বাজারে এক্সট্রিম ব্রান্ডের নতুন ব্লু-টুথ স্পিকার

এক্সট্রিম ব্র্যান্ডের নতুন ব্লু-টুথ স্পিকার বাজারে নিয়ে এলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। স্পিকারটির মডেল হচ্ছে ই৭০বিটি। স্পিকারটিতে রয়েছে ৪.২ ব্লু-টুথ সংস্করণ ফলে এটা প্রায় ১০ মিটার পর্যন্ত সংযোগ প্রদান করতে সক্ষম। এতে দুটি ৫০ এমএম সাইজের ড্রাইভার ব্যবহার করা হয়েছে যার ফলে পাবেন নিখুঁত সাউন্ড। স্পিকারের অডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ ৭০ হার্জ থেকে ২০ কিলোহার্জ পর্যন্ত এবং ব্যাটারি ক্ষমতা ৪০০ এমএএইচ।

ব্যাটারিটিকে মাইক্রো-ইউএসবি ক্যাবল দ্বারা চার্জ করা যায়। একবার চার্জে টানা ৬ ঘন্টা পর্যন্ত ব্যবহার স্পিকারটি করা যাবে। স্পিকারটি ফুল চার্জ হতে সময় নেয় ২-৩ ঘন্টা। ১ বছরের বিক্রয়োত্তর সেবা সহ স্পিকারটির মূল্য ৩০৫০ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।

সোমবার, ২৯ জুন ২০২০ , ১৫ আষাঢ় ১৪২৭, ৭ জিলকদ ১৪৪১

বাজারে এক্সট্রিম ব্রান্ডের নতুন ব্লু-টুথ স্পিকার

image

এক্সট্রিম ব্র্যান্ডের নতুন ব্লু-টুথ স্পিকার বাজারে নিয়ে এলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। স্পিকারটির মডেল হচ্ছে ই৭০বিটি। স্পিকারটিতে রয়েছে ৪.২ ব্লু-টুথ সংস্করণ ফলে এটা প্রায় ১০ মিটার পর্যন্ত সংযোগ প্রদান করতে সক্ষম। এতে দুটি ৫০ এমএম সাইজের ড্রাইভার ব্যবহার করা হয়েছে যার ফলে পাবেন নিখুঁত সাউন্ড। স্পিকারের অডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ ৭০ হার্জ থেকে ২০ কিলোহার্জ পর্যন্ত এবং ব্যাটারি ক্ষমতা ৪০০ এমএএইচ।

ব্যাটারিটিকে মাইক্রো-ইউএসবি ক্যাবল দ্বারা চার্জ করা যায়। একবার চার্জে টানা ৬ ঘন্টা পর্যন্ত ব্যবহার স্পিকারটি করা যাবে। স্পিকারটি ফুল চার্জ হতে সময় নেয় ২-৩ ঘন্টা। ১ বছরের বিক্রয়োত্তর সেবা সহ স্পিকারটির মূল্য ৩০৫০ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।