চ্যানেল আজ ‘প্রতিবিম্ব’

চ্যানেল আইতে ২ সেপ্টেম্বর বিকাল ৩টা ৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘প্রতিবিম্ব’। এটি রচনা করেছেন মুনতাহার বৃত্তা এবং পরিচালনায় তুহিন হোসেন। এ টেলিফিল্মে অভিনয় করেছেন মীম মানতাশা, মিশু সাব্বির, শহীদুজ্জামান সেলিম, মনিরা ইউসুফ মেমী প্রমুখ। গল্পে মিজানের পৃথিবীটা সাদা এবং কালো এই ভাগে বিভক্ত। ধূসর কিছু তার জগতে নেই্ মিজানকে ছোটবেলায় আব্বা বলেছিলেন সবসময় সাদা দিকটায় থাকতে না হলে আয়নায় মুখ দেখা যাবে না। সেই যে মিজানের সততার পথে চলা শুরু হয়েছি তা আজও থামেনি। মিজান এখন প্রবীণ সরকারি ইঞ্জিনিয়ার। স্ত্রী রিমা, সদ্য ১৮ ছোঁয়া ছেলে তমাল আর মানসিক প্রতিবন্ধ মেয়ে তিন্নিকে নিয়ে তার সংসার। সংসার কি তার সুখের! না। মিজানদের সরকারি কোয়ার্টারে আশেপাশে সবাই যখন বাড়ি গাড়ি এসি হাঁকিয়ে বেজায় ভাব দেখিয়ে চলাফেলা করে তখন মিজান মাথা উঁচু করে বেঁচে থাকাকেই শান্তনা বলে মনে করে। আসলে ওরা এইসব সুখই উপহার পায়। ঘুষ খাওয়া কালো হতে পারে, উপহার পাওয়া তো ধূসর অবস্থান। কিন্তু মিজান ধূসর হতে পারে না। তাই রিমা, তমাল আর তিন্নি তাদের সাথে মিজান মোকাবিলাও করতে পারে না। পৃথিবী যত এগোচ্ছে চাহিদা তত বাড়ছে। মিজানের বেতন তো সেভাবে বাড়ে না। একসময় মিজান কালো কালো অন্ধকারে আলো খোঁজে।

মিজান এখন উপহার পায়। তার ঘরে নতুন ফ্রিজ, বড় টিভি, এসি সবই এসেছে। এখন শুধু কাগজে সই করে দিলেই সে সবকিছু উপহার পাওয়া যায়। সাদাকালো নয় ধূসর জগতের সন্ধান পেয়েছে মিজান। টেলিফিল্মটি এর আগে ২০১৮ সালের ঈদুল আজহায় চ্যানেল আইতে প্রচারিত হয়েছিল।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ , ১২ মহররম ১৪৪২, ১৬ ভাদ্র ১৪২৭

চ্যানেল আজ ‘প্রতিবিম্ব’

বিনোদন প্রতিবেদক |

চ্যানেল আইতে ২ সেপ্টেম্বর বিকাল ৩টা ৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘প্রতিবিম্ব’। এটি রচনা করেছেন মুনতাহার বৃত্তা এবং পরিচালনায় তুহিন হোসেন। এ টেলিফিল্মে অভিনয় করেছেন মীম মানতাশা, মিশু সাব্বির, শহীদুজ্জামান সেলিম, মনিরা ইউসুফ মেমী প্রমুখ। গল্পে মিজানের পৃথিবীটা সাদা এবং কালো এই ভাগে বিভক্ত। ধূসর কিছু তার জগতে নেই্ মিজানকে ছোটবেলায় আব্বা বলেছিলেন সবসময় সাদা দিকটায় থাকতে না হলে আয়নায় মুখ দেখা যাবে না। সেই যে মিজানের সততার পথে চলা শুরু হয়েছি তা আজও থামেনি। মিজান এখন প্রবীণ সরকারি ইঞ্জিনিয়ার। স্ত্রী রিমা, সদ্য ১৮ ছোঁয়া ছেলে তমাল আর মানসিক প্রতিবন্ধ মেয়ে তিন্নিকে নিয়ে তার সংসার। সংসার কি তার সুখের! না। মিজানদের সরকারি কোয়ার্টারে আশেপাশে সবাই যখন বাড়ি গাড়ি এসি হাঁকিয়ে বেজায় ভাব দেখিয়ে চলাফেলা করে তখন মিজান মাথা উঁচু করে বেঁচে থাকাকেই শান্তনা বলে মনে করে। আসলে ওরা এইসব সুখই উপহার পায়। ঘুষ খাওয়া কালো হতে পারে, উপহার পাওয়া তো ধূসর অবস্থান। কিন্তু মিজান ধূসর হতে পারে না। তাই রিমা, তমাল আর তিন্নি তাদের সাথে মিজান মোকাবিলাও করতে পারে না। পৃথিবী যত এগোচ্ছে চাহিদা তত বাড়ছে। মিজানের বেতন তো সেভাবে বাড়ে না। একসময় মিজান কালো কালো অন্ধকারে আলো খোঁজে।

মিজান এখন উপহার পায়। তার ঘরে নতুন ফ্রিজ, বড় টিভি, এসি সবই এসেছে। এখন শুধু কাগজে সই করে দিলেই সে সবকিছু উপহার পাওয়া যায়। সাদাকালো নয় ধূসর জগতের সন্ধান পেয়েছে মিজান। টেলিফিল্মটি এর আগে ২০১৮ সালের ঈদুল আজহায় চ্যানেল আইতে প্রচারিত হয়েছিল।