দ্বিতীয় রাতের বিক্ষোভে আহত ৩৩

পশ্চিম এশিয়ার দেশ লেবাননের চলমান অর্থনৈতিক সংকটের জেরে মুদ্রার (লেবানিজ পাউন্ড) মান হ্রাস পাওয়ায় দেশটির বিভিন্ন শহরজুড়ে গত দু’দিন ধরে টানা প্রতিবাদ বিক্ষোভ করেছেন কয়েকশ’ মানুষ। এরই অংশ হিসেবে গত শুক্রবার রাতে টানা দ্বিতীয় দিনের বিক্ষোভে রাজধানী বৈরুত ও ত্রিপোলির উত্তরাঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর সদস্যদের ব্যাপক সংঘর্ষ বাধে। এসময় বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর ও আতশবাজি নিক্ষেপ করে। জবাবে তারা বক্ষাকারীদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এসময় কমপক্ষে ৩৩ বিক্ষোভকারী আহত হন। বিবিসি, আল-জাজিরা।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরের পর থেকে প্রতিবাদ শুরু হওয়ার পর থেকে লেবাননের পাউন্ডের মূল্য ৭০ শতাংশ হ্রাস পেয়েছে। করোনাভাইরাস মহামারী চলাকালীন এ সময়ে আর্থিক সংকট বাড়ায় জীবন-মান উন্নয়নের দাবিতে বৃহস্পতিবার থেকে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে কয়েকশ’ মানুষ দ্বিতীয় রাতের জন্য দেশটির বিভিন্ন শহরগুলোর রাস্তায় কয়েকশ’ মানুষ নেমে এসে প্রতিবাদ জানান। দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ও লক্ষ্যে আউন সরকার যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে তখনই এ বিক্ষোভ শুর হয়েছে। লেবাননের অর্থনীতিকে সচল করতে আইএমএফ য়েক কোটি ডলার অর্থ সহায়তার আশ্বাস দিয়েছে।

রবিবার, ১৪ জুন ২০২০ , ৩১ জ্যৈষ্ঠ ১৪২৭, ২১ শাওয়াল ১৪৪

লেবাননে মুদ্রা সংকট

দ্বিতীয় রাতের বিক্ষোভে আহত ৩৩

সংবাদ ডেস্ক |

পশ্চিম এশিয়ার দেশ লেবাননের চলমান অর্থনৈতিক সংকটের জেরে মুদ্রার (লেবানিজ পাউন্ড) মান হ্রাস পাওয়ায় দেশটির বিভিন্ন শহরজুড়ে গত দু’দিন ধরে টানা প্রতিবাদ বিক্ষোভ করেছেন কয়েকশ’ মানুষ। এরই অংশ হিসেবে গত শুক্রবার রাতে টানা দ্বিতীয় দিনের বিক্ষোভে রাজধানী বৈরুত ও ত্রিপোলির উত্তরাঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর সদস্যদের ব্যাপক সংঘর্ষ বাধে। এসময় বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর ও আতশবাজি নিক্ষেপ করে। জবাবে তারা বক্ষাকারীদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এসময় কমপক্ষে ৩৩ বিক্ষোভকারী আহত হন। বিবিসি, আল-জাজিরা।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরের পর থেকে প্রতিবাদ শুরু হওয়ার পর থেকে লেবাননের পাউন্ডের মূল্য ৭০ শতাংশ হ্রাস পেয়েছে। করোনাভাইরাস মহামারী চলাকালীন এ সময়ে আর্থিক সংকট বাড়ায় জীবন-মান উন্নয়নের দাবিতে বৃহস্পতিবার থেকে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে কয়েকশ’ মানুষ দ্বিতীয় রাতের জন্য দেশটির বিভিন্ন শহরগুলোর রাস্তায় কয়েকশ’ মানুষ নেমে এসে প্রতিবাদ জানান। দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ও লক্ষ্যে আউন সরকার যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে তখনই এ বিক্ষোভ শুর হয়েছে। লেবাননের অর্থনীতিকে সচল করতে আইএমএফ য়েক কোটি ডলার অর্থ সহায়তার আশ্বাস দিয়েছে।