খণ্ড নাটকে অভিনয় করে উচ্ছ্বসিত রোজী সেলিম

নাটকে এবং সিনেমার নন্দিত অভিনেত্রী রোজী সেলিম। দীর্ঘদিন পর একটি খণ্ড নাটকে অভিনয় করে বেশ উচ্ছ্বসিত তিনি। কারণ সম্পূর্ণ পারিবারিক একটি গল্পের খণ্ড নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। নাটকের নাম ‘তুমি কী আমারই’। নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জোভান ও তানজিন তিশা। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রোজী সেলিম বলেন, ‘এখন দেখা যায় সাধারণত খণ্ড নাটকের গল্পে বাবা মা’র চরিত্রের তেমন কোন উপস্থিতি থাকেই না। কেউ কেউ চেষ্টা করছেন গল্পে বাবা মায়ের চরিত্রকে গুরুত্ব দিয়ে নাটক নির্মাণ করতে। তার মধ্যে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ অন্যতম। তার নির্দেশনায় এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক এ সময়ের দর্শকপ্রিয় নাটক ফ্যামিলি ক্রাইসিস’এ আমি অভিনয় করছি। এই নাটকে অভিনয়ের জন্য আমি ভীষণ সাড়া পাচ্ছি। সেই রাজেরই নির্দেশনায় আমি এই খণ্ড নাটকটিতে অভিনয় করেছি। একটি অসাধারণ গল্প। এই নাটকে আমি অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত। দীর্ঘদিন পর কোন খণ্ড নাটকে অভিনয় করে আমার মন ভরে গেছে। অনেক অনেক ধন্যবাদ রাজকে, এমন চমৎকার পারিবারিক গল্প নিয়ে নাটক নির্মাণ করার জন্য। নাটকে আরও যারা অভিনয় করেছেন প্রত্যেকেই ভীষণ আন্তরিকতা নিয়ে অভিনয় করেছেন।’ জানা যায় শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে রোজী সেলিম বর্তমানে চারটি ধারাবাটিক নাটকে অভিনয় করছেন। নাটকগুলো হচ্ছে মাতিয়া বানু শুকুর ‘বাকের খনি’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’, আকাশ রঞ্জনের ‘বউ শাশুড়ি’ ও দীপ্ত টিভির ‘মান অভিমান’। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই ধারাবাহিকগুলোর শুটিং-এ ব্যস্ত থাকবেন বলে জানান। এদিকে মুক্তির অপেক্ষায় আছে রোজী সেলিম অভিনীত রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ ও অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ সিনেমা দুটি। প্রথমটিতে তিনি প্রথমবারের মতো ভিলেন চরিত্রে এবং দ্বিতীয়টিতে তিনি শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন। এদিকে শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় শিগগিরই মঞ্চস্থ হতে যাওয়া নতুন মঞ্চ নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটকের কস্টিউম ডিজাইন করছেন রোজী সেলিম। নাটকটি রচনা করেছেন আনন জামান।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ , ১২ মহররম ১৪৪২, ১৬ ভাদ্র ১৪২৭

খণ্ড নাটকে অভিনয় করে উচ্ছ্বসিত রোজী সেলিম

বিনোদন প্রতিবেদক |

image

নাটকে এবং সিনেমার নন্দিত অভিনেত্রী রোজী সেলিম। দীর্ঘদিন পর একটি খণ্ড নাটকে অভিনয় করে বেশ উচ্ছ্বসিত তিনি। কারণ সম্পূর্ণ পারিবারিক একটি গল্পের খণ্ড নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। নাটকের নাম ‘তুমি কী আমারই’। নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জোভান ও তানজিন তিশা। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রোজী সেলিম বলেন, ‘এখন দেখা যায় সাধারণত খণ্ড নাটকের গল্পে বাবা মা’র চরিত্রের তেমন কোন উপস্থিতি থাকেই না। কেউ কেউ চেষ্টা করছেন গল্পে বাবা মায়ের চরিত্রকে গুরুত্ব দিয়ে নাটক নির্মাণ করতে। তার মধ্যে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ অন্যতম। তার নির্দেশনায় এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক এ সময়ের দর্শকপ্রিয় নাটক ফ্যামিলি ক্রাইসিস’এ আমি অভিনয় করছি। এই নাটকে অভিনয়ের জন্য আমি ভীষণ সাড়া পাচ্ছি। সেই রাজেরই নির্দেশনায় আমি এই খণ্ড নাটকটিতে অভিনয় করেছি। একটি অসাধারণ গল্প। এই নাটকে আমি অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত। দীর্ঘদিন পর কোন খণ্ড নাটকে অভিনয় করে আমার মন ভরে গেছে। অনেক অনেক ধন্যবাদ রাজকে, এমন চমৎকার পারিবারিক গল্প নিয়ে নাটক নির্মাণ করার জন্য। নাটকে আরও যারা অভিনয় করেছেন প্রত্যেকেই ভীষণ আন্তরিকতা নিয়ে অভিনয় করেছেন।’ জানা যায় শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে রোজী সেলিম বর্তমানে চারটি ধারাবাটিক নাটকে অভিনয় করছেন। নাটকগুলো হচ্ছে মাতিয়া বানু শুকুর ‘বাকের খনি’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’, আকাশ রঞ্জনের ‘বউ শাশুড়ি’ ও দীপ্ত টিভির ‘মান অভিমান’। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই ধারাবাহিকগুলোর শুটিং-এ ব্যস্ত থাকবেন বলে জানান। এদিকে মুক্তির অপেক্ষায় আছে রোজী সেলিম অভিনীত রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ ও অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ সিনেমা দুটি। প্রথমটিতে তিনি প্রথমবারের মতো ভিলেন চরিত্রে এবং দ্বিতীয়টিতে তিনি শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন। এদিকে শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় শিগগিরই মঞ্চস্থ হতে যাওয়া নতুন মঞ্চ নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটকের কস্টিউম ডিজাইন করছেন রোজী সেলিম। নাটকটি রচনা করেছেন আনন জামান।