শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়ছে

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়াচ্ছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে ছুটির বিষয়ে সিন্ধান্ত জানাবে আজ। ছুটি আপাতত ৩০ জুন পর্যন্ত বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন গতকাল এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। সোমবার (আজ) দুই মন্ত্রণালয় বসে সিদ্ধান্ত নেবো। এ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি নেই।’

এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির বিষয়ে আজ সিদ্ধান্ত জানানো হবে বলে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানিয়েছেন।

ছুটির মধ্যে শিক্ষা কার্যক্রমের বিষয়ে গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, ‘এখন ভার্চুয়াল (অনলাইনে) ক্লাস চলছে। এখন লোকালি ভার্চুয়াল ক্লাসের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে গত ৩১ মে সীমিত পরিসরে অফিস ও গণপরিবহন খুলে দিয়েছে সরকার। ওই সময় বলা হয়েছিল, ১৫ জুন পর্যন্ত দেখে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। এ সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের অফিসও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয় ১৫ জুন পর্যন্ত।

গত ১ জুন শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস শুধু প্রশাসনিক রক্ষণাবেক্ষণের প্রয়োজনে (ছাত্র ভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) সীমিত আকারে খোলা রাখা যাবে। তবে অসুস্থ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, সন্তানসম্ভবা নারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন।

সোমবার, ১৫ জুন ২০২০ , ১ আষাঢ় ১৪২৭, ২২ শাওয়াল ১৪৪১

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়ছে

নিজস্ব বার্তা পরিবেশক |

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়াচ্ছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে ছুটির বিষয়ে সিন্ধান্ত জানাবে আজ। ছুটি আপাতত ৩০ জুন পর্যন্ত বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন গতকাল এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। সোমবার (আজ) দুই মন্ত্রণালয় বসে সিদ্ধান্ত নেবো। এ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি নেই।’

এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির বিষয়ে আজ সিদ্ধান্ত জানানো হবে বলে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানিয়েছেন।

ছুটির মধ্যে শিক্ষা কার্যক্রমের বিষয়ে গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, ‘এখন ভার্চুয়াল (অনলাইনে) ক্লাস চলছে। এখন লোকালি ভার্চুয়াল ক্লাসের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে গত ৩১ মে সীমিত পরিসরে অফিস ও গণপরিবহন খুলে দিয়েছে সরকার। ওই সময় বলা হয়েছিল, ১৫ জুন পর্যন্ত দেখে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। এ সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের অফিসও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয় ১৫ জুন পর্যন্ত।

গত ১ জুন শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস শুধু প্রশাসনিক রক্ষণাবেক্ষণের প্রয়োজনে (ছাত্র ভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) সীমিত আকারে খোলা রাখা যাবে। তবে অসুস্থ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, সন্তানসম্ভবা নারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন।