্তির অবস্থান সম্পর্কেও জানা যাবে, এমনটাই জানিয়েছেন বে-আইটি’র প্রধান নির্বাহী সাইফুল ইসলাম সিদ্দিক। তিনি জানান, ঘাতক ভাইরাস থেকে যুক্তরাষ্ট্র প্রবাসীদের কোয়ারেন্টাইন অবস্থাতেই তথ্য ও চিকিৎসা সেবা দিতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের সঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার টেক্সাস চ্যাপ্টার, যুক্তরাজ্যের বাংলাদেশ চেম্বার অব কমার্স, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস, বেসরকারি উন্নয়ন সংস্থা বিএএসজিএইচ, এনকে সফট, বাংলাদেশী আমেরিকান ওমেন অ্যাসোসিয়েশন অব টেক্সাস, এক কাপ চা, ডালাস বাংলা থিয়েটার, বিএজিএ, কুয়াশা এবং রেডিও রূপসী বাংলা এই উদ্যোগ বাস্তবায়নের অংশীদার। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ , ৩ বৈশাখ ১৪২৭, ২১ শাবান ১৪৪১

করোনার হটস্পটে হেল্পলাইন চালু করলো বে-আইটি

করোনাভাইরাস মহামারিতে ইউরোপের পরেই হটস্পটে পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে করোনায় আক্রান্তের দিক দিয়ে বিশে্বর সব দেশকে ছাড়িয়ে গেছে দেশটি। চরম আতঙ্কে রয়েছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা। তাদের সহায়তায় একটি ফ্রি হেল্পলাইন এবং ওয়েব সেবা চালু করেছে বাংলাদেশী আইটি প্রতিষ্ঠান বে-আইটি। হেল্পলাইন নম্বর ২১৪-৪৪৬-৮৮৯০। এছাড়াও অনলাইনে সরাসরি কল সুবিধা চালু করতে তৈরি করা হয়েছে বিশেষ ওয়েবসাইট। ওয়েবসাইটের ঠিকানা https://healthbangla.org। ওয়েবসাইট থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানের কোভিড-১৯ ভাইরাসের আপডেট তথ্যের ডিজিটাল ম্যাপ এবং মোবাইল জিও লোকেশন অনুযায়ী আক্রান্ত ব্যক্তির অবস্থান সম্পর্কেও জানা যাবে, এমনটাই জানিয়েছেন বে-আইটি’র প্রধান নির্বাহী সাইফুল ইসলাম সিদ্দিক। তিনি জানান, ঘাতক ভাইরাস থেকে যুক্তরাষ্ট্র প্রবাসীদের কোয়ারেন্টাইন অবস্থাতেই তথ্য ও চিকিৎসা সেবা দিতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের সঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার টেক্সাস চ্যাপ্টার, যুক্তরাজ্যের বাংলাদেশ চেম্বার অব কমার্স, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস, বেসরকারি উন্নয়ন সংস্থা বিএএসজিএইচ, এনকে সফট, বাংলাদেশী আমেরিকান ওমেন অ্যাসোসিয়েশন অব টেক্সাস, এক কাপ চা, ডালাস বাংলা থিয়েটার, বিএজিএ, কুয়াশা এবং রেডিও রূপসী বাংলা এই উদ্যোগ বাস্তবায়নের অংশীদার। সংবাদ বিজ্ঞপ্তি।