প্রাথমিকের ১৮৩ শিক্ষক কর্মকর্তা ৬ শিক্ষার্থী করোনা আক্রান্ত

করোনা সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব শিক্ষার্থীর নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আগামী ৬ অগাস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এদিকে করোনায় ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা স্তরের ১৮৩ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী আক্রান্ত হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় গত ১৭ মার্চের পর শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি কয়েক দফা বাড়ানো হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল ছুটি শেষ হওয়ার কথা ছিল। গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাসের কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও শুধু প্রশাসনিক রক্ষণাবক্ষেণের জন্য প্রতিষ্ঠানগুলোর অফিস খোলা যাবে। প্রশাসনিক রক্ষণাবেক্ষণ বলতে ছাত্র ভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা উল্লেখ করে মন্ত্রণালয়। অফিস খোলা থাকলেও অসুস্থ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, সন্তানসম্ভবা নারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ দুই সপ্তাহ পার হলেও উচ্চমাধ্যমিকের ভর্তির কার্যক্রম শুরু হয়নি এখনও। করোনা পরিস্থিতির কারণে কবে থেকে ভর্তির কার্যক্রম শুরু করা যাবে তাও কেউ বলতে পারছেন না।

প্রাথমিকে করোনায় আক্রান্ত ১৮৩ জন

৬ আগস্ট পর্যন্ত প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান; এমনকি কিন্ডারগার্টেনও বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। সংস্থাটি জানিয়েছে, প্রাথমিক শিক্ষা স্তরের ১৮৩ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদফতর তাদের আওতাধীন কর্মীদের পরিসংখ্যান হালনাগাদ করে গতকাল এই তথ্য জানিয়েছে। তালিকায় দেখা যায়, প্রাথমিকের ২১ জন কর্মকর্তা, নয়জন কর্মচারী, ১৪৪ জন শিক্ষক এবং নয়জন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ডিপিই’র পরিচালক (যুগ্মসচিব) জোবায়েদুর রহমান এবং সহকারী পরিচালক আতাউর রহমানও রয়েছেন।

ডিপিই মহাপরিচালক মো. ফসিউল্লাহ জানান, জোবায়দুর রহমানকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জোবায়দুরের সঙ্গে তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হলেও তিনি ভালো আছেন। সহকারী পরিচালক আতাউর রহমান বাসায় আইসোলেশনে রয়েছেন।

তালিকায় দেখা যায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, দফতরী কাম প্রহরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উচ্চমান সহকারী এবং সহকারী মনিটরিং অফিসার পদের কর্মীরা রয়েছেন আক্রান্তদের মধ্যে। চট্টগ্রামের উত্তর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা শবনম মারা গেছেন।

ডিপিই মহাপরিচালক আরও বলেন, ‘আক্রান্তদের তালিকা তৈরি করে তারা নিয়মিতভাবে খোঁজখবর নিচ্ছেন। কারও যদি দেখাশোনা করার মতো কেউ না থাকে তাহলে তার প্রয়োজনগুলো মেটাতে আমাদের কর্মকর্তারা কাজ করছেন। অনেক সময় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও আক্রান্তদের সম্পর্কে অবহিত করা হচ্ছে।’

মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ বলেন, ‘প্রশাসনিক কাজে বিভিন্ন নির্দেশনা পেতে ফেসবুক পেজ ও গ্রুপে প্রধান শিক্ষকদের সংযুক্ত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। অনেকেই আছেন। প্রত্যেককে সংযুক্ত হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তারা যেন সরকারের নির্দেশনার বিষয়ে সব সময় তৎপর থাকতে পারেন।’

ঐবধফ ঞবধপযবৎং ড়ভ এচঝ ইউ ফেসবুক গ্রুপ এবং উরৎবপঃড়ৎধঃব ড়ভ চৎরসধৎু ঊফঁপধঃরড়হ নামের ফেসবুক পেইজে জরুরি ভিত্তিতে যুক্ত করার ব্যবস্থা নিতে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২০ , ২ আষাঢ় ১৪২৭, ২৩ শাওয়াল ১৪৪

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ৬ আগস্ট পর্যন্ত

প্রাথমিকের ১৮৩ শিক্ষক কর্মকর্তা ৬ শিক্ষার্থী করোনা আক্রান্ত

নিজস্ব বার্তা পরিবেশক |

করোনা সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব শিক্ষার্থীর নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আগামী ৬ অগাস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এদিকে করোনায় ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা স্তরের ১৮৩ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী আক্রান্ত হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় গত ১৭ মার্চের পর শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি কয়েক দফা বাড়ানো হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল ছুটি শেষ হওয়ার কথা ছিল। গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাসের কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও শুধু প্রশাসনিক রক্ষণাবক্ষেণের জন্য প্রতিষ্ঠানগুলোর অফিস খোলা যাবে। প্রশাসনিক রক্ষণাবেক্ষণ বলতে ছাত্র ভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা উল্লেখ করে মন্ত্রণালয়। অফিস খোলা থাকলেও অসুস্থ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, সন্তানসম্ভবা নারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ দুই সপ্তাহ পার হলেও উচ্চমাধ্যমিকের ভর্তির কার্যক্রম শুরু হয়নি এখনও। করোনা পরিস্থিতির কারণে কবে থেকে ভর্তির কার্যক্রম শুরু করা যাবে তাও কেউ বলতে পারছেন না।

প্রাথমিকে করোনায় আক্রান্ত ১৮৩ জন

৬ আগস্ট পর্যন্ত প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান; এমনকি কিন্ডারগার্টেনও বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। সংস্থাটি জানিয়েছে, প্রাথমিক শিক্ষা স্তরের ১৮৩ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদফতর তাদের আওতাধীন কর্মীদের পরিসংখ্যান হালনাগাদ করে গতকাল এই তথ্য জানিয়েছে। তালিকায় দেখা যায়, প্রাথমিকের ২১ জন কর্মকর্তা, নয়জন কর্মচারী, ১৪৪ জন শিক্ষক এবং নয়জন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ডিপিই’র পরিচালক (যুগ্মসচিব) জোবায়েদুর রহমান এবং সহকারী পরিচালক আতাউর রহমানও রয়েছেন।

ডিপিই মহাপরিচালক মো. ফসিউল্লাহ জানান, জোবায়দুর রহমানকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জোবায়দুরের সঙ্গে তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হলেও তিনি ভালো আছেন। সহকারী পরিচালক আতাউর রহমান বাসায় আইসোলেশনে রয়েছেন।

তালিকায় দেখা যায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, দফতরী কাম প্রহরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উচ্চমান সহকারী এবং সহকারী মনিটরিং অফিসার পদের কর্মীরা রয়েছেন আক্রান্তদের মধ্যে। চট্টগ্রামের উত্তর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা শবনম মারা গেছেন।

ডিপিই মহাপরিচালক আরও বলেন, ‘আক্রান্তদের তালিকা তৈরি করে তারা নিয়মিতভাবে খোঁজখবর নিচ্ছেন। কারও যদি দেখাশোনা করার মতো কেউ না থাকে তাহলে তার প্রয়োজনগুলো মেটাতে আমাদের কর্মকর্তারা কাজ করছেন। অনেক সময় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও আক্রান্তদের সম্পর্কে অবহিত করা হচ্ছে।’

মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ বলেন, ‘প্রশাসনিক কাজে বিভিন্ন নির্দেশনা পেতে ফেসবুক পেজ ও গ্রুপে প্রধান শিক্ষকদের সংযুক্ত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। অনেকেই আছেন। প্রত্যেককে সংযুক্ত হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তারা যেন সরকারের নির্দেশনার বিষয়ে সব সময় তৎপর থাকতে পারেন।’

ঐবধফ ঞবধপযবৎং ড়ভ এচঝ ইউ ফেসবুক গ্রুপ এবং উরৎবপঃড়ৎধঃব ড়ভ চৎরসধৎু ঊফঁপধঃরড়হ নামের ফেসবুক পেইজে জরুরি ভিত্তিতে যুক্ত করার ব্যবস্থা নিতে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে।