খুলনায় চিকিৎসক হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বন্ধ টেলিমেডিসিন সেবা

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী টেলিমেডিসিন সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার আজীবন সদস্য ও বাগেরহাট ম্যাটস-এর সাবেক অধ্যক্ষ ডা. মো. আবদুর রাকিব খান হত্যার প্রতিবাদে গতকাল সকালে এ ঘোষণা দেন তিনি।

ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী জানান, খুলনার ডা. মো. আবদুর রাকিব খান হত্যার প্রতিবাদে বিএমএ চট্টগ্রাম শাখার অধিকাংশ চিকিৎসক একমত হয়েছে টেলিমেডিসিন সেবা বন্ধ রাখার বিষয়ে। গত ২৯ মার্চ আমাদের প্রায় ১৫০ জন সদস্য প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টেলিমেডিসিন সেবা দিয়ে আসছিলেন। কিন্তু টেলিমেডিসিন সেবার জন্য বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় বেধে দেয়া হলেও রোগীরা ২৪ ঘণ্টা আমাদের সদস্যদের ফোন করে থাকেন। জনসাধারণের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি। যে কোন প্রয়োজনে সরকারি/বেসরকারি মেডিকেল কলেজের জরুরি বিভাগ বা ফ্লু কর্নারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।

এদিকে, চট্টগ্রামে টেলিমেডিসিন সেবা বন্ধ করা বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে জানিয়েছেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. মুজিবুল হক খান। তিনি বলেন, চিকিৎসা প্রতিষ্ঠানে, হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসকদের ওপর হামলা নতুন কোন ঘটনা নয়। এর পূর্বে অনেক হামলার ঘটনা ঘটেছে। কিন্তু রাষ্ট্র, সরকার, প্রশাসন চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি বরাবরই উপেক্ষা করেছেন। যার ফলে ডা. রাকিব হত্যাকাণ্ডের মতো একটি বর্বর ঘটনা ঘটতে পারল। এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

শুক্রবার, ১৯ জুন ২০২০ , ৫ আষাঢ় ১৪২৭, ২৬ শাওয়াল ১৪৪১

খুলনায় চিকিৎসক হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বন্ধ টেলিমেডিসিন সেবা

চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী টেলিমেডিসিন সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার আজীবন সদস্য ও বাগেরহাট ম্যাটস-এর সাবেক অধ্যক্ষ ডা. মো. আবদুর রাকিব খান হত্যার প্রতিবাদে গতকাল সকালে এ ঘোষণা দেন তিনি।

ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী জানান, খুলনার ডা. মো. আবদুর রাকিব খান হত্যার প্রতিবাদে বিএমএ চট্টগ্রাম শাখার অধিকাংশ চিকিৎসক একমত হয়েছে টেলিমেডিসিন সেবা বন্ধ রাখার বিষয়ে। গত ২৯ মার্চ আমাদের প্রায় ১৫০ জন সদস্য প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টেলিমেডিসিন সেবা দিয়ে আসছিলেন। কিন্তু টেলিমেডিসিন সেবার জন্য বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় বেধে দেয়া হলেও রোগীরা ২৪ ঘণ্টা আমাদের সদস্যদের ফোন করে থাকেন। জনসাধারণের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি। যে কোন প্রয়োজনে সরকারি/বেসরকারি মেডিকেল কলেজের জরুরি বিভাগ বা ফ্লু কর্নারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।

এদিকে, চট্টগ্রামে টেলিমেডিসিন সেবা বন্ধ করা বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে জানিয়েছেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. মুজিবুল হক খান। তিনি বলেন, চিকিৎসা প্রতিষ্ঠানে, হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসকদের ওপর হামলা নতুন কোন ঘটনা নয়। এর পূর্বে অনেক হামলার ঘটনা ঘটেছে। কিন্তু রাষ্ট্র, সরকার, প্রশাসন চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি বরাবরই উপেক্ষা করেছেন। যার ফলে ডা. রাকিব হত্যাকাণ্ডের মতো একটি বর্বর ঘটনা ঘটতে পারল। এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।