করোনা উপসর্গে ৩ জেলায় মৃত্যু ৩

পাথরঘাটায় সাবেক বনকর্তা

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটায় করোনা উপসর্গ নিয়ে সাবেক বন কর্মকর্তার মৃত্যু। মৃত নজরুল ইসলাম তার বাবার নাম মৃত মমিন উদ্দিন ফকির ছিলেন পাথরঘাটা পৌরশহরের ৩নং ওয়ার্ডের হাসপাতাল সড়কের বাসিন্দা। গত রোববার দুপুর সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয়েছে। জানা গেছে করোনা পজেটিভ হওয়া জুতো ব্যবসায়ী জামাই মিজানুর রহমান ঢাকা থেকে এসে হোম কোয়ারেন্টাইন অমান্য করে শ্বশুর বাড়িতে আত্মগোপন করেছিলেন। এরপর এক এক করে করোনা উপসর্গ দেখা দেয় স্ত্রী, শ্বশুর ও শাশুড়ির। নমুনা পরীক্ষায় ফলাফলে আসে শাশুড়ি করোনা পজিটিভ। তবে শাশুড়ির থেকে দিন দিন বেশি অসুস্থ হয়ে পড়েছিল ফলাফল নেগেটিভ আসা শ্বশুর। নজরুল ইসলামের শ্যালক বেলায়েত হোসেন ফরেস্টার জানান, তার দুলাভাই বন বিভাগের কর্মকর্তা ছিলেন। তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার পরেও শ্বাসকষ্ট বাড়তে থাকে। গত তিনদিন ধরে শ্বাস ও কাশি বৃদ্ধি পাওয়ায় খাবার বন্ধ করে দিয়েছে। তিনি বলেন ১৪ জুন দুপুর সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয়েছে।

কক্সবাজারে নারী

জসিম সিদ্দিকী, কক্সবাজার

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়ার বাসিন্দা মৃত বাদশা মিয়ার স্ত্রী করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ১৪ জুন রাত সাড়ে ৯টার দিকে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার শাহীন আব্দুর রহমান চৌধুরী। পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়ার বাসিন্দা মৃত বাদশা মিয়ার স্ত্রী সাবেকুন নাহার (৬৫) আজ ১৪ জুন দুপুরে গলা ব্যথা ও জ্বর নিয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

চকরিয়ায় পল্লীচিকিৎসক

প্রতিনিধি,চকরিয়া (কক্সবাজার)

করোনা উপসর্গ নিয়ে কক্সবাজারের চকরিয়ায় স্টিফেন গঞ্জালবেস (৫০) নামের এক পল্লী চিকিৎসক মারা গেছেন। গত রোববার বেলা ১১টার দিকে উপজেলার মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা যান। চিকিৎসক স্টিফেন গঞ্জালবেস উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান এলাকার খ্রীস্টান পল্লীতে পরিবার নিয়ে বসবাস করতেন। মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালের সহকারী প্রশাসক অলক দাশ জানান, স্টিফেন গঞ্জালভেসের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে পরীক্ষার জন্য কক্সবাজার পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, তাকে মালুমঘাট চা-বাগানের খ্রীস্টানদের কবরে সমাহিত করা হবে। সেজন্য দাফনকারীদের সামাজিক দূরত্ব এবং সব ধরনের সুরক্ষা সামগ্রী পড়ে দাফনের ব্যবস্থা করতে বলেছি।

মঙ্গলবার, ১৬ জুন ২০২০ , ২ আষাঢ় ১৪২৭, ২৩ শাওয়াল ১৪৪

করোনা উপসর্গে ৩ জেলায় মৃত্যু ৩

পাথরঘাটায় সাবেক বনকর্তা

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটায় করোনা উপসর্গ নিয়ে সাবেক বন কর্মকর্তার মৃত্যু। মৃত নজরুল ইসলাম তার বাবার নাম মৃত মমিন উদ্দিন ফকির ছিলেন পাথরঘাটা পৌরশহরের ৩নং ওয়ার্ডের হাসপাতাল সড়কের বাসিন্দা। গত রোববার দুপুর সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয়েছে। জানা গেছে করোনা পজেটিভ হওয়া জুতো ব্যবসায়ী জামাই মিজানুর রহমান ঢাকা থেকে এসে হোম কোয়ারেন্টাইন অমান্য করে শ্বশুর বাড়িতে আত্মগোপন করেছিলেন। এরপর এক এক করে করোনা উপসর্গ দেখা দেয় স্ত্রী, শ্বশুর ও শাশুড়ির। নমুনা পরীক্ষায় ফলাফলে আসে শাশুড়ি করোনা পজিটিভ। তবে শাশুড়ির থেকে দিন দিন বেশি অসুস্থ হয়ে পড়েছিল ফলাফল নেগেটিভ আসা শ্বশুর। নজরুল ইসলামের শ্যালক বেলায়েত হোসেন ফরেস্টার জানান, তার দুলাভাই বন বিভাগের কর্মকর্তা ছিলেন। তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার পরেও শ্বাসকষ্ট বাড়তে থাকে। গত তিনদিন ধরে শ্বাস ও কাশি বৃদ্ধি পাওয়ায় খাবার বন্ধ করে দিয়েছে। তিনি বলেন ১৪ জুন দুপুর সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয়েছে।

কক্সবাজারে নারী

জসিম সিদ্দিকী, কক্সবাজার

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়ার বাসিন্দা মৃত বাদশা মিয়ার স্ত্রী করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ১৪ জুন রাত সাড়ে ৯টার দিকে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার শাহীন আব্দুর রহমান চৌধুরী। পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়ার বাসিন্দা মৃত বাদশা মিয়ার স্ত্রী সাবেকুন নাহার (৬৫) আজ ১৪ জুন দুপুরে গলা ব্যথা ও জ্বর নিয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

চকরিয়ায় পল্লীচিকিৎসক

প্রতিনিধি,চকরিয়া (কক্সবাজার)

করোনা উপসর্গ নিয়ে কক্সবাজারের চকরিয়ায় স্টিফেন গঞ্জালবেস (৫০) নামের এক পল্লী চিকিৎসক মারা গেছেন। গত রোববার বেলা ১১টার দিকে উপজেলার মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা যান। চিকিৎসক স্টিফেন গঞ্জালবেস উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান এলাকার খ্রীস্টান পল্লীতে পরিবার নিয়ে বসবাস করতেন। মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালের সহকারী প্রশাসক অলক দাশ জানান, স্টিফেন গঞ্জালভেসের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে পরীক্ষার জন্য কক্সবাজার পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, তাকে মালুমঘাট চা-বাগানের খ্রীস্টানদের কবরে সমাহিত করা হবে। সেজন্য দাফনকারীদের সামাজিক দূরত্ব এবং সব ধরনের সুরক্ষা সামগ্রী পড়ে দাফনের ব্যবস্থা করতে বলেছি।