বিদ্যুৎ বিলে অনিয়ম রোধ করুন

দেখা যাচ্ছে দুই-এক মাসে প্রায় বিদ্যুৎ গ্রাহক অভিযোগ করছেন বিদ্যুৎ বিলের অনিয়মের ব্যাপারে। মার্চ, এপ্রিল বিল তৈরি করা হয়েছে গত বছরের মার্চ, এপ্রিলের বিদ্যুৎ বিলের উপর ভিত্তি করে। এটা নিয়ে লম্বা অভিযোগের ফিরিস্তি। গত বছরের তুলনায় এবছর বেশিও হতে পারে আবার কমও হতে পারে। এই বছরের মে মাসের বিদ্যুৎ বিল তৈরি হয়েছে যা বিগত কোন মাসের কাছাকাছি মিল নয়। গতানুগতিক যেটা দেখা যায় বিগত মাসের কাছাকাছি হয়ে থাকে। এখন হিতে বিপরীত বিগত মাসের থেকে তিন থেকে চারগুণ বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছে। গ্রাহকদের অভিযোগ খেয়াল খুশি মতো বাড়ানো হয়েছে। যা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। এ দেশের ক্রান্তিকালে ভোক্তাদের লবণ আনতে পান্তা ফুরায়। এমতবস্তায় দুই-তিনগুণ বেশি বিদ্যুৎ বিল বহন করা হয়রানি ছাড়া কিছুই নয়। খেয়ালখুশি মতো বিদ্যুৎ বিল নয়, মিটার অনুযায়ী বিল করুন। বৈদ্যুতিক ক্ষেত্রে জনতার হয়রানি নয়, সুরক্ষা দিন।

সাঈদী আলম

লোহাগাড়া, চট্টগ্রাম।

আরও খবর

রবিবার, ১৪ জুন ২০২০ , ৩১ জ্যৈষ্ঠ ১৪২৭, ২১ শাওয়াল ১৪৪

বিদ্যুৎ বিলে অনিয়ম রোধ করুন

দেখা যাচ্ছে দুই-এক মাসে প্রায় বিদ্যুৎ গ্রাহক অভিযোগ করছেন বিদ্যুৎ বিলের অনিয়মের ব্যাপারে। মার্চ, এপ্রিল বিল তৈরি করা হয়েছে গত বছরের মার্চ, এপ্রিলের বিদ্যুৎ বিলের উপর ভিত্তি করে। এটা নিয়ে লম্বা অভিযোগের ফিরিস্তি। গত বছরের তুলনায় এবছর বেশিও হতে পারে আবার কমও হতে পারে। এই বছরের মে মাসের বিদ্যুৎ বিল তৈরি হয়েছে যা বিগত কোন মাসের কাছাকাছি মিল নয়। গতানুগতিক যেটা দেখা যায় বিগত মাসের কাছাকাছি হয়ে থাকে। এখন হিতে বিপরীত বিগত মাসের থেকে তিন থেকে চারগুণ বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছে। গ্রাহকদের অভিযোগ খেয়াল খুশি মতো বাড়ানো হয়েছে। যা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। এ দেশের ক্রান্তিকালে ভোক্তাদের লবণ আনতে পান্তা ফুরায়। এমতবস্তায় দুই-তিনগুণ বেশি বিদ্যুৎ বিল বহন করা হয়রানি ছাড়া কিছুই নয়। খেয়ালখুশি মতো বিদ্যুৎ বিল নয়, মিটার অনুযায়ী বিল করুন। বৈদ্যুতিক ক্ষেত্রে জনতার হয়রানি নয়, সুরক্ষা দিন।

সাঈদী আলম

লোহাগাড়া, চট্টগ্রাম।