মাছরাঙার নতুন পরিকল্পনা

জন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছে মাছরাঙা টেলিভিশন। সেপ্টেম্বর মাস থেকে সপ্তাহে পাঁচ দিন একক নাটক এবং একদিন টেলিছবি প্রচার করবে চ্যানেলটি। ১ সেপ্টেম্বর থেকে প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ১১টায় একক নাটক প্রচার হবে বলে জানা গেছে। এর আগে প্রতি শুক্রবার রাত ৯টায় সাপ্তাহিক নাটক এবং শনিবার রাত সাড়ে ৮টায় টেলিছবি প্রচারের রীতি ছিল চ্যানেলটিতে। এখন তার সঙ্গে যুক্ত হলো আরও চারটি একক নাটক। ১ সেপ্টেম্বর রাত ১১টায় প্রচার হবে আপেল মাহমুদের রচনা ও মোহন আহমেদের পরিচালনায় নাটক ‘স্টোরি’। এতে নিশো ও মেহজাবীন চৌধুরী জুটি হয়ে অভিনয় করেছেন। নাটকের নতুন সূচি প্রসঙ্গে চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের ইনচার্জ এএম আরিফুর রহমান বলেন, ‘পথচলার শুরু থেকেই মাছরাঙা টেলিভিশন নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একক নাটক এবং টেলিছবি প্রচার করে আসছে। গল্পনির্ভর, রুচিশীল নাটক প্রচারের কারণে মাছরাঙা আলাদা দর্শক-শ্রেণি তৈরি করতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশে নাটকের দর্শক বেড়েছে। খ- নাটকের প্রতি দর্শকদের আগ্রহ বরাবরই বেশি। তাই আমরা এটি প্রচারে গুরুত্ব দিচ্ছি।’

শনিবার, ২৯ আগস্ট ২০২০ , ৯ মহররম ১৪৪২, ২৯ আগস্ট ২০২০

মাছরাঙার নতুন পরিকল্পনা

বিনোদন প্রতিবেদক |

image

জন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছে মাছরাঙা টেলিভিশন। সেপ্টেম্বর মাস থেকে সপ্তাহে পাঁচ দিন একক নাটক এবং একদিন টেলিছবি প্রচার করবে চ্যানেলটি। ১ সেপ্টেম্বর থেকে প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ১১টায় একক নাটক প্রচার হবে বলে জানা গেছে। এর আগে প্রতি শুক্রবার রাত ৯টায় সাপ্তাহিক নাটক এবং শনিবার রাত সাড়ে ৮টায় টেলিছবি প্রচারের রীতি ছিল চ্যানেলটিতে। এখন তার সঙ্গে যুক্ত হলো আরও চারটি একক নাটক। ১ সেপ্টেম্বর রাত ১১টায় প্রচার হবে আপেল মাহমুদের রচনা ও মোহন আহমেদের পরিচালনায় নাটক ‘স্টোরি’। এতে নিশো ও মেহজাবীন চৌধুরী জুটি হয়ে অভিনয় করেছেন। নাটকের নতুন সূচি প্রসঙ্গে চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের ইনচার্জ এএম আরিফুর রহমান বলেন, ‘পথচলার শুরু থেকেই মাছরাঙা টেলিভিশন নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একক নাটক এবং টেলিছবি প্রচার করে আসছে। গল্পনির্ভর, রুচিশীল নাটক প্রচারের কারণে মাছরাঙা আলাদা দর্শক-শ্রেণি তৈরি করতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশে নাটকের দর্শক বেড়েছে। খ- নাটকের প্রতি দর্শকদের আগ্রহ বরাবরই বেশি। তাই আমরা এটি প্রচারে গুরুত্ব দিচ্ছি।’