৩ জেলায় নতুন শনাক্ত ৫৪

ঝালকাঠিতে সিভিল সার্জনসহ ১৩

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৫৯৭ জনের করোনা শনাক্ত হল। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে সিভিল সার্জনের গাড়ি চালক ও অফিস সহায়ক করোনায় আক্রান্ত হন। এরপরে সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীর কাশি হলে বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। শনিবার দুপুরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, আমি বর্তমানে পিরোজপুরে বাসায় আইসোলেশনে রয়েছি। আমার কাশি ছাড়া অন্য কোন উপসর্গ নেই।

কিশোরগঞ্জে ২৯

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন ২৯ জন সুস্থও হয়েছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, শনিবার রাতে পাওয়া ১৪৮টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ভৈরবে ৮ জন, সদর উপজেলায় ৬ জন কটিয়াদীতে ৬ জন, হোসেনপুর, পাকুন্দিয়া ও তাড়াইলে ২ জন করে এবং বাজিতপুরে একজন আক্রন্ত হয়েছেন। আর সুস্থ হওয়া ২৯ জনের মধ্যে আছেন সদর উপজেলায় ২২ জন, বাজিতপুরে ৫ জন আর ভৈরবে ২ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছিলেন ২,৪২৬ জন, মারা গেছেন ৪৩ জন, আর সুস্থ হয়েছেন ২,১১২ জন। ফলে শনিবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ২৭১ জন।

বাগেরহাটে ৯

প্রতিনিধি, বাগেরহাট

বৈশি^ক মহামারী করোনাভাইরাসে বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টার রিপোর্টে করোনা পজেটিভ হয়েছেন আরো ৯ জন। এ নিয়ে বাগেরহাট জেলায় রবিবার সকাল পর্যন্ত মোট করোনা পজেটিভের সংখ্যা দাঁড়াল ৮৪৯ জন। বাগেরহাট সিভিল সার্জন ডা. কে এম হুমাউন কবির রবিবার দুপুরে বলেন সকালে খুলনা পিসিআর ল্যাব থেকে ৯ জনের করোনা সংক্রমিত হওয়ার রিপোর্ট এসেছে। ফলে জেলায় মোট ৮৪৯ জন করোনা পজিটিভ হলেন।

নবাবগঞ্জে ৫

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ৪৮৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪১০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৭ জন। গত শনিবার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার, ২৪ আগস্ট ২০২০ , ৪ মহররম ১৪৪২, ২৪ আগস্ট ২০২০

৩ জেলায় নতুন শনাক্ত ৫৪

ঝালকাঠিতে সিভিল সার্জনসহ ১৩

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৫৯৭ জনের করোনা শনাক্ত হল। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে সিভিল সার্জনের গাড়ি চালক ও অফিস সহায়ক করোনায় আক্রান্ত হন। এরপরে সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীর কাশি হলে বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। শনিবার দুপুরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, আমি বর্তমানে পিরোজপুরে বাসায় আইসোলেশনে রয়েছি। আমার কাশি ছাড়া অন্য কোন উপসর্গ নেই।

কিশোরগঞ্জে ২৯

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন ২৯ জন সুস্থও হয়েছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, শনিবার রাতে পাওয়া ১৪৮টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ভৈরবে ৮ জন, সদর উপজেলায় ৬ জন কটিয়াদীতে ৬ জন, হোসেনপুর, পাকুন্দিয়া ও তাড়াইলে ২ জন করে এবং বাজিতপুরে একজন আক্রন্ত হয়েছেন। আর সুস্থ হওয়া ২৯ জনের মধ্যে আছেন সদর উপজেলায় ২২ জন, বাজিতপুরে ৫ জন আর ভৈরবে ২ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছিলেন ২,৪২৬ জন, মারা গেছেন ৪৩ জন, আর সুস্থ হয়েছেন ২,১১২ জন। ফলে শনিবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ২৭১ জন।

বাগেরহাটে ৯

প্রতিনিধি, বাগেরহাট

বৈশি^ক মহামারী করোনাভাইরাসে বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টার রিপোর্টে করোনা পজেটিভ হয়েছেন আরো ৯ জন। এ নিয়ে বাগেরহাট জেলায় রবিবার সকাল পর্যন্ত মোট করোনা পজেটিভের সংখ্যা দাঁড়াল ৮৪৯ জন। বাগেরহাট সিভিল সার্জন ডা. কে এম হুমাউন কবির রবিবার দুপুরে বলেন সকালে খুলনা পিসিআর ল্যাব থেকে ৯ জনের করোনা সংক্রমিত হওয়ার রিপোর্ট এসেছে। ফলে জেলায় মোট ৮৪৯ জন করোনা পজিটিভ হলেন।

নবাবগঞ্জে ৫

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ৪৮৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪১০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৭ জন। গত শনিবার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।