বিদ্যুৎ ও ইন্টারনেটের সুষ্ঠু সেবা নিশ্চিত করুন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও তথ্য প্রযুক্তির অগ্রগতি পেছনে নিরিবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগের প্রয়োজনীয়তা বিদ্যমান। কিন্তু সেই বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ যদি হয় অনিরবচ্ছিন্ন ও ধীরগতি সম্পন্ন তাহলে কাজের ব্যাপক ব্যাঘাত ঘটা অস্বাভাবিক ব্যাপার নয়। বর্তমান করোনাভাইরাস সংকটকালীন সময়ে ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর চেষ্টায় প্রায় দীর্ঘ তিন মাস অফিস আদালত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সবকিছু বন্ধ ছিল। অর্থনীতির চাকা সচল রাখার প্রতিশ্রুতিতে শিক্ষা-প্রতিষ্ঠান ব্যতীত সীমিত আকারে সব কিছু খোলা হয়েছে।

তবে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইনে পাঠদান করছে। অফিসিয়াল কাজ, অনলাইন ক্লাস, আসামি মুক্তি, ভিডিও কনফারেন্সসহ সবকিছু চলেছে ইন্টারনেট ব্যবস্থার কল্যাণে। এসব কাজ সুষ্ঠুভাবে কার্য সম্পাদন করতে প্রয়োজন উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থা ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সেবা। কিন্তু এ দুটি সেবার একটিও আমাদের দেশে প্রতীয়মান হচ্ছে না। মোবাইল অপারেটরগুলোর ইন্টারনেট প্যাকেজের যেমন দাম বেশি তেমনি দুর্বল নেটওয়ার্ক ব্যবস্থা। তাছাড়া পোহাতে হয় বিদ্যুতের লোডশেডিংয়ের যন্ত্রণাতো রয়েছেই। সংকট পরিস্থিতি চিন্তা করে হলেও নেটওয়ার্কের সম্প্রসারণ, উচ্চগতির ইন্টারনেট সেবা, ইন্টারনেট প্যাকেজের মূল্য সাশ্রয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ প্রদান করা সময়ের শ্রেষ্ঠ দাবি। তাছাড়া ডিজিটাল শব্দটাকে বাস্তবে রূপ দিতে হলে বিদ্যুৎ ও ইন্টারনেটের সুষ্ঠু সেবা নিশ্চিতকরণ অতীব জরুরি।

হাছিবুল বাসার মানিক

সোমবার, ১৫ জুন ২০২০ , ১ আষাঢ় ১৪২৭, ২২ শাওয়াল ১৪৪১

বিদ্যুৎ ও ইন্টারনেটের সুষ্ঠু সেবা নিশ্চিত করুন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও তথ্য প্রযুক্তির অগ্রগতি পেছনে নিরিবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগের প্রয়োজনীয়তা বিদ্যমান। কিন্তু সেই বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ যদি হয় অনিরবচ্ছিন্ন ও ধীরগতি সম্পন্ন তাহলে কাজের ব্যাপক ব্যাঘাত ঘটা অস্বাভাবিক ব্যাপার নয়। বর্তমান করোনাভাইরাস সংকটকালীন সময়ে ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর চেষ্টায় প্রায় দীর্ঘ তিন মাস অফিস আদালত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সবকিছু বন্ধ ছিল। অর্থনীতির চাকা সচল রাখার প্রতিশ্রুতিতে শিক্ষা-প্রতিষ্ঠান ব্যতীত সীমিত আকারে সব কিছু খোলা হয়েছে।

তবে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইনে পাঠদান করছে। অফিসিয়াল কাজ, অনলাইন ক্লাস, আসামি মুক্তি, ভিডিও কনফারেন্সসহ সবকিছু চলেছে ইন্টারনেট ব্যবস্থার কল্যাণে। এসব কাজ সুষ্ঠুভাবে কার্য সম্পাদন করতে প্রয়োজন উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থা ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সেবা। কিন্তু এ দুটি সেবার একটিও আমাদের দেশে প্রতীয়মান হচ্ছে না। মোবাইল অপারেটরগুলোর ইন্টারনেট প্যাকেজের যেমন দাম বেশি তেমনি দুর্বল নেটওয়ার্ক ব্যবস্থা। তাছাড়া পোহাতে হয় বিদ্যুতের লোডশেডিংয়ের যন্ত্রণাতো রয়েছেই। সংকট পরিস্থিতি চিন্তা করে হলেও নেটওয়ার্কের সম্প্রসারণ, উচ্চগতির ইন্টারনেট সেবা, ইন্টারনেট প্যাকেজের মূল্য সাশ্রয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ প্রদান করা সময়ের শ্রেষ্ঠ দাবি। তাছাড়া ডিজিটাল শব্দটাকে বাস্তবে রূপ দিতে হলে বিদ্যুৎ ও ইন্টারনেটের সুষ্ঠু সেবা নিশ্চিতকরণ অতীব জরুরি।

হাছিবুল বাসার মানিক