সংসদীয় ৩টি আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

সংসদীয় ৩টি আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনে, ১৭ অক্টোবর ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল নির্বাচন কমিশনের সভা শেষে ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর এসব তথ্য জানান।

ইসি সচিব বলেন, ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের তফসিল সময়মতো ঘোষণা করা হবে। সচিব জানান, করোনা পরিস্থিতিতে কোন নির্বাচনে পথসভা, মিছিল, সভা সমাবেশ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া যাবে না। এদিকে চট্টগ্রাম সিটির প্রশাসকের মেয়াদ শেষ হলে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান কমিশন সচিব।

এদিকে করোনার কারণে ঢাকা-১৮ আসনের উপনির্বাচন আরও ৯০ দিন পিছিয়ে দেয়া হয়েছে। সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচন আগেই ৯০ দিন পিছিয়ে দিয়েছিল কমিশন।

সোমবার, ২৪ আগস্ট ২০২০ , ৪ মহররম ১৪৪২, ২৪ আগস্ট ২০২০

সংসদীয় ৩টি আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

নিজস্ব বার্তা পরিবেশক |

সংসদীয় ৩টি আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনে, ১৭ অক্টোবর ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল নির্বাচন কমিশনের সভা শেষে ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর এসব তথ্য জানান।

ইসি সচিব বলেন, ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের তফসিল সময়মতো ঘোষণা করা হবে। সচিব জানান, করোনা পরিস্থিতিতে কোন নির্বাচনে পথসভা, মিছিল, সভা সমাবেশ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া যাবে না। এদিকে চট্টগ্রাম সিটির প্রশাসকের মেয়াদ শেষ হলে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান কমিশন সচিব।

এদিকে করোনার কারণে ঢাকা-১৮ আসনের উপনির্বাচন আরও ৯০ দিন পিছিয়ে দেয়া হয়েছে। সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচন আগেই ৯০ দিন পিছিয়ে দিয়েছিল কমিশন।