৭৫-এ নায়িকা শবনম

বাংলাদেশ ও পাকিস্তানের সিনেমার নন্দিত নায়িকা শবনম আজ তার জীবন চলার পথে ৭৫ বছরে পা রাখছেন। তবে দিনটিকে ঘিরে তার কোন উচ্ছ্বাস নেই, আনন্দ নেই। শবনম বলেন, ‘এই বয়সে আসলে জন্মদিনকে ঘিরে তেমন কোন উচ্ছ্বাস বা আনন্দ থাকে না। তবে যেহেতু দীর্ঘদিন ঘর থেকে বের হওয়াই হয় না, তাই একমাত্র ছেলে রনিকে সঙ্গে নিয়ে আজ বাইরে কোথাও একসঙ্গে ডিনার করার প্রবল আগ্রহ রয়েছে। দেখা যাক কী হয়।’ বাংলাদেশের ‘নাচের পুতুল’খ্যাত নায়িকা শবনম এখনো ভালো গল্পের সিনেমায় কাজ করার অপেক্ষায় আছেন। কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমাতে অভিনয়ের পর বিগত প্রায় বাইশ বছরে আর কোন নতুন সিনেমাতে অভিনয়ে দেখা মিলেনি শবনমের।

হাতে কাজ আসলেও সেটা পছন্দ না হলে বা মৌলিক গল্প না হলে ফিরিয়ে দেন শবনম। অশোক ঘোষ পরিচালিত ‘নাচের পুতুল’ সিনেমায় নায়ক রাজ রাজ্জাকের লিপে মাহমুদুন্নবীর গাওয়া ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’ গানটি এখনো দারুণ জনপ্রিয়। আর অভিনয় জীবনের দীর্ঘ একটি সময় তিনি পাকিস্তানের সিনেমাতে অভিনয় করেছেন। সেখানকার দর্শকের কাছে এক মহান নায়িকার নাম শবনম। সেখানে সিনেমাতে অভিনয়ের জন্য পেয়েছেন সর্বোচ্চ ১১বার নিগার অ্যাওয়ার্ড। কিন্তু এখনো শবনম বাংলাদেশের সিনেমায় কাজ করার জন্য প্রবল আগ্রহী।

শবনম বলেন, ‘আম্মাজান’ আমার অভিনীত সর্বশেষ সিনেমা। এটি যেমন দর্শকের কাছে মাইলফলক হয়ে আছে। আমার বিশ^াস যদি ভালো গল্পে অভিনয় করার সুযোগ মিলে, তবে সেই সিনেমাও মাইলফলক হবে। তবে কষ্টের কথা হচ্ছে দিন দিন সিনেমা হলের সংখ্যা কমেই যাচ্ছে।

কী যে হবে আমাদের আগামীদিনের সিনেমা ইন্ডাষ্ট্রি, তা একমাত্র ঈশ^রই জানেন।’ এদিকে পাকিস্তানে একটি টিভি সিরিয়ালে কাজ করছিলেন শবনম। কিন্তু আপাতত সেই সিরিয়ালের কাজও বন্ধ আছে। কথা ছিলো পাকিস্তানের একটি সিনেমাতেও কাজ করার। তার নিজের অভিনীত একটি সিনেমার রিমেকে অভিনয়েরও কথা ছিলো। কিন্তু আপাতত সব প্রোজেক্টরই কাজ স্থগিত আছে। করোনার এই দিনগুলোতে শবনম রাজধানীর বারিধারাতে নিজের বাসাতেই অবস্থান করছেন। খুব জরুরি প্রয়োজন ছাড়া একেবারেই বাসা থেকে বের হচ্ছেন না। সঙ্গে আছেন তার একমাত্র ছেলে রনি।

সোমবার, ১৭ আগস্ট ২০২০ , ২৬ জিলহজ ১৪৪১, ০২ ভাদ্র ১৪২৭

৭৫-এ নায়িকা শবনম

বিনোদন প্রতিবেদক |

image

বাংলাদেশ ও পাকিস্তানের সিনেমার নন্দিত নায়িকা শবনম আজ তার জীবন চলার পথে ৭৫ বছরে পা রাখছেন। তবে দিনটিকে ঘিরে তার কোন উচ্ছ্বাস নেই, আনন্দ নেই। শবনম বলেন, ‘এই বয়সে আসলে জন্মদিনকে ঘিরে তেমন কোন উচ্ছ্বাস বা আনন্দ থাকে না। তবে যেহেতু দীর্ঘদিন ঘর থেকে বের হওয়াই হয় না, তাই একমাত্র ছেলে রনিকে সঙ্গে নিয়ে আজ বাইরে কোথাও একসঙ্গে ডিনার করার প্রবল আগ্রহ রয়েছে। দেখা যাক কী হয়।’ বাংলাদেশের ‘নাচের পুতুল’খ্যাত নায়িকা শবনম এখনো ভালো গল্পের সিনেমায় কাজ করার অপেক্ষায় আছেন। কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমাতে অভিনয়ের পর বিগত প্রায় বাইশ বছরে আর কোন নতুন সিনেমাতে অভিনয়ে দেখা মিলেনি শবনমের।

হাতে কাজ আসলেও সেটা পছন্দ না হলে বা মৌলিক গল্প না হলে ফিরিয়ে দেন শবনম। অশোক ঘোষ পরিচালিত ‘নাচের পুতুল’ সিনেমায় নায়ক রাজ রাজ্জাকের লিপে মাহমুদুন্নবীর গাওয়া ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’ গানটি এখনো দারুণ জনপ্রিয়। আর অভিনয় জীবনের দীর্ঘ একটি সময় তিনি পাকিস্তানের সিনেমাতে অভিনয় করেছেন। সেখানকার দর্শকের কাছে এক মহান নায়িকার নাম শবনম। সেখানে সিনেমাতে অভিনয়ের জন্য পেয়েছেন সর্বোচ্চ ১১বার নিগার অ্যাওয়ার্ড। কিন্তু এখনো শবনম বাংলাদেশের সিনেমায় কাজ করার জন্য প্রবল আগ্রহী।

শবনম বলেন, ‘আম্মাজান’ আমার অভিনীত সর্বশেষ সিনেমা। এটি যেমন দর্শকের কাছে মাইলফলক হয়ে আছে। আমার বিশ^াস যদি ভালো গল্পে অভিনয় করার সুযোগ মিলে, তবে সেই সিনেমাও মাইলফলক হবে। তবে কষ্টের কথা হচ্ছে দিন দিন সিনেমা হলের সংখ্যা কমেই যাচ্ছে।

কী যে হবে আমাদের আগামীদিনের সিনেমা ইন্ডাষ্ট্রি, তা একমাত্র ঈশ^রই জানেন।’ এদিকে পাকিস্তানে একটি টিভি সিরিয়ালে কাজ করছিলেন শবনম। কিন্তু আপাতত সেই সিরিয়ালের কাজও বন্ধ আছে। কথা ছিলো পাকিস্তানের একটি সিনেমাতেও কাজ করার। তার নিজের অভিনীত একটি সিনেমার রিমেকে অভিনয়েরও কথা ছিলো। কিন্তু আপাতত সব প্রোজেক্টরই কাজ স্থগিত আছে। করোনার এই দিনগুলোতে শবনম রাজধানীর বারিধারাতে নিজের বাসাতেই অবস্থান করছেন। খুব জরুরি প্রয়োজন ছাড়া একেবারেই বাসা থেকে বের হচ্ছেন না। সঙ্গে আছেন তার একমাত্র ছেলে রনি।