রুনা লায়লা’র গান নিজের কণ্ঠে গাইলেন হৈমন্তী

এই প্রজন্মের সংগীতশিল্পী চট্টগ্রামের মেয়ে হৈমন্তী রক্ষিত। হৈমন্তী রক্ষিতের দীর্ঘদিন ধরে স্বপ্ন ছিল রুনা লায়লার একটি গান নিজের কণ্ঠে তুলে নিয়ে তা ইউটিউবে প্রকাশ করার। বেশকিছুদিন যাবতই হৈমন্তী রক্ষিত ‘হৈমন্তী’ (HAIMANTI) নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন। এই চ্যানেলেই সম্প্রতি তিনি রুনা লায়লার একটি গান নিজের কণ্ঠে তুলে নিয়ে তারই চ্যানেলে প্রকাশ করেছেন। বাংলাদেশ কানাডার যৌথ প্রযোজনার সিনেমা এহতেশাম ও অম্ব্রিস সাঙ্গাল পরিচালিত মধুমিতা মুভিজ পরিবেশিত ‘দূরদেশ’এ ববিতার লিপে রুনা লায়লার গাওয়া ‘দুশমনী করোনা প্রিয়তম’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল সিনেমাটি মুক্তির সময়। আহমাদ জামান চৌধুরীর লেখা উষা খান্না’র সুর করা এই গানটিই টিংকু আজিজের নতুন সংগীতায়োজনে গেয়েছেন হৈমন্তী। এরই মধ্যে গানটি তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। হৈমন্তী বলেন, ‘রুনা লায়লা ম্যাডাম আমার ভীষণ শ্রদ্ধার, ভালোলাগার একজন প্রিয় সংগীতশিল্পী। তিনি আমাদের

সংগীতাঙ্গনের আইকন, আমার গানের অনুপ্রেরণা তিনি। ছোটবেলা থেকেই আমি তার ব্যক্তিত্বের, তার গানের ভীষণ ভক্ত। আমার পরম সৌভাগ্য হয়েছিল তারই সামনে গান পরিবেশন করার। দীর্ঘদিনের ইচ্ছে ছিল তার কোন গান নতুন সংগীতায়োজনে নিজের কণ্ঠে তুলে নেয়া। শেষমেষ দুশমনী করোনা গানটি নিজের কণ্ঠে তুলে নিলাম। এই গানটি আমার ভীষণ প্রিয় একটি গান। জানি ম্যাডামের মতো এতো ভালোভাবে কোনদিনই গাওয়া সম্ভব নয়। তবুও মনের ইচ্ছেটা পূরণ করেছি শুধু। ম্যাডামের কান পর্যন্ত গানটি পৌঁছালেই আমার কষ্ট সার্থক হবে, আমি ধন্য হবো।’ এদিকে গেল সপ্তাহেই একটি ইউটিউব চ্যানেলে আসিফের সঙ্গে হৈমন্তীর নতুন গান ‘সুখে থাকা বাকি’ গানটি প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান এবং সুর করেছেন আশিকুর রহমান। প্রকাশিত হয়েছে হৈমন্তীর কণ্ঠে রবীন্দ্র সংগীত ‘আমারও পরাণ যাহা চায়’ এবং অভি আকাশের লেখা ও সুরে ‘হৃদয় শহর’ নামের নতুন একটি গান।

রবিবার, ২৩ আগস্ট ২০২০ , ৩ মহররম ১৪৪২, ২৩ আগস্ট ২০২০

রুনা লায়লা’র গান নিজের কণ্ঠে গাইলেন হৈমন্তী

বিনোদন প্রতিবেদক |

image

এই প্রজন্মের সংগীতশিল্পী চট্টগ্রামের মেয়ে হৈমন্তী রক্ষিত। হৈমন্তী রক্ষিতের দীর্ঘদিন ধরে স্বপ্ন ছিল রুনা লায়লার একটি গান নিজের কণ্ঠে তুলে নিয়ে তা ইউটিউবে প্রকাশ করার। বেশকিছুদিন যাবতই হৈমন্তী রক্ষিত ‘হৈমন্তী’ (HAIMANTI) নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন। এই চ্যানেলেই সম্প্রতি তিনি রুনা লায়লার একটি গান নিজের কণ্ঠে তুলে নিয়ে তারই চ্যানেলে প্রকাশ করেছেন। বাংলাদেশ কানাডার যৌথ প্রযোজনার সিনেমা এহতেশাম ও অম্ব্রিস সাঙ্গাল পরিচালিত মধুমিতা মুভিজ পরিবেশিত ‘দূরদেশ’এ ববিতার লিপে রুনা লায়লার গাওয়া ‘দুশমনী করোনা প্রিয়তম’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল সিনেমাটি মুক্তির সময়। আহমাদ জামান চৌধুরীর লেখা উষা খান্না’র সুর করা এই গানটিই টিংকু আজিজের নতুন সংগীতায়োজনে গেয়েছেন হৈমন্তী। এরই মধ্যে গানটি তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। হৈমন্তী বলেন, ‘রুনা লায়লা ম্যাডাম আমার ভীষণ শ্রদ্ধার, ভালোলাগার একজন প্রিয় সংগীতশিল্পী। তিনি আমাদের

সংগীতাঙ্গনের আইকন, আমার গানের অনুপ্রেরণা তিনি। ছোটবেলা থেকেই আমি তার ব্যক্তিত্বের, তার গানের ভীষণ ভক্ত। আমার পরম সৌভাগ্য হয়েছিল তারই সামনে গান পরিবেশন করার। দীর্ঘদিনের ইচ্ছে ছিল তার কোন গান নতুন সংগীতায়োজনে নিজের কণ্ঠে তুলে নেয়া। শেষমেষ দুশমনী করোনা গানটি নিজের কণ্ঠে তুলে নিলাম। এই গানটি আমার ভীষণ প্রিয় একটি গান। জানি ম্যাডামের মতো এতো ভালোভাবে কোনদিনই গাওয়া সম্ভব নয়। তবুও মনের ইচ্ছেটা পূরণ করেছি শুধু। ম্যাডামের কান পর্যন্ত গানটি পৌঁছালেই আমার কষ্ট সার্থক হবে, আমি ধন্য হবো।’ এদিকে গেল সপ্তাহেই একটি ইউটিউব চ্যানেলে আসিফের সঙ্গে হৈমন্তীর নতুন গান ‘সুখে থাকা বাকি’ গানটি প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান এবং সুর করেছেন আশিকুর রহমান। প্রকাশিত হয়েছে হৈমন্তীর কণ্ঠে রবীন্দ্র সংগীত ‘আমারও পরাণ যাহা চায়’ এবং অভি আকাশের লেখা ও সুরে ‘হৃদয় শহর’ নামের নতুন একটি গান।