এফিডিসি ফিরে পেল আসল চেহারা

এফডিসি হল সিনেমার অঙ্গন। সিনেমার শুটিংসহ সিনেমা সংক্রান্ত নানা কাজে ব্যস্ত থাকে এই অঙ্গন। কিন্তু চলচ্চিত্রের মন্দা অবস্থার কারণে এফডিসিতে আগের মতো জমজমাট অবস্থা নেই। অনেকাংশেই কমে গেছে সিনেমার শুটিং। তাই একসময়ের কোলাহলে মুখর এফডিসির চিত্র এখন আর দেখা যায় না। এর মধ্যে আবার করোনা এসে একেবারেই নীরব, নিস্তব্ধ করে দিয়েছে এফডিসিকে। মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে মার্চের ২৬ তারিখ থেকে এফডিসি বন্ধ ছিল। চলচ্চিত্রের শুটিংসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। টানা দুই মাস সাধারণ ছুটি শেষে দাপ্তরিক কার্যক্রম ও শুটিংয়ের অনুমতি মিললেও গত দুই মাসে এফডিসিতে কোনো সিনেমার শুটিং হয়নি, আলো জ্বলেনি এফডিসির শুটিং ফ্লোরগুলোতে। তবে ১০ আগস্ট থেকে এফডিসিতে দুটি সিনেমার শুটিং শুরু হয়েছে। এছাড়াও একটি সিনেমার ডাবিং চলছে। দুটিং ফ্লোর প্রস্তুত হচ্ছে শুটিংয়ের জন্য। ফলে এফিডিসি ফিরে পাচ্ছে তার পুরোনো চেহারা। এফডিসির ৮ নাম্বার ফ্লোরে চলছে ‘আগস্ট ১৯৭৫’ সিনেমার কাজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ভয়াল সেই রাতের ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এই সিনেমা পরিচালনা করেছেন সেলিম খান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ প্রমুখ।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ , ২২ জিলহজ ১৪৪১, ২৯ শ্রাবণ ১৪২৭

এফিডিসি ফিরে পেল আসল চেহারা

বিনোদন প্রতিবেদক |

image

এফডিসি হল সিনেমার অঙ্গন। সিনেমার শুটিংসহ সিনেমা সংক্রান্ত নানা কাজে ব্যস্ত থাকে এই অঙ্গন। কিন্তু চলচ্চিত্রের মন্দা অবস্থার কারণে এফডিসিতে আগের মতো জমজমাট অবস্থা নেই। অনেকাংশেই কমে গেছে সিনেমার শুটিং। তাই একসময়ের কোলাহলে মুখর এফডিসির চিত্র এখন আর দেখা যায় না। এর মধ্যে আবার করোনা এসে একেবারেই নীরব, নিস্তব্ধ করে দিয়েছে এফডিসিকে। মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে মার্চের ২৬ তারিখ থেকে এফডিসি বন্ধ ছিল। চলচ্চিত্রের শুটিংসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। টানা দুই মাস সাধারণ ছুটি শেষে দাপ্তরিক কার্যক্রম ও শুটিংয়ের অনুমতি মিললেও গত দুই মাসে এফডিসিতে কোনো সিনেমার শুটিং হয়নি, আলো জ্বলেনি এফডিসির শুটিং ফ্লোরগুলোতে। তবে ১০ আগস্ট থেকে এফডিসিতে দুটি সিনেমার শুটিং শুরু হয়েছে। এছাড়াও একটি সিনেমার ডাবিং চলছে। দুটিং ফ্লোর প্রস্তুত হচ্ছে শুটিংয়ের জন্য। ফলে এফিডিসি ফিরে পাচ্ছে তার পুরোনো চেহারা। এফডিসির ৮ নাম্বার ফ্লোরে চলছে ‘আগস্ট ১৯৭৫’ সিনেমার কাজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ভয়াল সেই রাতের ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এই সিনেমা পরিচালনা করেছেন সেলিম খান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ প্রমুখ।