পারভেজের ‘ছাড়াছাড়ি’

সুফি ঘরানার গায়ক পারভেজ সাজ্জাদ। চলমান মহামারিতেও যিনি রেখে চলেছেন গান প্রকাশের ধারাবাহিকতা। তবে আগের মতোই, ধীরলয়ে। গেল ঈদে নতুন গান প্রকাশের পর গতকাল (২৭ আগস্ট) এলো ‘ছাড়াছাড়ি’ নামের একটি বিশেষ কাজ। ‘কাজ’ বলার কারণ, এটা শুধু গান বা মিউজিক ভিডিও নয়। পারভেজ বিষয়টিকে দেখছেন মিউজিক্যাল ফিল্ম হিসেবে। কারণ, আধ্যাত্মিক ঘরানার গানটির সূত্র ধরে তৈরি হয়েছে গল্পনির্ভর থ্রিলার ফিকশন। যেখানে প্রেম ও খুন এগিয়ে গেছে সমান্তরাল গতিতে। রুশদা ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এ মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন  মিজানুর রহমান লাবু। নির্মাতার নিজের লেখায় গানটির সংগীত পরিচালনা করেছেন আবিদ রনি।

পারভেজ সাজ্জাদ বলেন, ‘আমি বলব না, এই প্রথম একেবারে অন্য ধারার একটি গান করলাম। বরং জোরকণ্ঠে এটা বলতে চাই, যেমন গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি এটা তেমনই। সুফি ঘরানার ক্লাসিক সুরের গান। কথাগুলো হৃদয় ছুঁয়ে যাবে সবার।’ পারভেজ আরও বলেন, ‘একটা অডিও গান তখনই পূর্ণ প্রাণ ফিরে পায় যখন সেটির ভিজ্যুয়াল কথা বলে। এটা পূর্ণাঙ্গ মিউজিক্যাল ফিল্ম হয়েছে। গানের কথা ধরে একটা গল্প বলেছেন পরিচালক। আমি কৃতজ্ঞ সংশ্লিষ্টদের প্রতি।’  ‘ছাড়াছাড়ি’ মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, মঈন খান, আইরিন আফরোজ, ফারুক আহমেদ, শামীম, সিয়াম নাছির প্রমুখ।

রবিবার, ৩০ আগস্ট ২০২০ , ১০ মহররম ১৪৪২, ১৪ ভাদ্র ১৪২৭

পারভেজের ‘ছাড়াছাড়ি’

বিনোদন প্রতিবেদক |

image

সুফি ঘরানার গায়ক পারভেজ সাজ্জাদ। চলমান মহামারিতেও যিনি রেখে চলেছেন গান প্রকাশের ধারাবাহিকতা। তবে আগের মতোই, ধীরলয়ে। গেল ঈদে নতুন গান প্রকাশের পর গতকাল (২৭ আগস্ট) এলো ‘ছাড়াছাড়ি’ নামের একটি বিশেষ কাজ। ‘কাজ’ বলার কারণ, এটা শুধু গান বা মিউজিক ভিডিও নয়। পারভেজ বিষয়টিকে দেখছেন মিউজিক্যাল ফিল্ম হিসেবে। কারণ, আধ্যাত্মিক ঘরানার গানটির সূত্র ধরে তৈরি হয়েছে গল্পনির্ভর থ্রিলার ফিকশন। যেখানে প্রেম ও খুন এগিয়ে গেছে সমান্তরাল গতিতে। রুশদা ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এ মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন  মিজানুর রহমান লাবু। নির্মাতার নিজের লেখায় গানটির সংগীত পরিচালনা করেছেন আবিদ রনি।

পারভেজ সাজ্জাদ বলেন, ‘আমি বলব না, এই প্রথম একেবারে অন্য ধারার একটি গান করলাম। বরং জোরকণ্ঠে এটা বলতে চাই, যেমন গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি এটা তেমনই। সুফি ঘরানার ক্লাসিক সুরের গান। কথাগুলো হৃদয় ছুঁয়ে যাবে সবার।’ পারভেজ আরও বলেন, ‘একটা অডিও গান তখনই পূর্ণ প্রাণ ফিরে পায় যখন সেটির ভিজ্যুয়াল কথা বলে। এটা পূর্ণাঙ্গ মিউজিক্যাল ফিল্ম হয়েছে। গানের কথা ধরে একটা গল্প বলেছেন পরিচালক। আমি কৃতজ্ঞ সংশ্লিষ্টদের প্রতি।’  ‘ছাড়াছাড়ি’ মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, মঈন খান, আইরিন আফরোজ, ফারুক আহমেদ, শামীম, সিয়াম নাছির প্রমুখ।