নন্দদুলালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি বরখাস্তকৃত পুলিশ সদস্য এসআই নন্দদুলাল রক্ষিত ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। তাকে গতকাল সকাল সোয়া ১০টায় তাকে আদালতে আনা হয় বলে জানান কক্সবাজারের আদালত পুলিশের পরিদর্শক প্রদীপ কুমার দাশ। এর আগে এসআই নন্দ দুলাল রক্ষিতের স্বাস্থ্য পরীক্ষার জন্য পৌনে ১০টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়। এদিকে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে আরও একদিনের রিমান্ড দেয়া হয়েছে।

পরিদর্শক প্রদীপ বলেন, আদালতে আনার পর আসামি এসআই নন্দ দুলাল রক্ষিতকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে জৈষ্ঠ্য বিচারিক হাকিম (কক্সবাজার-৪) তামান্না ফারাহ’র আদালতে হাজির করা হয়। পরে বিচারকের খাস কামরায় তার জবানবন্দি নেয়া শুরু হয়। বিকেল সাড়ে ৩টার জবানবন্দি গ্রহণ শেষ হয়। এরপর তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামলার প্রধান আসামি লিয়াকত আলী। এছাড়া এর আগে ২ দফায় মামলার আসামি আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) ৩ সদস্যের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়। এ নিয়ে মামলায় এ পর্যন্ত ৫ জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে।

গত ২৮ আগস্ট সিনহা হত্যা মামলার মূল অভিযুক্ত বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতের তৃতীয় দফায় ৩ দিনের মঞ্জুর করে আদালত।

এর আগে গত ১৮ আগস্ট মামলার মূল অভিযুক্ত তিন আসামিকে প্রথম দফায় ৭ দিনের জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব হেফাজতে নেয়া হয়। পরে রিমান্ড শেষে গত ২৪ আগস্ট তাদের আদালতে আনা হলে নতুন করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর গত ২৮ আগস্ট আদালত এ তিন আসামির তৃতীয় দফায় আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

আরও খবর
সিন্ডিকেটের কাছে জিম্মি বাজার ব্যবস্থা
টার্গেট সাড়ে ১৯ লাখ টন সংগ্রহ ৮ লাখ ৩৬ হাজার টন
রেডিও, টিভি পত্রিকার অনলাইন সংস্করণেও নিবন্ধন লাগবে
প্রণব মুখার্জির জীবনাবসান
প্রণব মুখার্জির মৃত্যু উপমহাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি : রাষ্ট্রপতি
প্রণব মুখার্জির অনন্য অবদান কখনও বিস্মৃত হওয়ার নয় : প্রধানমন্ত্রী
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন
আরও ৩৩ জনের মৃত্যু
আগের ভাড়ায় আজ থেকে চলবে গণপরিবহন
লোকসান কমাতে ট্রেনের ভাড়া বাড়ানোর প্রস্তাব রেলওয়ের
জীবিত স্কুলছাত্রী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বরখাস্ত
ক্রসফায়ারে হত্যায় বরখাস্ত ওসি প্রদীপের বিরুদ্ধে মামলা
ঠিকাদার শাহাদাত জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে কারাগার থেকে মুক্ত!

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ , ১১ মহররম ১৪৪২, ১৫ ভাদ্র ১৪২৭

সিনহা হত্যা

নন্দদুলালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রতিনিধি, কক্সবাজার

এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি বরখাস্তকৃত পুলিশ সদস্য এসআই নন্দদুলাল রক্ষিত ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। তাকে গতকাল সকাল সোয়া ১০টায় তাকে আদালতে আনা হয় বলে জানান কক্সবাজারের আদালত পুলিশের পরিদর্শক প্রদীপ কুমার দাশ। এর আগে এসআই নন্দ দুলাল রক্ষিতের স্বাস্থ্য পরীক্ষার জন্য পৌনে ১০টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়। এদিকে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে আরও একদিনের রিমান্ড দেয়া হয়েছে।

পরিদর্শক প্রদীপ বলেন, আদালতে আনার পর আসামি এসআই নন্দ দুলাল রক্ষিতকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে জৈষ্ঠ্য বিচারিক হাকিম (কক্সবাজার-৪) তামান্না ফারাহ’র আদালতে হাজির করা হয়। পরে বিচারকের খাস কামরায় তার জবানবন্দি নেয়া শুরু হয়। বিকেল সাড়ে ৩টার জবানবন্দি গ্রহণ শেষ হয়। এরপর তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামলার প্রধান আসামি লিয়াকত আলী। এছাড়া এর আগে ২ দফায় মামলার আসামি আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) ৩ সদস্যের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়। এ নিয়ে মামলায় এ পর্যন্ত ৫ জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে।

গত ২৮ আগস্ট সিনহা হত্যা মামলার মূল অভিযুক্ত বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতের তৃতীয় দফায় ৩ দিনের মঞ্জুর করে আদালত।

এর আগে গত ১৮ আগস্ট মামলার মূল অভিযুক্ত তিন আসামিকে প্রথম দফায় ৭ দিনের জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব হেফাজতে নেয়া হয়। পরে রিমান্ড শেষে গত ২৪ আগস্ট তাদের আদালতে আনা হলে নতুন করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর গত ২৮ আগস্ট আদালত এ তিন আসামির তৃতীয় দফায় আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।