৫ জেলায় শনাক্ত ৪০

বেগমগঞ্জে ১১

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর বেগমগঞ্জে দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় (রোববার) নতুন করে বেগমগঞ্জে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরও ১১ জন। এ উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৯১১ জন এবং এ পর্যন্ত মারা গেছে ২৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৩১ জন। আক্রান্তদের মধ্যে পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা অশিম কুমার দাশ জানান, অনেকেই প্রশাসনের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানার কারণেই এখানে দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত আরও ১১ জনসহ বেগমগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৯১১ জন এবং এ পর্যন্ত মারা গেছে ২৭ জন। শনাক্ত হওয়া ব্যক্তিদের বেশিরভাগই ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী,স্বাস্থ্য কর্মী ও জনপ্রতিনিধি। এটা খুবই উদ্বেগ ও আতঙ্কের বিষয় বলে উল্লেখ করেন ওই স্বাস্থ্য কর্মকর্তা।

চাঁপাইয়ে ৯

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬৬৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হলো। 

আর ৪২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ১১ জন।

মৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা গ্রামের মো. ফজর আলীর ছেলে মো. ইয়াসিন আলী।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, নতুন করে জেলায় ৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬৬৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হলো। আর ৪২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ১১ জন।

চুয়াডাঙ্গায় ১০

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় আরও ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন এক হাজার ১১৮ জন। ৩৫টি নমুনা পরীক্ষায় ১০ জন করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলার সদর উপজেলায় ৭ জন, আলমডাঙ্গা উপজেলায় ২ জন এবং দামুড়হুদা উপজেলায় ১ জন। গত রোববার রাতে এ তথ্য আসে বলে চুয়াডাঙ্গার সিভিল সার্জন অফিস নিশ্চিত করেছে।

ঝালকাঠিতে ৪

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠিতে রবিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে ঝালকাঠি জেলার মোট ৫৯৭ জন আক্রন্ত হলো। জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ২১২ জন, নলছিটি উপজেলায় ১২৮ জন, রাজাপুর উপজেলায় ১৮৯ জন, ও কাঠালিয়া উপজেলায় ৬৮ জন। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ২৯০৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং এর মধ্যে ২৮৯০ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ৫৯৭ জনের রিপোর্ট পজিটিভ ও ২২০৪ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে, বাতিল হয়েছে ৮০ এবং সুস্থ হয়েছেন ৩৫৭, মৃত্যু ১৪ জন । হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২২৪, হাসপাতাল আইসোলেশনে রয়েছে ২ জন।

কিশোরগঞ্জে ৬

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

করোনা পরীক্ষায় কিশোরগঞ্জে অনেকদিন পর একটি স্বস্তির ফলাফল মিলেছে। ৯৩টি নমুনা পরীক্ষায় মাত্র ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর বিপরীতে সুস্থ হয়েছেন ২৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাব থেকে গত রোববার রাতে পাওয়া ৯৩টি নমুনার পরীক্ষার ফলাফলে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৩ জন এবং করিমগঞ্জ, পাকুন্দিয়া ও ভৈরবে একজন করে। সুস্থ হওয়া ২৩ জনের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, পাকুন্দিয়ায় ৪ জন, ভৈরবে ৩ জন, আর কুলিয়ারচরে একজন। রোববার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ২৫৪ জন।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ , ৫ মহররম ১৪৪২, ২৫ আগস্ট ২০২০

৫ জেলায় শনাক্ত ৪০

বেগমগঞ্জে ১১

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর বেগমগঞ্জে দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় (রোববার) নতুন করে বেগমগঞ্জে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরও ১১ জন। এ উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৯১১ জন এবং এ পর্যন্ত মারা গেছে ২৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৩১ জন। আক্রান্তদের মধ্যে পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা অশিম কুমার দাশ জানান, অনেকেই প্রশাসনের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানার কারণেই এখানে দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত আরও ১১ জনসহ বেগমগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৯১১ জন এবং এ পর্যন্ত মারা গেছে ২৭ জন। শনাক্ত হওয়া ব্যক্তিদের বেশিরভাগই ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী,স্বাস্থ্য কর্মী ও জনপ্রতিনিধি। এটা খুবই উদ্বেগ ও আতঙ্কের বিষয় বলে উল্লেখ করেন ওই স্বাস্থ্য কর্মকর্তা।

চাঁপাইয়ে ৯

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬৬৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হলো। 

আর ৪২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ১১ জন।

মৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা গ্রামের মো. ফজর আলীর ছেলে মো. ইয়াসিন আলী।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, নতুন করে জেলায় ৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬৬৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হলো। আর ৪২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ১১ জন।

চুয়াডাঙ্গায় ১০

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় আরও ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন এক হাজার ১১৮ জন। ৩৫টি নমুনা পরীক্ষায় ১০ জন করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলার সদর উপজেলায় ৭ জন, আলমডাঙ্গা উপজেলায় ২ জন এবং দামুড়হুদা উপজেলায় ১ জন। গত রোববার রাতে এ তথ্য আসে বলে চুয়াডাঙ্গার সিভিল সার্জন অফিস নিশ্চিত করেছে।

ঝালকাঠিতে ৪

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠিতে রবিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে ঝালকাঠি জেলার মোট ৫৯৭ জন আক্রন্ত হলো। জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ২১২ জন, নলছিটি উপজেলায় ১২৮ জন, রাজাপুর উপজেলায় ১৮৯ জন, ও কাঠালিয়া উপজেলায় ৬৮ জন। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ২৯০৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং এর মধ্যে ২৮৯০ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ৫৯৭ জনের রিপোর্ট পজিটিভ ও ২২০৪ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে, বাতিল হয়েছে ৮০ এবং সুস্থ হয়েছেন ৩৫৭, মৃত্যু ১৪ জন । হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২২৪, হাসপাতাল আইসোলেশনে রয়েছে ২ জন।

কিশোরগঞ্জে ৬

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

করোনা পরীক্ষায় কিশোরগঞ্জে অনেকদিন পর একটি স্বস্তির ফলাফল মিলেছে। ৯৩টি নমুনা পরীক্ষায় মাত্র ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর বিপরীতে সুস্থ হয়েছেন ২৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাব থেকে গত রোববার রাতে পাওয়া ৯৩টি নমুনার পরীক্ষার ফলাফলে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৩ জন এবং করিমগঞ্জ, পাকুন্দিয়া ও ভৈরবে একজন করে। সুস্থ হওয়া ২৩ জনের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, পাকুন্দিয়ায় ৪ জন, ভৈরবে ৩ জন, আর কুলিয়ারচরে একজন। রোববার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ২৫৪ জন।