করোনায় অর্থ-খাদ্য-চিকিৎসা সেবায় সদা তৎপর সাংসদ ডা. শিমুল

প্রতিদিন ছুটে যাচ্ছেন কোনো না কোনো এলাকায়। অসহায়-দুস্থ মানুষের হাতে তুলে দিচ্ছেন খাবার অথবা টাকা। কখনো আবার চিকিৎসা সামগ্রী। আর কেউ করোনা আক্রান্ত হলে তার কাছে পাঠাচ্ছেন ওষুধ ও ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। এদিকে সকাল-সন্ধ্যা বিনামূল্যে নিজ চেম্বারে বসে রোগী দেখছেন। করোনাকাল শুরুর পর চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের প্রতিদিনের রুটিন এই রকম। খোঁজ নিয়ে জানা গেছে,এখন পর্যন্ত শিবগঞ্জ উপজেলায় ৮৩ হাজার পরিবারকে সরকারি ও ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা দিয়েছেন ডা. শিমুল এমপি। জেলার অন্যান্য উপজেলায় সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠলেও শিবগঞ্জে কোন অভিযোগই নেই। করোনাকালে হাসপাতাল, ক্লিনিক বা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা বন্ধ করে দেন অন্য চিকিৎসকরা। কিন্তু তখনো সকাল-সন্ধ্যা রোগী দেখেছেন তিনি।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতে চিকিৎসকরা রোগী দেখেন সেজন্য ডক্টরস সেফটি চেম্বার স্থাপন করে দিয়েছেন ক্ষমতাশীল দলের এই সংসদ সদস্য। পাশাপাশি করোনা রোগীদের জন্য সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার নির্দেশও দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, জেলার অন্য দুটি আসনের সংসদ সদস্যরা যখন এলাকাতে তেমন একটা আসেন না, তখন তিনি এলাকা থেকেই মানুষের সেবা করে যাচ্ছেন।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ , ১২ মহররম ১৪৪২, ১৬ ভাদ্র ১৪২৭

করোনায় অর্থ-খাদ্য-চিকিৎসা সেবায় সদা তৎপর সাংসদ ডা. শিমুল

প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

প্রতিদিন ছুটে যাচ্ছেন কোনো না কোনো এলাকায়। অসহায়-দুস্থ মানুষের হাতে তুলে দিচ্ছেন খাবার অথবা টাকা। কখনো আবার চিকিৎসা সামগ্রী। আর কেউ করোনা আক্রান্ত হলে তার কাছে পাঠাচ্ছেন ওষুধ ও ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। এদিকে সকাল-সন্ধ্যা বিনামূল্যে নিজ চেম্বারে বসে রোগী দেখছেন। করোনাকাল শুরুর পর চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের প্রতিদিনের রুটিন এই রকম। খোঁজ নিয়ে জানা গেছে,এখন পর্যন্ত শিবগঞ্জ উপজেলায় ৮৩ হাজার পরিবারকে সরকারি ও ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা দিয়েছেন ডা. শিমুল এমপি। জেলার অন্যান্য উপজেলায় সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠলেও শিবগঞ্জে কোন অভিযোগই নেই। করোনাকালে হাসপাতাল, ক্লিনিক বা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা বন্ধ করে দেন অন্য চিকিৎসকরা। কিন্তু তখনো সকাল-সন্ধ্যা রোগী দেখেছেন তিনি।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতে চিকিৎসকরা রোগী দেখেন সেজন্য ডক্টরস সেফটি চেম্বার স্থাপন করে দিয়েছেন ক্ষমতাশীল দলের এই সংসদ সদস্য। পাশাপাশি করোনা রোগীদের জন্য সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার নির্দেশও দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, জেলার অন্য দুটি আসনের সংসদ সদস্যরা যখন এলাকাতে তেমন একটা আসেন না, তখন তিনি এলাকা থেকেই মানুষের সেবা করে যাচ্ছেন।