অর্ধযুগ পর ইমনের সুর সংগীতে গাইলেন ডলি সায়ন্তনী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী সুরকার, সংগীত পরিচালত শওকত আলী ইমনের সুর সংগীতেও অনেক সিনেমায় প্লে-ব্যাক করেছেন ডলি সায়ন্তনী। অর্ধযুগ পর আবারো ইমনের সুর সংগীতে একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন ডলি সায়ন্তনী। এবারের গানের শিরোনাম ‘লুকাইয়া রাখি’। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। বদিউল আলম খোকন পরিচালিত ‘আমার মা আমার বেহেস্ত’ সিনেমার জন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন। গেলে রোববার সন্ধ্যায় গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। গানটিতে ডলি সায়ন্তনীর কণ্ঠ দেয়া প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, ‘অর্ধযুগ পর এই করোনাকালে নিজেদের মধ্যে মান অভিমান ভুলে গিয়ে প্রিয় শিল্পী ডলিকে দিয়ে একটি প্লে-ব্যাক করালাম। এটা বলতেই হয় যে, সত্যিই ডলি সায়ন্তনী এক দুর্দান্ত সংগীতশিল্পী। আমার অনেক অনেক সুপারহিট গানের শিল্পী ডলি সায়ন্তনী। আশা করছি আরও একটি ভালো গান আসছে আমার মা আমার বেহেস্ত সিনেমাতে।’ নন্দিত কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী বলেন, ‘ছয় বছর পর শওকত আলী ইমনের সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার হিট গানগুলোর মধ্যে অধিকাংশ গানই আমি ইমনের সঙ্গে করেছি। এই গানটির মধ্যদিয়ে আমাদের আবারও একসঙ্গে কাজ করা শুরু। গানটি আমি গেয়েছি, পর্দায় ঠোঁট মেলাবে এই প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি। ধন্যবাদ ইমনকে, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও কাজ করব।’ ১৯৯০ সালে নবম শ্রেণীতে পড়ার সময় মিল্টন খন্দকারের কথা ও সুরে ডলি’র প্রথম একক অ্যালবাম ‘হে যুবক’ বাজারে আসে। এই অ্যালবামের ‘হে যুবক’ গানটি পরবর্তীতে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘উত্থান পতন’ সিনেমায় নায়িকা মিশেলা’র কণ্ঠে দর্শক উপভোগ করেছেন। চলচ্চিতের গানে ডলি সবচেয়ে বেশি গান গেয়েছেন আবু তাহের, শওকত আলী ইমন ও আলী আকরাম শুভ’র সংগীত পরিচালনায়।

মঙ্গলবার, ১৬ জুন ২০২০ , ২ আষাঢ় ১৪২৭, ২৩ শাওয়াল ১৪৪

অর্ধযুগ পর ইমনের সুর সংগীতে গাইলেন ডলি সায়ন্তনী

বিনোদন প্রতিবেদক |

image

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী সুরকার, সংগীত পরিচালত শওকত আলী ইমনের সুর সংগীতেও অনেক সিনেমায় প্লে-ব্যাক করেছেন ডলি সায়ন্তনী। অর্ধযুগ পর আবারো ইমনের সুর সংগীতে একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন ডলি সায়ন্তনী। এবারের গানের শিরোনাম ‘লুকাইয়া রাখি’। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। বদিউল আলম খোকন পরিচালিত ‘আমার মা আমার বেহেস্ত’ সিনেমার জন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন। গেলে রোববার সন্ধ্যায় গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। গানটিতে ডলি সায়ন্তনীর কণ্ঠ দেয়া প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, ‘অর্ধযুগ পর এই করোনাকালে নিজেদের মধ্যে মান অভিমান ভুলে গিয়ে প্রিয় শিল্পী ডলিকে দিয়ে একটি প্লে-ব্যাক করালাম। এটা বলতেই হয় যে, সত্যিই ডলি সায়ন্তনী এক দুর্দান্ত সংগীতশিল্পী। আমার অনেক অনেক সুপারহিট গানের শিল্পী ডলি সায়ন্তনী। আশা করছি আরও একটি ভালো গান আসছে আমার মা আমার বেহেস্ত সিনেমাতে।’ নন্দিত কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী বলেন, ‘ছয় বছর পর শওকত আলী ইমনের সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার হিট গানগুলোর মধ্যে অধিকাংশ গানই আমি ইমনের সঙ্গে করেছি। এই গানটির মধ্যদিয়ে আমাদের আবারও একসঙ্গে কাজ করা শুরু। গানটি আমি গেয়েছি, পর্দায় ঠোঁট মেলাবে এই প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি। ধন্যবাদ ইমনকে, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও কাজ করব।’ ১৯৯০ সালে নবম শ্রেণীতে পড়ার সময় মিল্টন খন্দকারের কথা ও সুরে ডলি’র প্রথম একক অ্যালবাম ‘হে যুবক’ বাজারে আসে। এই অ্যালবামের ‘হে যুবক’ গানটি পরবর্তীতে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘উত্থান পতন’ সিনেমায় নায়িকা মিশেলা’র কণ্ঠে দর্শক উপভোগ করেছেন। চলচ্চিতের গানে ডলি সবচেয়ে বেশি গান গেয়েছেন আবু তাহের, শওকত আলী ইমন ও আলী আকরাম শুভ’র সংগীত পরিচালনায়।