সরকারি ল্যাবে কিট সংকট : হয়নি পরীক্ষা

নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে স্থাপিত জেলার একমাত্র সরকারি পিসিআর ল্যাবে কিট সংকট দেখা দিয়েছে। ফলে করোনাভাইরাসের জন্য সংগৃহীত নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। এদিকে কিটের সংকটের কথা জানিয়ে স্বাস্থ্য অধিদফতরে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়।

হাসাপাতাল সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলায় করোনার প্রাদুর্ভাব ও দ্রুত নমুনা পরীক্ষার প্রয়োজনীয়তা বিবেচনা করে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে একটি সরকারি পিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। গত ৬ মে এই ল্যাবের কার্যক্রম শুরু হয়। শুরুর দিকে ৯২টি নমুনা পরীক্ষা করা হলেও চাহিদার প্রেক্ষিতে এই সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে ল্যাবটিতে দৈনিক ২৮২টি নমুনা পরীক্ষা হয়। তবে হাসপাতালটিতে নমুনা পরীক্ষার কিটের সংকট দেখা দিয়েছে। কিট না থাকাতে গতকাল সরকারি এই ল্যাবে কোন নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুরু থেকে এ পর্যন্ত স্বাস্থ্য বিভাগ থেকে পর্যাপ্ত নমুনা পরীক্ষার কিট সরবরাহ করা হচ্ছিল। তবে সম্প্রতি নতুন কিট না আসাতে ল্যাবটিতে কিট স্বল্পতা দেখা দেয়।

এ বিষয়ে হাসপাতালটির তত্ত্বাবধায় ডা. গৌতম রায় সংবাদকে বলেন, ‘আমরা সবসময় স্বাস্থ্য বিভাগকে আমাদের কিট মজুদ এবং পরীক্ষা সম্পর্কে অবগত রাখি। কিট স্বল্পতা দেখা দিলে শেষ হওয়ার আগেই কিট আবেদন করি। তবে সম্প্রতি আবেদন করা হলেও কিট সরবরাহে বিলম্ব হচ্ছিল। ফলে ল্যাবে কিট সংকট দেখা দেয়। যার ফলে আজ কোন পরীক্ষা করা সম্ভব হয়নি। তবে আমাদের নমুনা সংগ্রহ চলছে।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য বিভাগের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা আগামীকাল (বৃহস্পতিবার) কিট প্রেরণ করবে। আমরা আশা করছি, আগামীকাল থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষা দুটিই স্বাভাবিক হবে।’

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ , ৪ আষাঢ় ১৪২৭, ২৫ শাওয়াল ১৪৪১

নারায়ণগঞ্জ

সরকারি ল্যাবে কিট সংকট : হয়নি পরীক্ষা

সৌরভ হোসেন সিয়াম, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে স্থাপিত জেলার একমাত্র সরকারি পিসিআর ল্যাবে কিট সংকট দেখা দিয়েছে। ফলে করোনাভাইরাসের জন্য সংগৃহীত নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। এদিকে কিটের সংকটের কথা জানিয়ে স্বাস্থ্য অধিদফতরে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়।

হাসাপাতাল সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলায় করোনার প্রাদুর্ভাব ও দ্রুত নমুনা পরীক্ষার প্রয়োজনীয়তা বিবেচনা করে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে একটি সরকারি পিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। গত ৬ মে এই ল্যাবের কার্যক্রম শুরু হয়। শুরুর দিকে ৯২টি নমুনা পরীক্ষা করা হলেও চাহিদার প্রেক্ষিতে এই সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে ল্যাবটিতে দৈনিক ২৮২টি নমুনা পরীক্ষা হয়। তবে হাসপাতালটিতে নমুনা পরীক্ষার কিটের সংকট দেখা দিয়েছে। কিট না থাকাতে গতকাল সরকারি এই ল্যাবে কোন নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুরু থেকে এ পর্যন্ত স্বাস্থ্য বিভাগ থেকে পর্যাপ্ত নমুনা পরীক্ষার কিট সরবরাহ করা হচ্ছিল। তবে সম্প্রতি নতুন কিট না আসাতে ল্যাবটিতে কিট স্বল্পতা দেখা দেয়।

এ বিষয়ে হাসপাতালটির তত্ত্বাবধায় ডা. গৌতম রায় সংবাদকে বলেন, ‘আমরা সবসময় স্বাস্থ্য বিভাগকে আমাদের কিট মজুদ এবং পরীক্ষা সম্পর্কে অবগত রাখি। কিট স্বল্পতা দেখা দিলে শেষ হওয়ার আগেই কিট আবেদন করি। তবে সম্প্রতি আবেদন করা হলেও কিট সরবরাহে বিলম্ব হচ্ছিল। ফলে ল্যাবে কিট সংকট দেখা দেয়। যার ফলে আজ কোন পরীক্ষা করা সম্ভব হয়নি। তবে আমাদের নমুনা সংগ্রহ চলছে।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য বিভাগের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা আগামীকাল (বৃহস্পতিবার) কিট প্রেরণ করবে। আমরা আশা করছি, আগামীকাল থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষা দুটিই স্বাভাবিক হবে।’