কচুয়া উপ. চেয়ারম্যান দুই মামলায় কারাগারে

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান শাহজাহান শিশিরকে দুই মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের উপ-সহকারী প্রকৌশলীকে মারধর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি নিয়ে চরম ঔদ্ধত্যপূর্ণ ও বিষোদগার করায় পৃথক দুই মামলায় গত মঙ্গলবার স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। গত মঙ্গলবার ২৫ আগস্ট দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে পৃথক দুই মামলার জামিন শুনানি শেষে এই নির্দেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সফিউল আজম ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ১৯ জুলাই চাঁদপুরের কচুয়া উপজেলা সদরের ‘কচুয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়’-এর নির্মাণ কাজ পরিদর্শনে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপায়ন দাস শুভ-এর উপস্থিতিতে বরখাস্ত হওয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশিরের মারধরের শিকার হন চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী নূরে আলম। প্রকৌশলী ঘটনার দিন রাতেই কচুয়া থানায় চেয়ারম্যান শাহজাহান শিশির, সহযোগী ইমাম হোসেন।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ , ৭ মহররম ১৪৪২, ২৭ আগস্ট ২০২০

কচুয়া উপ. চেয়ারম্যান দুই মামলায় কারাগারে

প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর)

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান শাহজাহান শিশিরকে দুই মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের উপ-সহকারী প্রকৌশলীকে মারধর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি নিয়ে চরম ঔদ্ধত্যপূর্ণ ও বিষোদগার করায় পৃথক দুই মামলায় গত মঙ্গলবার স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। গত মঙ্গলবার ২৫ আগস্ট দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে পৃথক দুই মামলার জামিন শুনানি শেষে এই নির্দেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সফিউল আজম ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ১৯ জুলাই চাঁদপুরের কচুয়া উপজেলা সদরের ‘কচুয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়’-এর নির্মাণ কাজ পরিদর্শনে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপায়ন দাস শুভ-এর উপস্থিতিতে বরখাস্ত হওয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশিরের মারধরের শিকার হন চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী নূরে আলম। প্রকৌশলী ঘটনার দিন রাতেই কচুয়া থানায় চেয়ারম্যান শাহজাহান শিশির, সহযোগী ইমাম হোসেন।