সূচক ও লেনদেন বেড়েছে উভয় শেয়ারবাজারে

আগের দিন পতনে শেষ হলেও গতকাল উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক দিনের ব্যবধানে ৪২৪ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইতে ডিএসইএক্স ২৯.৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৯১.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৯৫ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৮.২৪ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ৮.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৩৭.৩৩, ১৭১৪.৬৫ ও ৯৯৯.৭০ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ২০১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৪২৩ কোটি ৯৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৭৭ কোটি ৪২ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬২টির বা ৪৫.৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৫৩টির বা ৪২.৮৫ শতাংশের এবং ৪২টি বা ১১.৭৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৪.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৩.৭৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। গতকাল সিএসইতে ২৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এছাড়া গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৮৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেনে ২৮টি কোম্পানি অংশ নিয়েছে। কোম্পানিগুলোর ২ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার ৩৮৫টি শেয়ার ৫৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৮৫ কোটি ৬২ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ অর্থাৎ ২৫৬ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি ৪ লাখ টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার।

এছাড়া উত্তরা ব্যাংকের ৬ লাখ ২ হাজার টাকার, ইউনাইটেড কমার্মিয়াল ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকার, শাহজিবাজার পাওয়ারের ৮ লাখ ৬৫ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ২ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার টাকার, সি পার্লের ২২ লাখ ৯৩ হাজার টাকার, সমতা লেদারের ৬ লাখ ২৫ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৮ হাজার টাকার, রেকিট বেনকিজারের ১৯ লাখ টাকার, কুইনসাউথ টেক্সটাইলের ১০ লাখ ১৭ হাজার টাকার, পূবালী ব্যাংকের ২৫ লাখ ৮০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭ লাখ ৮৯ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৩০ লাখ ৭৫ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫ লাখ ৬৮ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৪৮ লাখ ৩৬ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৭৬ লাখ ১৯ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৩৬ লাখ ৪০ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ৭ লাখ ৮৫ হাজার টাকার, ইবনে সিনার ৫ লাখ ৩৬ হাজার টাকার, জিকিউ বলপেনের ৩০ লাখ ৯৮ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৮ লাখ ৩০ হাজার টাকার, গ্রামীণফোনের ১৩ লাখ ৬৫ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৪৩ হাজার টাকার, ডেসকোর ৩৫ লাখ ৯০ হাজার টাকার এবং সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ , ১৩ মহররম ১৪৪২, ১৭ ভাদ্র ১৪২৭

সূচক ও লেনদেন বেড়েছে উভয় শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

আগের দিন পতনে শেষ হলেও গতকাল উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক দিনের ব্যবধানে ৪২৪ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইতে ডিএসইএক্স ২৯.৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৯১.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৯৫ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৮.২৪ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ৮.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৩৭.৩৩, ১৭১৪.৬৫ ও ৯৯৯.৭০ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ২০১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৪২৩ কোটি ৯৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৭৭ কোটি ৪২ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬২টির বা ৪৫.৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৫৩টির বা ৪২.৮৫ শতাংশের এবং ৪২টি বা ১১.৭৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৪.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৩.৭৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। গতকাল সিএসইতে ২৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এছাড়া গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৮৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেনে ২৮টি কোম্পানি অংশ নিয়েছে। কোম্পানিগুলোর ২ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার ৩৮৫টি শেয়ার ৫৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৮৫ কোটি ৬২ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ অর্থাৎ ২৫৬ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি ৪ লাখ টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার।

এছাড়া উত্তরা ব্যাংকের ৬ লাখ ২ হাজার টাকার, ইউনাইটেড কমার্মিয়াল ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকার, শাহজিবাজার পাওয়ারের ৮ লাখ ৬৫ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ২ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার টাকার, সি পার্লের ২২ লাখ ৯৩ হাজার টাকার, সমতা লেদারের ৬ লাখ ২৫ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৮ হাজার টাকার, রেকিট বেনকিজারের ১৯ লাখ টাকার, কুইনসাউথ টেক্সটাইলের ১০ লাখ ১৭ হাজার টাকার, পূবালী ব্যাংকের ২৫ লাখ ৮০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭ লাখ ৮৯ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৩০ লাখ ৭৫ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫ লাখ ৬৮ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৪৮ লাখ ৩৬ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৭৬ লাখ ১৯ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৩৬ লাখ ৪০ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ৭ লাখ ৮৫ হাজার টাকার, ইবনে সিনার ৫ লাখ ৩৬ হাজার টাকার, জিকিউ বলপেনের ৩০ লাখ ৯৮ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৮ লাখ ৩০ হাজার টাকার, গ্রামীণফোনের ১৩ লাখ ৬৫ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৪৩ হাজার টাকার, ডেসকোর ৩৫ লাখ ৯০ হাজার টাকার এবং সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন হয়েছে।