আ’লীগের সভাপতির কার্যালয়ে নেতাকর্মী নিয়ে নাজমা আক্তারের দিনব্যাপী অবস্থান

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ আসনে মনোনয়ন পেতে শতাধিক নেতাকর্মীকে নিয়ে ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনির্ধারিত অবস্থান কর্মসূচি পালন করেছেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার। গতকাল দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডি কার্যালয়ে এলে যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী তার সঙ্গে দেখা করার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর থেকে কয়েকশ’ নেতাকর্মী নিয়ে সেখানে দিনব্যাপী অবস্থান করেন নাজমা আক্তার।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার পর পাবনা-৪ আসনের মনোনয়ন ঘোষণা করা হলেও ঢাকা-১৮ সহ বাকি চারটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়নি। এর মধ্যে ঢাকা-১৮ আসন থেকে আহসান হাবীব মনোনয়ন পেয়েছেন বলে মঙ্গলবার গুঞ্জন শুরু হলে নাজমা আক্তার দলবল নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অবস্থান নেন। সাংবাদিকদের নাজমা আক্তার বলেন, তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তার কর্মীরা ওবায়দুল কাদেরর সঙ্গে দেখা করে মনোনয়নের ব্যাখ্যা চাইতে গিয়েছিল। তবে তিনি (ওবায়দুল কাদের) দেখা করেননি। উপস্থিত একাধিক কর্মী সাংবাদিকদের বলেন, আমরা প্রয়োজনে পদত্যাগ করে ঘরে ফিরব, তবুও আমাদের ত্যাগী নেত্রী নাজমা আপার মনোনয়নের সমাধান চাই।ধানমন্ডি কার্যালয়ের একটি সূত্র জানায়, বিকেল পর্যন্ত যুব মহিলা লীগের শতাধিক নেতাকর্মী কার্যালয় চত্বরে ছিল। উল্লেখ্য, শূন্য হওয়া সংসদীয় ৫টি আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মোট মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১৪১ জন। এর মধ্য ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী ৫৬ জন।

আরও খবর
সিলেট-তামাবিল মহাসড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন
বিদ্যুৎখাতে মাঠের কর্মীদের আচরণ উন্নয়ন প্রয়োজন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সাংবাদিক ছাঁটাইয়ে ডিইউজে’র উদ্বেগ
রংপুরে দুদকের দৃশ্যমান কোন কর্মকাণ্ড নেই
৫১ জনের নিয়োগ নিয়ে রুল
শ্রদ্ধা ও ভালোবাসায় সিআর দত্তের শেষকৃত্য
খালেদাকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে ফখরুল
সাংবাদিক নামে প্রতারণা, গ্রেফতার ২
বিধিবহির্ভূতভাবে প্রকৌশলী নিয়োগ দিতে মরিয়া সিসিক
কিশোর মুন্না হত্যার নেপথ্যে গায়ে ধাক্কা লাগার প্রতিশোধ
চট্টগ্রাম নগর উন্নয়নে চউক-চসিক সমন্বয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন হবে সিটি প্রশাসক
দক্ষিণাঞ্চলে জমির বিকল্প ধাপে সবজি চাষে স্বাবলম্বী পাঁচ শতাধিক পরিবার
বিএনপির দুলুর ব্যাংক হিসাব জব্দ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ , ১২ মহররম ১৪৪২, ১৬ ভাদ্র ১৪২৭

মনোনয়ন পেতে

আ’লীগের সভাপতির কার্যালয়ে নেতাকর্মী নিয়ে নাজমা আক্তারের দিনব্যাপী অবস্থান

নিজস্ব বার্তা পরিবেশক |

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ আসনে মনোনয়ন পেতে শতাধিক নেতাকর্মীকে নিয়ে ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনির্ধারিত অবস্থান কর্মসূচি পালন করেছেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার। গতকাল দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডি কার্যালয়ে এলে যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী তার সঙ্গে দেখা করার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর থেকে কয়েকশ’ নেতাকর্মী নিয়ে সেখানে দিনব্যাপী অবস্থান করেন নাজমা আক্তার।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার পর পাবনা-৪ আসনের মনোনয়ন ঘোষণা করা হলেও ঢাকা-১৮ সহ বাকি চারটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়নি। এর মধ্যে ঢাকা-১৮ আসন থেকে আহসান হাবীব মনোনয়ন পেয়েছেন বলে মঙ্গলবার গুঞ্জন শুরু হলে নাজমা আক্তার দলবল নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অবস্থান নেন। সাংবাদিকদের নাজমা আক্তার বলেন, তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তার কর্মীরা ওবায়দুল কাদেরর সঙ্গে দেখা করে মনোনয়নের ব্যাখ্যা চাইতে গিয়েছিল। তবে তিনি (ওবায়দুল কাদের) দেখা করেননি। উপস্থিত একাধিক কর্মী সাংবাদিকদের বলেন, আমরা প্রয়োজনে পদত্যাগ করে ঘরে ফিরব, তবুও আমাদের ত্যাগী নেত্রী নাজমা আপার মনোনয়নের সমাধান চাই।ধানমন্ডি কার্যালয়ের একটি সূত্র জানায়, বিকেল পর্যন্ত যুব মহিলা লীগের শতাধিক নেতাকর্মী কার্যালয় চত্বরে ছিল। উল্লেখ্য, শূন্য হওয়া সংসদীয় ৫টি আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মোট মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১৪১ জন। এর মধ্য ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী ৫৬ জন।