নাসিরুদ্দিন নাদিম স্মৃতি পদক পেলেন আবদুল কাদের

করোনা পরিস্থিতির কারণে গত ২৭ আগস্ট নাটকের দল বটতলার যুগপূর্তি উদযাপন করা হয় অনলাইন আয়োজনের মাধ্যমে। এবারের আয়াজনে নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পদক ২০২০ পেয়েছেন বটতলার কর্মী আব্দুল কাদের। প্রতি বছর বটতলার একজন কর্মীকে এই পদক প্রদান করে বটতলা। বটতলার প্রতিষ্ঠাতা সদস্য নাসিরুদ্দিন নাদিমের জন্ম ১৯৮১ সালের ১৩ আগস্ট। ৬ ফেব্রুয়ারি ২০১৪ তিনি মারা গেছেন। তার নামেই বটতলা প্রতি বছর দলের একজন সদস্যকে এই পদক প্রদান করে। বটতলার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় ফেসবুক পেইজ Bottala a performance space Ges YoutubeG Bottala a performance space চ্যানেলে। এ অনুষ্ঠানে নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পদক ২০২০ ঘোষণা করা হয়।

এর আগে নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পদক পেয়েছেন নাট্যকর্মী ইমরান খান মুন্না, মিজানুর রহমান ও তৌফিক হাসান ভুঁইয়া। বাটতলার দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী ও যুগান্তরে পদার্পন উপলক্ষ্যে আয়োজিত অনলাইন অনুষ্ঠানে পদকপ্রাপ্তের নাম ঘোষণা করেন বটতলার সভাপ্রধান অধ্যাপক শফি আহমেদ।১৯৬৯ সালের ২৫ জানুয়ারি ঠাঁকুরগাওয়ে জন্মেছেন আব্দুল কাদের। তিনি বটতলার প্রতিষ্ঠাকালীন সদস্য। অভিনয় করেছেন পথনাটক, মঞ্চনাটক, উন্নয়ননাট্যে। তিনি সুবচন নাট্য সংসদেও কাজ করেছেন। সুবচনেরও শ্রেষ্ঠ নাট্যকর্মী ছিলেন। বটতলায় অভিনয় করেছেন- ধামাইল, খনা, দ্য ট্রায়াল অফ মাল্লাম ইলিয়া, একজন রুহুল আমিনসহ অনেক বিখ্যাত নাটকে।

শনিবার, ২৯ আগস্ট ২০২০ , ৯ মহররম ১৪৪২, ২৯ আগস্ট ২০২০

নাসিরুদ্দিন নাদিম স্মৃতি পদক পেলেন আবদুল কাদের

বিনোদন প্রতিবেদক |

image

করোনা পরিস্থিতির কারণে গত ২৭ আগস্ট নাটকের দল বটতলার যুগপূর্তি উদযাপন করা হয় অনলাইন আয়োজনের মাধ্যমে। এবারের আয়াজনে নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পদক ২০২০ পেয়েছেন বটতলার কর্মী আব্দুল কাদের। প্রতি বছর বটতলার একজন কর্মীকে এই পদক প্রদান করে বটতলা। বটতলার প্রতিষ্ঠাতা সদস্য নাসিরুদ্দিন নাদিমের জন্ম ১৯৮১ সালের ১৩ আগস্ট। ৬ ফেব্রুয়ারি ২০১৪ তিনি মারা গেছেন। তার নামেই বটতলা প্রতি বছর দলের একজন সদস্যকে এই পদক প্রদান করে। বটতলার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় ফেসবুক পেইজ Bottala a performance space Ges YoutubeG Bottala a performance space চ্যানেলে। এ অনুষ্ঠানে নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পদক ২০২০ ঘোষণা করা হয়।

এর আগে নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পদক পেয়েছেন নাট্যকর্মী ইমরান খান মুন্না, মিজানুর রহমান ও তৌফিক হাসান ভুঁইয়া। বাটতলার দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী ও যুগান্তরে পদার্পন উপলক্ষ্যে আয়োজিত অনলাইন অনুষ্ঠানে পদকপ্রাপ্তের নাম ঘোষণা করেন বটতলার সভাপ্রধান অধ্যাপক শফি আহমেদ।১৯৬৯ সালের ২৫ জানুয়ারি ঠাঁকুরগাওয়ে জন্মেছেন আব্দুল কাদের। তিনি বটতলার প্রতিষ্ঠাকালীন সদস্য। অভিনয় করেছেন পথনাটক, মঞ্চনাটক, উন্নয়ননাট্যে। তিনি সুবচন নাট্য সংসদেও কাজ করেছেন। সুবচনেরও শ্রেষ্ঠ নাট্যকর্মী ছিলেন। বটতলায় অভিনয় করেছেন- ধামাইল, খনা, দ্য ট্রায়াল অফ মাল্লাম ইলিয়া, একজন রুহুল আমিনসহ অনেক বিখ্যাত নাটকে।