চীনে করোনা সতর্কতার মাত্রা বাড়ল

বিশ্বেব একদিনে আক্রান্ত ১ লাখ ৪৪ হাজার

নতুন করোনাভাইরাসের উপত্তিস্থল চীনে দ্বিতীয় দফায় প্রাণঘাতী ভাইরাস করোনার সংক্রমণ বাড়তে থাকায় আবারও মানুষ ও গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাজধানী বেইজিংয়ে করোনা সতর্কতার মাত্রা বাড়িয়ে তিন থেকে দুই করা হয়েছে। এদিকে করোনায় বিপর্যস্ত উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্রে দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে ভাইরাসটির টিকা সরবরাহ করা হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। অপরদিকে বিশে্ব সর্বশেষ একদিনে ১ লাখ ৪৪ হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন প্রায় ৭ হাজার। রয়টার্স, বিবিসি, আল-জাজিরা।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বেইজিংয়ের বড় একটি পাইকারি বাজার থেকে সম্প্রতি নতুন করে সংক্রমণ ছড়িয়েছে। দেশটির কমপক্ষে ১০টি শহর থেকে বেইজিংয়ে ঢোকাও নিষিদ্ধ করা হয়েছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে গত শনিবারই বাজারটি বন্ধ করা হয়। এ সংক্রমণ ঠেকাতে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে থাকা মানুষজনকে বেইজিং থেকে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। দেশটির রাজধানীর উচ্চ ঝুঁকিতে থাকা এ মানুষদের মধ্যে রয়েছে কোভিড-১৯ শনাক্ত হওয়া ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তারাও। নগরীর বাইরে তাদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। দেশটির পৌর করপোরেশনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার একথা জানিয়েছে।

এদিকে ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া বৈশি্বক মহামারী করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৮১ লাখ। আর এতে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৪১ হাজার। মার্কিন বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের দেয়া তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকাল পৌনে ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ লাখ ৫৩ হাজার ২৪১ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৫০৫ জনের। বিশ্বে একক দেশ হিসেবে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৩৬ হাজার ৪৩ জন। আর এতে মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৬২ জনের।

এমন পরিস্থিতির মধ্যে চীনের দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণ দেখা দেয়ায় ট্যাক্সি, কারের মতো পরিবহনগুলোও বেইজিংয়ের বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। বেইজিংয়ের কাছে হুবেই এবং শ্যংডং প্রদেশের মধ্যে দূরপাল্লার কিছু বাসও বন্ধ করা হয়েছে। শাংহাই মাঝারি এবং উচ্চ ঝুঁকিপূর্ণ কোভিড-১৯ এলাকা থেকে আসা লোকজনদের ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার নিয়ম চালু করেছে। বেইজিং থেকে আগতদের কোয়ারেন্টিনে রাখার নিয়ম চালু হয়েছে আরও অনেক প্রদেশে।

বেইজিংয়ে গত মঙ্গলবার ২৭টি এলাকাকে মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। সেখানকার মানুষজনকে দেহের তাপমাত্রা পরীক্ষার নিয়ম মেনে চলতে হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে বেইজিংয়ে নতুন শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে। করোনার প্রথম প্রাদুর্ভাব দেখা দেয়া স্থান দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ের রাজধানী শহর উহানে যে ধরনের লকডাউন দেয়া হয়েছিল বেইজিংয়ে তেমনটি করা না হলেও যুদ্ধকালীন তৎপরতায় ভাইরাস মোকাবিলার চেষ্টা চলছে। জায়গায় জায়গায় তল্লাশি চৌকি (চেকপোস্ট) স্থাপন করা হয়েছে। শহরে ঢোকা এবং বের হওয়ার রাস্তায় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বেইজিংয়ের বহু স্কুল, খেলার মাঠ। প্রাথমিক স্কুলগুলো খোলার সময় পিছিয়ে দেয়া হয়েছে। শপিংমল এবং অফিসগুলোতে আবার বহাল করা হয়েছে দেহের তাপমাত্রা পরীক্ষা করার বিধি, বহাল হয়েছে জমায়েতে নিষেধাজ্ঞা। শুধু বেইজিংই নয়, সংক্রমণ ছড়াচ্ছে এর বাইরেও। লিয়াওনিং, হেবেই এবং সিচুয়ান প্রদেশে নতুন সংক্রমণ ধরা পড়ার খবর এসেছে। এছাড়া, চংকিং, সাংশি, সাংহাই এবং ফুজিয়ানেও মানুষজনের কোভিড-১৯ ধরা পড়ছে।

দরিদ্রদের বিনামূল্যে করোনা টিকা দেবে যুক্তরাষ্ট্র

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে বিপর্যস্ত উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৮ হাজার ৪০০। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ১৩২ জনের মৃত্যু হয়েছে। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে দেশটির দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা সরবরাহ করা হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

image

বেইজিংয়ে গতকাল বুধবার নতুন কওে ৩১ করোনা রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষিতে নিউক্লিক এসিড পরীক্ষার লাইনে অপেক্ষারত বেইজিংবাসী -রয়টার্স

আরও খবর
চীন-ভারত সংঘর্ষে জাতিসংঘের উদ্বেগ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ , ৪ আষাঢ় ১৪২৭, ২৫ শাওয়াল ১৪৪১

চীনে করোনা সতর্কতার মাত্রা বাড়ল

বিশ্বেব একদিনে আক্রান্ত ১ লাখ ৪৪ হাজার

সংবাদ ডেস্ক |

image

বেইজিংয়ে গতকাল বুধবার নতুন কওে ৩১ করোনা রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষিতে নিউক্লিক এসিড পরীক্ষার লাইনে অপেক্ষারত বেইজিংবাসী -রয়টার্স

নতুন করোনাভাইরাসের উপত্তিস্থল চীনে দ্বিতীয় দফায় প্রাণঘাতী ভাইরাস করোনার সংক্রমণ বাড়তে থাকায় আবারও মানুষ ও গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাজধানী বেইজিংয়ে করোনা সতর্কতার মাত্রা বাড়িয়ে তিন থেকে দুই করা হয়েছে। এদিকে করোনায় বিপর্যস্ত উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্রে দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে ভাইরাসটির টিকা সরবরাহ করা হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। অপরদিকে বিশে্ব সর্বশেষ একদিনে ১ লাখ ৪৪ হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন প্রায় ৭ হাজার। রয়টার্স, বিবিসি, আল-জাজিরা।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বেইজিংয়ের বড় একটি পাইকারি বাজার থেকে সম্প্রতি নতুন করে সংক্রমণ ছড়িয়েছে। দেশটির কমপক্ষে ১০টি শহর থেকে বেইজিংয়ে ঢোকাও নিষিদ্ধ করা হয়েছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে গত শনিবারই বাজারটি বন্ধ করা হয়। এ সংক্রমণ ঠেকাতে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে থাকা মানুষজনকে বেইজিং থেকে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। দেশটির রাজধানীর উচ্চ ঝুঁকিতে থাকা এ মানুষদের মধ্যে রয়েছে কোভিড-১৯ শনাক্ত হওয়া ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তারাও। নগরীর বাইরে তাদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। দেশটির পৌর করপোরেশনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার একথা জানিয়েছে।

এদিকে ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া বৈশি্বক মহামারী করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৮১ লাখ। আর এতে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৪১ হাজার। মার্কিন বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের দেয়া তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকাল পৌনে ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ লাখ ৫৩ হাজার ২৪১ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৫০৫ জনের। বিশ্বে একক দেশ হিসেবে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৩৬ হাজার ৪৩ জন। আর এতে মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৬২ জনের।

এমন পরিস্থিতির মধ্যে চীনের দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণ দেখা দেয়ায় ট্যাক্সি, কারের মতো পরিবহনগুলোও বেইজিংয়ের বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। বেইজিংয়ের কাছে হুবেই এবং শ্যংডং প্রদেশের মধ্যে দূরপাল্লার কিছু বাসও বন্ধ করা হয়েছে। শাংহাই মাঝারি এবং উচ্চ ঝুঁকিপূর্ণ কোভিড-১৯ এলাকা থেকে আসা লোকজনদের ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার নিয়ম চালু করেছে। বেইজিং থেকে আগতদের কোয়ারেন্টিনে রাখার নিয়ম চালু হয়েছে আরও অনেক প্রদেশে।

বেইজিংয়ে গত মঙ্গলবার ২৭টি এলাকাকে মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। সেখানকার মানুষজনকে দেহের তাপমাত্রা পরীক্ষার নিয়ম মেনে চলতে হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে বেইজিংয়ে নতুন শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে। করোনার প্রথম প্রাদুর্ভাব দেখা দেয়া স্থান দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ের রাজধানী শহর উহানে যে ধরনের লকডাউন দেয়া হয়েছিল বেইজিংয়ে তেমনটি করা না হলেও যুদ্ধকালীন তৎপরতায় ভাইরাস মোকাবিলার চেষ্টা চলছে। জায়গায় জায়গায় তল্লাশি চৌকি (চেকপোস্ট) স্থাপন করা হয়েছে। শহরে ঢোকা এবং বের হওয়ার রাস্তায় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বেইজিংয়ের বহু স্কুল, খেলার মাঠ। প্রাথমিক স্কুলগুলো খোলার সময় পিছিয়ে দেয়া হয়েছে। শপিংমল এবং অফিসগুলোতে আবার বহাল করা হয়েছে দেহের তাপমাত্রা পরীক্ষা করার বিধি, বহাল হয়েছে জমায়েতে নিষেধাজ্ঞা। শুধু বেইজিংই নয়, সংক্রমণ ছড়াচ্ছে এর বাইরেও। লিয়াওনিং, হেবেই এবং সিচুয়ান প্রদেশে নতুন সংক্রমণ ধরা পড়ার খবর এসেছে। এছাড়া, চংকিং, সাংশি, সাংহাই এবং ফুজিয়ানেও মানুষজনের কোভিড-১৯ ধরা পড়ছে।

দরিদ্রদের বিনামূল্যে করোনা টিকা দেবে যুক্তরাষ্ট্র

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে বিপর্যস্ত উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৮ হাজার ৪০০। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ১৩২ জনের মৃত্যু হয়েছে। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে দেশটির দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা সরবরাহ করা হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।