এসআই সুমনের উদ্যোগে

‘সেভ আওয়ার ওয়ার্ল্ড’

এস আই সুমন মূলত স্টেজে ইংলিশ গান পরিবেশনের জন্য পরিচিত। তবে এবার নিজের সঙ্গীতের পথচলায় এক ভিন্ন ধরনের গান নিয়ে এসেছেন শ্রোতা দর্শকের জন্য। তার উদ্যোগে নির্মিত হলো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা সঙ্গীত। গানটির নাম দেয়া হয়েছে ‘সেভ আওয়ার ওয়ার্ল্ড’। গানটি লিখেছেন হেলাল চৌধুরী এবং সুর সঙ্গীত করেছেন এস আই সুমন। গানটিতে কণ্ঠ দিয়েছেন সুইডেন থেকে তোরস্টোন, কানাডা থেকে চন্দন জামান আলী, লন্ডন থেকে তারজিয়ান, আমেরিকা থেকে সোহানা মনসুর, মামনুর সুমন রহমান এবং জেনি বাংলাদেশ থেকে পেন্টাগন ব্যা-ের এর আলী সুমন, আর্ক ব্যা-ের এস আই সুমন, ফিডব্যাক এর লুমিন, মাশা, পিঙ্কি ঘাগড়া। পিয়ানো এরেঞ্জমেন্ট করেছেন রোমেল আলী, মাউথ অর্গান বাজিয়েছেন আমেরিকা থেকে স্টিভ কুপারস। গানটি প্রসঙ্গে এস আই সুমন বলেন, এই মহামারী সময়ে আমরা সকলেই কঠিন সময় পার করছি। চারপাশের মানুষেরা তাদের জীবনের কঠিন সময় কাটাচ্ছে। এখন সময় এসেছে আমরা যে যা পারি তার সাথে থাকি। আমরা কয়েকজন মিউজিসিয়ান ও কয়েকজন সংগীতশিল্পী একত্রিত হয়ে কিছু করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি । এছাড়া পৃথিবীকে দেয়ার মতো কিছুই নেই আমাদের। এটাই আমাদের কাছ থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। গানটি গতকালই ইউটিউব এ প্রকাশ পেয়েছে। সকল ভাষার মানুষ যাতে এই গানটি বুঝতে পারে এই জন্য এই গানটি ইংলিশ এ করা হয়েছে । প্রত্যেকেই বাসা থেকে ভিডিও রেকর্ডিং করে আমার কাছে পাঠিয়েছেন। এসআই সুমন জানান, করোনাকালে আপাতত স্টেজ শো পুরোপুরিই বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্টেজ শোতে তাকে আপাতত দেখা যাচ্ছে না।

সোমবার, ২৭ জুলাই ২০২০ , ৫ জিলহজ ১৪৪১, ২৭ জুলাই ২০২০

এসআই সুমনের উদ্যোগে

‘সেভ আওয়ার ওয়ার্ল্ড’

বিনোদন প্রতিবেদক |

image

এস আই সুমন মূলত স্টেজে ইংলিশ গান পরিবেশনের জন্য পরিচিত। তবে এবার নিজের সঙ্গীতের পথচলায় এক ভিন্ন ধরনের গান নিয়ে এসেছেন শ্রোতা দর্শকের জন্য। তার উদ্যোগে নির্মিত হলো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা সঙ্গীত। গানটির নাম দেয়া হয়েছে ‘সেভ আওয়ার ওয়ার্ল্ড’। গানটি লিখেছেন হেলাল চৌধুরী এবং সুর সঙ্গীত করেছেন এস আই সুমন। গানটিতে কণ্ঠ দিয়েছেন সুইডেন থেকে তোরস্টোন, কানাডা থেকে চন্দন জামান আলী, লন্ডন থেকে তারজিয়ান, আমেরিকা থেকে সোহানা মনসুর, মামনুর সুমন রহমান এবং জেনি বাংলাদেশ থেকে পেন্টাগন ব্যা-ের এর আলী সুমন, আর্ক ব্যা-ের এস আই সুমন, ফিডব্যাক এর লুমিন, মাশা, পিঙ্কি ঘাগড়া। পিয়ানো এরেঞ্জমেন্ট করেছেন রোমেল আলী, মাউথ অর্গান বাজিয়েছেন আমেরিকা থেকে স্টিভ কুপারস। গানটি প্রসঙ্গে এস আই সুমন বলেন, এই মহামারী সময়ে আমরা সকলেই কঠিন সময় পার করছি। চারপাশের মানুষেরা তাদের জীবনের কঠিন সময় কাটাচ্ছে। এখন সময় এসেছে আমরা যে যা পারি তার সাথে থাকি। আমরা কয়েকজন মিউজিসিয়ান ও কয়েকজন সংগীতশিল্পী একত্রিত হয়ে কিছু করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি । এছাড়া পৃথিবীকে দেয়ার মতো কিছুই নেই আমাদের। এটাই আমাদের কাছ থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। গানটি গতকালই ইউটিউব এ প্রকাশ পেয়েছে। সকল ভাষার মানুষ যাতে এই গানটি বুঝতে পারে এই জন্য এই গানটি ইংলিশ এ করা হয়েছে । প্রত্যেকেই বাসা থেকে ভিডিও রেকর্ডিং করে আমার কাছে পাঠিয়েছেন। এসআই সুমন জানান, করোনাকালে আপাতত স্টেজ শো পুরোপুরিই বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্টেজ শোতে তাকে আপাতত দেখা যাচ্ছে না।