পাঁচটি সংসদীয় আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ১৪১ জন

ঢাকা-১৮তে ৫৬ জন

শূন্য হওয়া সংসদীয় পাঁচটি আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৪১ জন প্রার্থী। এরমধ্যে সর্বোচ্চ মনোনয়ন প্রত্যাশী ঢাকা-১৮ আসনে ৫৬ জন এবং সর্বনি¤œ সিরাজগঞ্জ-১ আসনে ৩ জন।

সংসদ সদস্যদের মৃত্যুর কারণে শূন্য হওয়া আসনগুলো হলোÑ ঢাকা-৫, ঢাকা-১৮, সিরাজগঞ্জ-১, পাবনা-৪ এবং নওগাঁ-৬। এই পাঁচটি আসনের উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের ফরম বিতরণ ও জমা দেয়ার সময় গতকাল শেষ হয়েছে। আওয়ামী লীগের দফতর সূত্রে জানা গেছে, ৫টি আসনের ফরম সংগ্রহকারী মোট ১৪১ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন। শীঘ্রই দলের মনোনয়ন বোর্ডের সভা ডেকে প্রার্থী চূড়ান্ত করা হবে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, পাঁচটি আসনের মধ্যে ঢাকা-১৮ আসনে সর্বোচ্চ ৫৬ জন, নওগাঁ-৬ আসনে ৩৪, পাবনা-৪ আসনে ২৮, ঢাকা-৫ আসনে ২০ জন এবং সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচনের জন্য ৩ জন দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। প্রতিটি মনোনয়ন ফরম মূল্য ছিল ৩০ হাজার টাকা। এসব আসনে মনোনয়ন ফরম বিক্রি করে দলটির ফান্ডে জমা হয়েছে ৪২ লাখ ৩০ হাজার টাকা।

সিরাজগঞ্জ-১ আসনের জন্য প্রয়াত মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শাকিল জয়, নাসিমের বড় ভাই মোহাম্মদ সেলিমের পুত্র শেহরিন সেলিম ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অমিত কুমার দেব আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ঢাকা-১৮ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিব হাসান, নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের খান, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিমা ফেরদৌসী প্রমুখ।

ঢাকা-৫ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান মোল্লা সজল, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন প্রমুখ। পাবনা-৪ আসনে প্রয়াত সংসদ সদস্য শামসুর রহমান ডিলু পরিবারের ৫ জন মনোনয়ন সংগ্রহ করেন। তারা হলেনÑ ডিলুর স্ত্রী কামরুন্নাহার শরীফ, ছেলে গালিবুর রহমান শরীফ, মেয়ে মেহজাবিন শিরিন পিয়া, জামাতা আবুল কালাম আজাদ মিন্টু ও খালাতো ভাই বশির আহমেদ। এছাড়াও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রবিউল আলম বুদু, এএসএম নজরুল ইসলাম, সৈয়দ আলী জিরু প্রমুখ। নওগাঁ-৬ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রয়াত ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের ভোট অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর ঢাকা-৫ ও নওগাঁ- ৬ আসনের নির্বাচন হবে। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের তফসিল পরবর্তীতে ঘোষণা করা হবে উল্লেখ্য, পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু গত ২ এপ্রিল মৃত্যুবরণ করেন। ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মারা যান ৬ মে, ১৩ জুন মারা যান সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম। ৯ জুলাই মারা যান ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সাহারা খাতুন। সর্বশেষ গত ২৭ জুলাই মারা যান নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম।

সোমবার, ২৪ আগস্ট ২০২০ , ৪ মহররম ১৪৪২, ২৪ আগস্ট ২০২০

পাঁচটি সংসদীয় আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ১৪১ জন

ঢাকা-১৮তে ৫৬ জন

নিজস্ব বার্তা পরিবেশক |

শূন্য হওয়া সংসদীয় পাঁচটি আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৪১ জন প্রার্থী। এরমধ্যে সর্বোচ্চ মনোনয়ন প্রত্যাশী ঢাকা-১৮ আসনে ৫৬ জন এবং সর্বনি¤œ সিরাজগঞ্জ-১ আসনে ৩ জন।

সংসদ সদস্যদের মৃত্যুর কারণে শূন্য হওয়া আসনগুলো হলোÑ ঢাকা-৫, ঢাকা-১৮, সিরাজগঞ্জ-১, পাবনা-৪ এবং নওগাঁ-৬। এই পাঁচটি আসনের উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের ফরম বিতরণ ও জমা দেয়ার সময় গতকাল শেষ হয়েছে। আওয়ামী লীগের দফতর সূত্রে জানা গেছে, ৫টি আসনের ফরম সংগ্রহকারী মোট ১৪১ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন। শীঘ্রই দলের মনোনয়ন বোর্ডের সভা ডেকে প্রার্থী চূড়ান্ত করা হবে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, পাঁচটি আসনের মধ্যে ঢাকা-১৮ আসনে সর্বোচ্চ ৫৬ জন, নওগাঁ-৬ আসনে ৩৪, পাবনা-৪ আসনে ২৮, ঢাকা-৫ আসনে ২০ জন এবং সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচনের জন্য ৩ জন দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। প্রতিটি মনোনয়ন ফরম মূল্য ছিল ৩০ হাজার টাকা। এসব আসনে মনোনয়ন ফরম বিক্রি করে দলটির ফান্ডে জমা হয়েছে ৪২ লাখ ৩০ হাজার টাকা।

সিরাজগঞ্জ-১ আসনের জন্য প্রয়াত মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শাকিল জয়, নাসিমের বড় ভাই মোহাম্মদ সেলিমের পুত্র শেহরিন সেলিম ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অমিত কুমার দেব আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ঢাকা-১৮ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিব হাসান, নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের খান, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিমা ফেরদৌসী প্রমুখ।

ঢাকা-৫ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান মোল্লা সজল, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন প্রমুখ। পাবনা-৪ আসনে প্রয়াত সংসদ সদস্য শামসুর রহমান ডিলু পরিবারের ৫ জন মনোনয়ন সংগ্রহ করেন। তারা হলেনÑ ডিলুর স্ত্রী কামরুন্নাহার শরীফ, ছেলে গালিবুর রহমান শরীফ, মেয়ে মেহজাবিন শিরিন পিয়া, জামাতা আবুল কালাম আজাদ মিন্টু ও খালাতো ভাই বশির আহমেদ। এছাড়াও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রবিউল আলম বুদু, এএসএম নজরুল ইসলাম, সৈয়দ আলী জিরু প্রমুখ। নওগাঁ-৬ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রয়াত ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের ভোট অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর ঢাকা-৫ ও নওগাঁ- ৬ আসনের নির্বাচন হবে। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের তফসিল পরবর্তীতে ঘোষণা করা হবে উল্লেখ্য, পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু গত ২ এপ্রিল মৃত্যুবরণ করেন। ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মারা যান ৬ মে, ১৩ জুন মারা যান সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম। ৯ জুলাই মারা যান ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সাহারা খাতুন। সর্বশেষ গত ২৭ জুলাই মারা যান নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম।