যুক্তরাষ্ট্রের গেটলিনবার্গ স্কাইব্রিজের কাচে ফাটল

যুক্তরাষ্ট্রের দীর্ঘতম ঝুলন্ত পদচারী সেতু গেটলিনবার্গ স্কাইব্রিজের কাচে ফাটল দেখা দিয়েছে। এর পর তা মেরামতে কয়েক ঘণ্টার জন্য সেতুটি বন্ধ রাখা হয় বলে জানা গেছে। সিএনএন।

মার্কিন এ সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলেছে, দেশটির টেনেসি অঙ্গরাজ্যে ৬৮০ ফুট দীর্ঘ এ সেতুর মাঝখানে তিনটি কাচের প্যানেল রয়েছে। প্যানেলগুলো সেতু থেকে ১৪০ ফুট নিচে দেখার সুযোগ করে দেয় পর্যটকদের।

গেটলিনবার্গ স্কাইলিফট পার্ক কর্তৃপক্ষের বরাতে সিএনএন জানিয়েছে, সাসপেনশন এ সেতুর ওপর এ কাচের প্যানেলে ছোটাছুটি, দৌড়ানো বা লাফানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে। সম্প্রতি এক পর্যটক ওই নিষেধাজ্ঞা অমান্য করে বেইসবল খেলার রানারের মতো স্লাইড দেয়ার চেষ্টা করলে কাচে ফাটল দেখা দেয়।

তবে সেতুটির মূল অবকাঠামোর এতে কোনো সমস্যা হয়নি। গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ওই ঘটনার পর ফাটল মেরামতের জন্য রাতে সেতুটি বন্ধ রাখা হয়। পরিদন মঙ্গলবার সকাল থেকে সেতুটি আবারও খুলে দেয়া হয়েছে বলে সিএনএন জানিয়েছে।

শুক্রবার, ১৯ জুন ২০২০ , ৫ আষাঢ় ১৪২৭, ২৬ শাওয়াল ১৪৪১

যুক্তরাষ্ট্রের গেটলিনবার্গ স্কাইব্রিজের কাচে ফাটল

সংবাদ ডেস্ক |

যুক্তরাষ্ট্রের দীর্ঘতম ঝুলন্ত পদচারী সেতু গেটলিনবার্গ স্কাইব্রিজের কাচে ফাটল দেখা দিয়েছে। এর পর তা মেরামতে কয়েক ঘণ্টার জন্য সেতুটি বন্ধ রাখা হয় বলে জানা গেছে। সিএনএন।

মার্কিন এ সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলেছে, দেশটির টেনেসি অঙ্গরাজ্যে ৬৮০ ফুট দীর্ঘ এ সেতুর মাঝখানে তিনটি কাচের প্যানেল রয়েছে। প্যানেলগুলো সেতু থেকে ১৪০ ফুট নিচে দেখার সুযোগ করে দেয় পর্যটকদের।

গেটলিনবার্গ স্কাইলিফট পার্ক কর্তৃপক্ষের বরাতে সিএনএন জানিয়েছে, সাসপেনশন এ সেতুর ওপর এ কাচের প্যানেলে ছোটাছুটি, দৌড়ানো বা লাফানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে। সম্প্রতি এক পর্যটক ওই নিষেধাজ্ঞা অমান্য করে বেইসবল খেলার রানারের মতো স্লাইড দেয়ার চেষ্টা করলে কাচে ফাটল দেখা দেয়।

তবে সেতুটির মূল অবকাঠামোর এতে কোনো সমস্যা হয়নি। গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ওই ঘটনার পর ফাটল মেরামতের জন্য রাতে সেতুটি বন্ধ রাখা হয়। পরিদন মঙ্গলবার সকাল থেকে সেতুটি আবারও খুলে দেয়া হয়েছে বলে সিএনএন জানিয়েছে।