দোকানের গুদামে টিসিবির তেল!

বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরের একটি গোডাউন থেকে ১১২ লিটার টিসিবির তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা সদরের আওয়ামী লীগ অফিস সংলগ্ন আবীর স্টোরের গোডাউন থেকে এ তেল উদ্ধার করা হয়। অবৈধভাবে এ তেল মজুদ রেখে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকানদার কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দোকান মালিক পালিয়ে যাওয়ায় তার ভাতিজা আব্দুল্লাহ জরিমানার অর্থ প্রদান করে। জানা গেছে, চিতলমারী উপজেলার বড়বাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর উকিল টিসিবির ডিলার। এ তেল তার ওখান থেকে অবৈধভাবে এনে আবির স্টোরের গোডাউনে রাখা হয়েছে বেশি মূল্যে বিক্রয়ের জন্য। দোকানের আব্দুল্লাহ কাজী বলেন, সেচ্ছাসেবকলীগ নেতা মিলন মাঝির নিকট থেকে তার এ তেল ক্রয় করেছেন। চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ নিয়ে এসে এ তেল জব্দ করা হয়। এ ঘটনায় দোকানদারকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা নগদ জরিমানা করা হয় এবং উদ্ধার করা তেল এলাকার দুস্থদের মাঝে বিতরণ করার জন্য নিয়ে যাওয়া হয়।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ , ৪ বৈশাখ ১৪২৭, ২২ শাবান ১৪৪১

দোকানের গুদামে টিসিবির তেল!

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরের একটি গোডাউন থেকে ১১২ লিটার টিসিবির তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা সদরের আওয়ামী লীগ অফিস সংলগ্ন আবীর স্টোরের গোডাউন থেকে এ তেল উদ্ধার করা হয়। অবৈধভাবে এ তেল মজুদ রেখে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকানদার কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দোকান মালিক পালিয়ে যাওয়ায় তার ভাতিজা আব্দুল্লাহ জরিমানার অর্থ প্রদান করে। জানা গেছে, চিতলমারী উপজেলার বড়বাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর উকিল টিসিবির ডিলার। এ তেল তার ওখান থেকে অবৈধভাবে এনে আবির স্টোরের গোডাউনে রাখা হয়েছে বেশি মূল্যে বিক্রয়ের জন্য। দোকানের আব্দুল্লাহ কাজী বলেন, সেচ্ছাসেবকলীগ নেতা মিলন মাঝির নিকট থেকে তার এ তেল ক্রয় করেছেন। চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ নিয়ে এসে এ তেল জব্দ করা হয়। এ ঘটনায় দোকানদারকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা নগদ জরিমানা করা হয় এবং উদ্ধার করা তেল এলাকার দুস্থদের মাঝে বিতরণ করার জন্য নিয়ে যাওয়া হয়।