নারায়ণগঞ্জে

করোনাজয়ী শতাধিক পুলিশ সদস্যকে সংবর্ধনা

অদৃশ্য প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে জয়ী নারায়ণগঞ্জ জেলা পুলিশের ১০১ সদস্য আবার কর্মস্থলে যোগদান করেছেন। সাহসী এই যোদ্ধাদের সংবর্ধনার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

গতকাল দুপুরে ফতুল্লার জেলা পুলিশ লাইনসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‘করোনা দুর্যোগে ফ্রন্ট লাইনে কাজ করছে পুলিশ, ডাক্তার, নার্স, গণমাধ্যমকর্মীসহ প্রশাসনের কর্মকর্তারা। দায়িত্ব পালন করতে গিয়ে হটস্পট নারায়ণগঞ্জে এখন পর্যন্ত ১৪৯ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১০১ জন করোনামুক্ত হয়ে পুনরায় কর্মস্থলে যোগদান করেছেন। সাহসী পুলিশ সদস্যদের আমি আন্তরিক অভিনন্দন জানাই।’

এসপি বলেন, যেসব পুলিশ সদস্য এখনও চিকিৎসাধীন আছেন তাদেরও শারীরিক অবস্থা উন্নতির দিকে। তারাও অতি দ্রুত আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন এবং কর্মস্থলে যোগদান করবেন এই প্রত্যাশা করি।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোস্তাফিজুর রহমান প্রমুখ।

image

গতকাল নারায়ণগঞ্জে করোনাজয়ী শতাধিক পুলিশ সদস্যকে কর্মস্থলে ফুলেল সংবর্ধনা দেয়া হয় -সংবাদ

আরও খবর
ফিরছে স্বরূপে
বিমান চলাচল শুরু
মালিকদের স্বার্থে বাসভাড়া বাড়ানো অমানবিকতা ফখরুল
ডেঙ্গু প্রতিরোধে ৭ নির্দেশনা
খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে কৃষিমন্ত্রী
ভোগান্তি নিরসনে নাগরিক পর্যবেক্ষণ জোরদারের দাবি
করোনা সংক্রমণের সর্বোচ্চ সংখ্যা বরিশালে
২২ কোটি ৬৯ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ
অন্তঃসত্ত্বা নারীদের করোনা টেস্ট করানোর নির্দেশ
চট্টগ্রামে করোনা ইউনিটের আয়ার মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষকের মৃত্যু
ধর্ষণের শিকার এক সন্তানের জননী গ্রেফতার ৩
ধলেশ্বরীতে জেগে ওঠা চর কেটে বিক্রি করছে প্রভাবশালীরা

মঙ্গলবার, ০২ জুন ২০২০ , ১৯ জৈষ্ঠ ১৪২৭, ৯ শাওয়াল ১৪৪১

নারায়ণগঞ্জে

করোনাজয়ী শতাধিক পুলিশ সদস্যকে সংবর্ধনা

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

image

গতকাল নারায়ণগঞ্জে করোনাজয়ী শতাধিক পুলিশ সদস্যকে কর্মস্থলে ফুলেল সংবর্ধনা দেয়া হয় -সংবাদ

অদৃশ্য প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে জয়ী নারায়ণগঞ্জ জেলা পুলিশের ১০১ সদস্য আবার কর্মস্থলে যোগদান করেছেন। সাহসী এই যোদ্ধাদের সংবর্ধনার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

গতকাল দুপুরে ফতুল্লার জেলা পুলিশ লাইনসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‘করোনা দুর্যোগে ফ্রন্ট লাইনে কাজ করছে পুলিশ, ডাক্তার, নার্স, গণমাধ্যমকর্মীসহ প্রশাসনের কর্মকর্তারা। দায়িত্ব পালন করতে গিয়ে হটস্পট নারায়ণগঞ্জে এখন পর্যন্ত ১৪৯ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১০১ জন করোনামুক্ত হয়ে পুনরায় কর্মস্থলে যোগদান করেছেন। সাহসী পুলিশ সদস্যদের আমি আন্তরিক অভিনন্দন জানাই।’

এসপি বলেন, যেসব পুলিশ সদস্য এখনও চিকিৎসাধীন আছেন তাদেরও শারীরিক অবস্থা উন্নতির দিকে। তারাও অতি দ্রুত আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন এবং কর্মস্থলে যোগদান করবেন এই প্রত্যাশা করি।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোস্তাফিজুর রহমান প্রমুখ।