আ’লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ

সংসদীয় ৫টি শূন্য আসনের উপনির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আজ সভা ডেকেছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বিকেল সাড়ে ৪টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সভায় ঢাকা-৫, ঢাকা-১৮, পাবনা-৪, নওগাঁ-৬ এবং সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হবে। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মনোনয়ন বোর্ডের সভা সীমিত পরিসরে আয়োজিত হবে। সভায় দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার পর্ব থাকছে না। এর আগে পাঁচটি আসনের উপনির্বাচনের জন্য মোট ১৪১ জন মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন। এর মধ্যে সর্বোচ্চ মনোনয়ন প্রত্যাশী রয়েছেন ঢাকা-১৮ আসনে ৫৬ জন। এছাড়া নওগাঁ-৬ আসনে ৩৪ জন, সিরাজগঞ্জ-১ আসনে ৩ জন, পাবনা-৪ আসনে ২৮ জন এবং ঢাকা-৫ আসনে ২০ জন মনোনয়ন ফরম জমা দেন।

আরও খবর
দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ বিপর্যয়
করোনায় একদিনে মৃত্যু ৪ আক্রান্ত ৬৭
সারাদেশে লুটপাট-দুর্নীতি বন্ধে ঐক্যের ডাক
সাংবাদিক-সাহিত্যিক রাহাত খানের প্রতি শেষ শ্রদ্ধা
হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া আসামি কয়েক ঘণ্টায় আটক
শিক্ষার মানোন্নয়নে সুলতান মোল্লা স্কুলে কাজ করবে গুড নেইবারস
খাগড়াছড়ির মাটিরাঙ্গা তাইন্দংয়ে পর্যটনের নতুন সম্ভাবনা ভগবান টিলা
রাতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে : নৌমন্ত্রী
সিলেটে ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের আড়ালে অবৈধ রক্ত ব্যবসা
ছাত্রী যৌন হয়রানির অভিযোগ : বিয়াম স্কুলের ২ শিক্ষক বরখাস্ত তদন্ত কমিটি গঠন
দুর্নীতির দায়ে প্রধান শিক্ষকের বেতন বন্ধ সভাপতি পলাতক আসামি
শামুক ভাঙায় লাভবান চিংড়ি খামারি, ঠকছেন নারীরা

রবিবার, ৩০ আগস্ট ২০২০ , ১০ মহররম ১৪৪২, ১৪ ভাদ্র ১৪২৭

আ’লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ

নিজস্ব বার্তা পরিবেশক |

সংসদীয় ৫টি শূন্য আসনের উপনির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আজ সভা ডেকেছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বিকেল সাড়ে ৪টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সভায় ঢাকা-৫, ঢাকা-১৮, পাবনা-৪, নওগাঁ-৬ এবং সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হবে। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মনোনয়ন বোর্ডের সভা সীমিত পরিসরে আয়োজিত হবে। সভায় দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার পর্ব থাকছে না। এর আগে পাঁচটি আসনের উপনির্বাচনের জন্য মোট ১৪১ জন মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন। এর মধ্যে সর্বোচ্চ মনোনয়ন প্রত্যাশী রয়েছেন ঢাকা-১৮ আসনে ৫৬ জন। এছাড়া নওগাঁ-৬ আসনে ৩৪ জন, সিরাজগঞ্জ-১ আসনে ৩ জন, পাবনা-৪ আসনে ২৮ জন এবং ঢাকা-৫ আসনে ২০ জন মনোনয়ন ফরম জমা দেন।