সাক্ষাৎকার

মৌসুমী মৌ একজন নাট্যকর্মী এবং সঙ্গীতশিল্পী। স্টেজে অনেক গান করার অভিজ্ঞতা থাকলেও এবার ঈদে প্রকাশ পেল তার প্রথম মৌলিক গান। প্লাবন কোরেশীর কথা ও সুরে মৌয়ের ‘কণ্ঠে তুই বড় সার্থপর’ শিরোনামে এই গানটি গতকাল জি সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে। প্রকাশিত গান ও অন্যান্য প্রসঙ্গে এই শিল্পীর সঙ্গে কথা বলেছেন নিথর মাহবুব

এবার ঈদে প্রকাশিত গান নিয়ে কিছু বলুন

প্লাবন কোরেশীর কথা ও সুরে এ.আর সারোয়ারের মিউজিকে আমার প্রথম মৌলিক গান জি সিরিজের ব্যানারে রিলিজ হলো। অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো। খুব ভালো লাগছে। অনেকেই গান শুনে ভরসা দিচ্ছে। বাকিটা দর্শকদের কাছে। করোনা মহামারীর সংকটের ঈদ এটা, তার মধ্যেও একটু ভালো লাগা কাজ করছে। ঈদের পর আমার আরও একটা কাভার গান রিলিজ হবে বলে চুক্তিবদ্ধ হয়েছি।

শিল্প সংস্কৃতি অঙ্গনে যুক্ত হলেন কীভাবে?

ছোট থেকেই গান পছন্দ করি। আমার প্রথম গানের হাতেখড়ি আমার মায়ের কাছে। তারপর আমার এলাকার গুরু রুপ কুমার সাহা এখন ঢাকায় ক্লাসিক্যাল গুরু ওস্তাদ অশীত দে, ফোক গানের ওস্তাদ শফী মণ্ডল। আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গানের শিল্পী হিসেবে অ্যানলিস্টেড হয়েছি এবং এখানেই গানের তালিম নিচ্ছি।

কোন ধরনের গান বেশি পছন্দ?

ফোক গানে দেশ ও মাটির গন্ধ পাই, তাই আমার ফোক গান বেশি পছন্দ। স্টেজে ফোক গান সঙ্গে দর্শকদের অনুরোধে হিন্দি গান বেশি গাওয়া হয়।

ফোক গানে দেশ ও মাটির গন্ধ পাই

মৌসুমী মৌ

ঢাকায় আসা হয় কীভাবে?

ফরিদপুর জেলায় জন্ম আমার। স্কুল-কলেজ ফরিদপুরে। ২০১৩ ঢাকাতে এসে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আইন বিষয়ে আনার্স কমপ্লিট করেছি। ঢাকায় আসার উদ্দেশ্য ছিল আইন বিষয়ে পড়াশোনা করে কোর্ট প্রাকটিস করা, আমার অভিনয় ও গানকে বাঁচিয়ে রাখা।

আপনার থিয়েটার চর্চা নিয়ে বলুন

থিয়েটারে যুক্ত হয়েছি ২০১৪ সাল থেকে কর্মশালার মাধ্যমে। দলের নাম প্রাঙ্গণেমোর। আমি দলের ৩টা প্রযোজনায় নিয়মিত কাজ করছি। এগুলো হলো- বিবাদী সারগাম, কনডেম সেল, হাছোন জানের রাজা।

ঈদের টিভি পর্দায় কী কাজ করেছেন?

দুটি নাটক ঈদে প্রচারে আসছে। একটি ‘পাহারাদার’, রচনা ও পরিচালনায় আদিবাসী মিজান, আরেকটি ‘সমাপ্তি’ রচনা ও পরিচালনায় জে.এস. মিশু। এ যাবত ইত্যাদি অনুষ্ঠানসহ ৩০-৪০টা নাটক ও কিছু সিরিয়ালে অভিনয় করেছি।

সামনের দিনগুলোর পরিকল্পনা নিয়ে বলুন

থিয়েটার চর্চা ধরে রাখতে চাই। গান ও অভিনয় নিয়ে থাকতে চাই। অভিনয় গান দুটি নিয়েই আমি যুদ্ধ করে যাচ্ছি।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ , ৮ জিলহজ ১৪৪১, ৩০ জুলাই ২০২০

সাক্ষাৎকার

image

মৌসুমী মৌ একজন নাট্যকর্মী এবং সঙ্গীতশিল্পী। স্টেজে অনেক গান করার অভিজ্ঞতা থাকলেও এবার ঈদে প্রকাশ পেল তার প্রথম মৌলিক গান। প্লাবন কোরেশীর কথা ও সুরে মৌয়ের ‘কণ্ঠে তুই বড় সার্থপর’ শিরোনামে এই গানটি গতকাল জি সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে। প্রকাশিত গান ও অন্যান্য প্রসঙ্গে এই শিল্পীর সঙ্গে কথা বলেছেন নিথর মাহবুব

এবার ঈদে প্রকাশিত গান নিয়ে কিছু বলুন

প্লাবন কোরেশীর কথা ও সুরে এ.আর সারোয়ারের মিউজিকে আমার প্রথম মৌলিক গান জি সিরিজের ব্যানারে রিলিজ হলো। অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো। খুব ভালো লাগছে। অনেকেই গান শুনে ভরসা দিচ্ছে। বাকিটা দর্শকদের কাছে। করোনা মহামারীর সংকটের ঈদ এটা, তার মধ্যেও একটু ভালো লাগা কাজ করছে। ঈদের পর আমার আরও একটা কাভার গান রিলিজ হবে বলে চুক্তিবদ্ধ হয়েছি।

শিল্প সংস্কৃতি অঙ্গনে যুক্ত হলেন কীভাবে?

ছোট থেকেই গান পছন্দ করি। আমার প্রথম গানের হাতেখড়ি আমার মায়ের কাছে। তারপর আমার এলাকার গুরু রুপ কুমার সাহা এখন ঢাকায় ক্লাসিক্যাল গুরু ওস্তাদ অশীত দে, ফোক গানের ওস্তাদ শফী মণ্ডল। আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গানের শিল্পী হিসেবে অ্যানলিস্টেড হয়েছি এবং এখানেই গানের তালিম নিচ্ছি।

কোন ধরনের গান বেশি পছন্দ?

ফোক গানে দেশ ও মাটির গন্ধ পাই, তাই আমার ফোক গান বেশি পছন্দ। স্টেজে ফোক গান সঙ্গে দর্শকদের অনুরোধে হিন্দি গান বেশি গাওয়া হয়।

ফোক গানে দেশ ও মাটির গন্ধ পাই

মৌসুমী মৌ

ঢাকায় আসা হয় কীভাবে?

ফরিদপুর জেলায় জন্ম আমার। স্কুল-কলেজ ফরিদপুরে। ২০১৩ ঢাকাতে এসে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আইন বিষয়ে আনার্স কমপ্লিট করেছি। ঢাকায় আসার উদ্দেশ্য ছিল আইন বিষয়ে পড়াশোনা করে কোর্ট প্রাকটিস করা, আমার অভিনয় ও গানকে বাঁচিয়ে রাখা।

আপনার থিয়েটার চর্চা নিয়ে বলুন

থিয়েটারে যুক্ত হয়েছি ২০১৪ সাল থেকে কর্মশালার মাধ্যমে। দলের নাম প্রাঙ্গণেমোর। আমি দলের ৩টা প্রযোজনায় নিয়মিত কাজ করছি। এগুলো হলো- বিবাদী সারগাম, কনডেম সেল, হাছোন জানের রাজা।

ঈদের টিভি পর্দায় কী কাজ করেছেন?

দুটি নাটক ঈদে প্রচারে আসছে। একটি ‘পাহারাদার’, রচনা ও পরিচালনায় আদিবাসী মিজান, আরেকটি ‘সমাপ্তি’ রচনা ও পরিচালনায় জে.এস. মিশু। এ যাবত ইত্যাদি অনুষ্ঠানসহ ৩০-৪০টা নাটক ও কিছু সিরিয়ালে অভিনয় করেছি।

সামনের দিনগুলোর পরিকল্পনা নিয়ে বলুন

থিয়েটার চর্চা ধরে রাখতে চাই। গান ও অভিনয় নিয়ে থাকতে চাই। অভিনয় গান দুটি নিয়েই আমি যুদ্ধ করে যাচ্ছি।