লুৎফর হাসানের

‘কার বালিশে ঘুমাও’

কণ্ঠশিল্পী লুৎফর হাসান গান লিখেন, সুর করেন এবং গেয়ে থাকেন। এ পর্যন্ত তার একক অ্যালবামের সংখ্যা সাতটি। মিক্সড অ্যালবাম ৫০ এর অধিক। সিঙ্গেল ট্র্যাকের জোয়ার শুরু হলে প্রতি উৎসবেই তিনি গান প্রকাশ করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘কার বালিশে ঘুমাও’। নিজের লেখা ও সুরে লুৎফর হাসান এই গান গেয়েছেন আমজাদ হোসেনের সংগীতে। গানের ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে প্রকাশ পাচ্ছে গানটি। গানটি প্রসঙ্গে লুৎফর হাসান জানালেন, - প্রেমিক হৃদয়ের আক্ষেপ আর আকুলতার গান ‘কার বালিশে ঘুমাও’। মনমুগ্ধকর লোকেশনে চিত্রায়ন করা হয়েছে গানটির ভিডিও। আশা করছি সবার ভালো লাগবে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) ঈদ উৎসবের অংশ হিসেবে ২৮ জুলাই, মঙ্গলবার প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করবে ‘কার বালিশে ঘুমাও’ গানটির ভিডিও। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্পø্যাশ এবং স্বাধীন মিউজিক অ্যাপ এ।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ , ৬ জিলহজ ১৪৪১, ২৮ জুলাই ২০২০

লুৎফর হাসানের

‘কার বালিশে ঘুমাও’

বিনোদন প্রতিবেদক |

image

কণ্ঠশিল্পী লুৎফর হাসান গান লিখেন, সুর করেন এবং গেয়ে থাকেন। এ পর্যন্ত তার একক অ্যালবামের সংখ্যা সাতটি। মিক্সড অ্যালবাম ৫০ এর অধিক। সিঙ্গেল ট্র্যাকের জোয়ার শুরু হলে প্রতি উৎসবেই তিনি গান প্রকাশ করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘কার বালিশে ঘুমাও’। নিজের লেখা ও সুরে লুৎফর হাসান এই গান গেয়েছেন আমজাদ হোসেনের সংগীতে। গানের ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে প্রকাশ পাচ্ছে গানটি। গানটি প্রসঙ্গে লুৎফর হাসান জানালেন, - প্রেমিক হৃদয়ের আক্ষেপ আর আকুলতার গান ‘কার বালিশে ঘুমাও’। মনমুগ্ধকর লোকেশনে চিত্রায়ন করা হয়েছে গানটির ভিডিও। আশা করছি সবার ভালো লাগবে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) ঈদ উৎসবের অংশ হিসেবে ২৮ জুলাই, মঙ্গলবার প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করবে ‘কার বালিশে ঘুমাও’ গানটির ভিডিও। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্পø্যাশ এবং স্বাধীন মিউজিক অ্যাপ এ।