পদ্মায় ২৫ কেজি ওজনের বাগাইড়

এবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে প্রায় ২৫ কেজি ওজনের বাগাইড় মাছ পাওয়া গেছে। গত মঙ্গলবার সকালে ওই মাছটি দৌলতদিয়া বাজারের এক ব্যবসায়ী ১০৫০ টাকা কেজি দরে কিনে নেন। চান্দু মোল্লা নামের দৌলতদিয়া ঘাটের ওই মাছ ব্যবসায়ী জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে জেলে আব্দুল জব্বার হালদার অন্যান্য সহকর্মীদের সঙ্গে নিয়ে নদীতে মাছ ধরতে যায়। গোয়ালন্দ উপজেলার শেষ সীমানা পাবনার বেড়া থানার ঢালার চর এলাকায় জাল ফেলে। মধ্যরাতের দিকে জাল টেনে নৌকায় তুলতে গেলে জাল গোছানোর প্রায় শেষদিকে এসে একটা বড় ঝাকি দেয়। তখনই বুঝতে পারে জালে কোন বড় মাছ আটকা পড়েছে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর জাল গোছানো শেষে নৌকায় তোলার সময় দেখতে পান বড় আকারের একটি বাগাইড় মাছ আটক হয়েছে। পরে কয়েকজন মিলে মাছটি টেনে নৌকায় তুলেন। উপজেলার মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, বর্ষা মৌসুম শুরু হয়েছে। এ সময় নদীতে মাঝেমধ্যে বড় বড় পাঙ্গাশ, কাতল, বাগাইড় জাতীয় মাছ ধরা পড়বে। পদ্মা নদীর মাছ সবার কাছেই সুস্বাদু।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ , ১১ আষাঢ় ১৪২৭, ৩ জিলকদ ১৪৪১

পদ্মায় ২৫ কেজি ওজনের বাগাইড়

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

এবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে প্রায় ২৫ কেজি ওজনের বাগাইড় মাছ পাওয়া গেছে। গত মঙ্গলবার সকালে ওই মাছটি দৌলতদিয়া বাজারের এক ব্যবসায়ী ১০৫০ টাকা কেজি দরে কিনে নেন। চান্দু মোল্লা নামের দৌলতদিয়া ঘাটের ওই মাছ ব্যবসায়ী জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে জেলে আব্দুল জব্বার হালদার অন্যান্য সহকর্মীদের সঙ্গে নিয়ে নদীতে মাছ ধরতে যায়। গোয়ালন্দ উপজেলার শেষ সীমানা পাবনার বেড়া থানার ঢালার চর এলাকায় জাল ফেলে। মধ্যরাতের দিকে জাল টেনে নৌকায় তুলতে গেলে জাল গোছানোর প্রায় শেষদিকে এসে একটা বড় ঝাকি দেয়। তখনই বুঝতে পারে জালে কোন বড় মাছ আটকা পড়েছে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর জাল গোছানো শেষে নৌকায় তোলার সময় দেখতে পান বড় আকারের একটি বাগাইড় মাছ আটক হয়েছে। পরে কয়েকজন মিলে মাছটি টেনে নৌকায় তুলেন। উপজেলার মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, বর্ষা মৌসুম শুরু হয়েছে। এ সময় নদীতে মাঝেমধ্যে বড় বড় পাঙ্গাশ, কাতল, বাগাইড় জাতীয় মাছ ধরা পড়বে। পদ্মা নদীর মাছ সবার কাছেই সুস্বাদু।