জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগ

স্বাস্থ্যগত সমস্যার কারণে পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা। জাপানের স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি ও গার্ডিয়ানের প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে। গুরতর অসুস্থ হয়ে গত ১৭ আগস্ট সকালে রাজধানী টোকিওর একটি হাসপাতালে ভর্তি হন প্রধানমন্ত্রী শিনজো আবে। তবে সরকারিভাবে একে প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হিসেবে উল্লেখ করা হলেও তখন থেকেই জাপানের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি দেশের সংবাদমাধ্যমগুলোতে তার পদত্যাগের তথ্য প্রকাশ করে। বিবিসি, এনএইচকে।

গতকাল ২৮ আগস্ট গণমাধ্যমের এক প্রতিবেদন জানিয়েছে , সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ৬৫ বছর বয়সী হাসপাতাল থেকে ছাড়া পেলেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দেশটির সরকারি প্রচারমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে এমন পরিস্থিতিতে সরকার পরিচালনায় যেন সমস্যা তৈরি না হয় তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০১২ সালে দায়িত্ব গ্রহণের পর গত সপ্তাহে জাপানের ইতিহাসে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েন শিনজো আবে। এর আগেও ২০০৭ সালে অসুস্থতার কারণে আচমকা তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। বিবিসি জানিয়েছে, শিশুকাল থেকেই স্বাস্থ্যগত একটি জটিল সমস্যায় ভুগছিলেন শিনজো আবে।

গত মাসে প্রধানমন্ত্রী তার নিজ কার্যালয়ে কর্মরত অবস্থায় রক্তবমি করেছিলেন উল্লেখ করে একটি সংবাদ সাময়িকীতে খবর প্রকাশিত হওয়ার পর থেকে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়তে শুরু করে। সরকারের পক্ষ থেকে অবশ্য প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত সমস্যায় ভোগার বিষয়টি অস্বীকার করা হয়েছিল তখন। ভাইরাস মহামারী নিয়ন্ত্রণে চাপে রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী এমন পরিস্থিতি বিবেচনায় নিজের অবস্থা দেশবাসীর সামনে তুলে ধরতে গতকাল সংবাদ সম্মেলন করেন। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, সেখানে স্বাস্থ্যগত কারণে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের সরকার প্রধান। জাপান টাইমস ও ব্লুমবার্গও এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করে জানায় ‘শিনজো আবে পদত্যাগ করেছেন। এনএইচকে বলেছে, স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে সরকারের জন্য সমস্যা হবে এমন পরিস্থিতি দাঁড়াক চান না আবে। যে কারণে কঠিন সিদ্ধান্তটি নিয়ে ফেলেছেন তিনি। দলের কর্মকর্তারা বলেছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেই হাসপাতালে গিয়েছেন এবার সাড়ে ৭ ঘণ্টা হাসপাতালে থেকে বাড়ি ফেরেন শিনজো। তবে আবে যে মানসিক অবসাদে ভুগছিলেন তা অস্বীকার করেননি কর্মকর্তারা। সপ্তাহ না যেতে আবারও আবেকে হাসপাতালে যেতে দেখে সরকারি সূত্র জানায়, স্বাস্থ্য পরীক্ষার ফলাফল জানতে গেছেন প্রধানমন্ত্রী আগেই ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ থাকলেও তা শেষ না হতেই বিদায় নেবেন জাপানের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী। ৬৫ বছরের আবে ২০১২’ ২য় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী তিনি সরকারের নেতৃতে দায়িত্ব পালন করে এসেছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২০ , ৯ মহররম ১৪৪২, ২৯ আগস্ট ২০২০

স্বাস্থ্যগত কারণে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগ

স্বাস্থ্যগত সমস্যার কারণে পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা। জাপানের স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি ও গার্ডিয়ানের প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে। গুরতর অসুস্থ হয়ে গত ১৭ আগস্ট সকালে রাজধানী টোকিওর একটি হাসপাতালে ভর্তি হন প্রধানমন্ত্রী শিনজো আবে। তবে সরকারিভাবে একে প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হিসেবে উল্লেখ করা হলেও তখন থেকেই জাপানের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি দেশের সংবাদমাধ্যমগুলোতে তার পদত্যাগের তথ্য প্রকাশ করে। বিবিসি, এনএইচকে।

গতকাল ২৮ আগস্ট গণমাধ্যমের এক প্রতিবেদন জানিয়েছে , সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ৬৫ বছর বয়সী হাসপাতাল থেকে ছাড়া পেলেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দেশটির সরকারি প্রচারমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে এমন পরিস্থিতিতে সরকার পরিচালনায় যেন সমস্যা তৈরি না হয় তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০১২ সালে দায়িত্ব গ্রহণের পর গত সপ্তাহে জাপানের ইতিহাসে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েন শিনজো আবে। এর আগেও ২০০৭ সালে অসুস্থতার কারণে আচমকা তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। বিবিসি জানিয়েছে, শিশুকাল থেকেই স্বাস্থ্যগত একটি জটিল সমস্যায় ভুগছিলেন শিনজো আবে।

গত মাসে প্রধানমন্ত্রী তার নিজ কার্যালয়ে কর্মরত অবস্থায় রক্তবমি করেছিলেন উল্লেখ করে একটি সংবাদ সাময়িকীতে খবর প্রকাশিত হওয়ার পর থেকে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়তে শুরু করে। সরকারের পক্ষ থেকে অবশ্য প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত সমস্যায় ভোগার বিষয়টি অস্বীকার করা হয়েছিল তখন। ভাইরাস মহামারী নিয়ন্ত্রণে চাপে রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী এমন পরিস্থিতি বিবেচনায় নিজের অবস্থা দেশবাসীর সামনে তুলে ধরতে গতকাল সংবাদ সম্মেলন করেন। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, সেখানে স্বাস্থ্যগত কারণে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের সরকার প্রধান। জাপান টাইমস ও ব্লুমবার্গও এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করে জানায় ‘শিনজো আবে পদত্যাগ করেছেন। এনএইচকে বলেছে, স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে সরকারের জন্য সমস্যা হবে এমন পরিস্থিতি দাঁড়াক চান না আবে। যে কারণে কঠিন সিদ্ধান্তটি নিয়ে ফেলেছেন তিনি। দলের কর্মকর্তারা বলেছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেই হাসপাতালে গিয়েছেন এবার সাড়ে ৭ ঘণ্টা হাসপাতালে থেকে বাড়ি ফেরেন শিনজো। তবে আবে যে মানসিক অবসাদে ভুগছিলেন তা অস্বীকার করেননি কর্মকর্তারা। সপ্তাহ না যেতে আবারও আবেকে হাসপাতালে যেতে দেখে সরকারি সূত্র জানায়, স্বাস্থ্য পরীক্ষার ফলাফল জানতে গেছেন প্রধানমন্ত্রী আগেই ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ থাকলেও তা শেষ না হতেই বিদায় নেবেন জাপানের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী। ৬৫ বছরের আবে ২০১২’ ২য় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী তিনি সরকারের নেতৃতে দায়িত্ব পালন করে এসেছেন।